ইসলাম ডেস্ক
পবিত্র ঈদুল ফিতর খুশির দিন, আনন্দ-উৎসবের দিন। রমজানের সংযম শেষে মহান আল্লাহর আতিথেয়তা গ্রহণ এবং খাওয়া-দাওয়া করার দিন। তবে মুমিনের সব কাজ হতে হয় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। তাই ঈদের দিনটিও আমাদের মহান আল্লাহর আনুগত্যে কাটাতে হবে। মহানবী (সা.) যেভাবে ঈদ উদ্যাপন করেছেন, সেভাবে আমাদের ঈদ-আনন্দকে সাজানোর চেষ্টা করতে হবে। এখানে ঈদের দিনের বিশেষ কয়েকটি আমলের কথা তুলে ধরা হলো:
১. পরিচ্ছন্নতা অর্জন
ঈদের দিনে গোসল করা, মেসওয়াক করা এবং পবিত্রতা অর্জন করা সুন্নত। হাদিসে এসেছে, ইবনে আব্বাস (রা.) বলেন, ‘নবী (সা.) ঈদুল ফিতর ও আজহার দিন গোসল করতেন।’ (বুখারি: ১ / ১৩০)
২. উত্তম পোশাক পরা
ঈদের দিন উত্তম পোশাক পরিধান করা সুন্নত। পরিষ্কার-পরিচ্ছন্ন, সুন্দর ও সাধ্যের ভেতর সবচেয়ে উত্তম পোশাকটি পরিধান করার কথা হাদিসে এসেছে। নতুন জামা পরার কোনো বাধ্যবাধকতা নেই। হাদিসে এসেছে, ‘নবী (সা.) প্রতি ঈদে ডোরাকাটা পোশাক পরিধান করতেন।’ (সুনানে বায়হাকি, হাদিস: ৬৩৬৩)
৩. ঈদগাহে যাওয়ার আগে কিছু খাওয়া
ঈদগাহে যাওয়ার আগে পানাহার করা সুন্নত। হাদিসে এসেছে, ‘নবী (সা.) ঈদুল ফিতরের দিন সকালে কিছু খেজুর খেতেন।’ অন্য এক বর্ণনামতে, ‘তিনি বেজোড় সংখ্যক খেজুর খেতেন।’ (বুখারি, হাদিস: ৯৫৩)
৪. তাকবির বলা
ঈদগাহে যাতায়াতের সময় তাকবির বলা সুন্নত। নিচুস্বরে ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ’ পাঠ করা উত্তম। হাদিসে এসেছে, ‘নবী (সা.) ঈদুল ফিতরের দিন তাকবির পাঠ করতে করতে ঈদগাহের দিকে যেতেন এবং নামাজ পড়া অবধি এ তাকবির অব্যাহত রাখতেন। নামাজ শেষ হলে তাকবির পাঠ বন্ধ করে ফেলতেন।’ (সিলসিলাতুল আহাদিস আস-সহিহাহ: ১৭১)
৫. রাস্তা পরিবর্তন
ঈদগাহে আসা-যাওয়ার রাস্তা পরিবর্তন করা সুন্নত। রাস্তা একটি হলে এক পাশ দিয়ে যাওয়া এবং অপর পাশ দিয়ে আসা সুন্নত। হাদিসে এসেছে, ‘নবী (সা.) ঈদের দিন ঈদগাহে আসা-যাওয়ার রাস্তা পরিবর্তন করতেন।’ (বুখারি, হাদিস: ৯৮৬)
৬. হেঁটে যাওয়া
হেঁটে ঈদগাহে যাওয়া সুন্নত। তবে কোনো অপারগতা থাকলে বা বেশি দূরে হলে ভিন্ন কথা। হাদিসে এসেছে, ‘রাসুল (সা.) হেঁটে ঈদগাহে যেতেন এবং হেঁটে ঈদগাহ থেকে ফিরতেন।’ (তিরমিজি, হাদিস: ১২৯৫)
৭. শিশুদের সঙ্গে নেওয়া
ঈদগাহে শিশুদের সঙ্গে নিয়ে যাওয়া সুন্নত। হাদিসে এসেছে, রাসুল (সা.) দুই ঈদের দিন ঈদগাহে যাওয়ার সময় ফজল ইবনে আব্বাস, আবদুল্লাহ ইবনে আব্বাস, আব্বাস, আলি, জাফর, হাসান, হোসাইন, উসামা ইবনু জায়দ, জায়দ ইবনু হারিসা, আয়মান ইবনু উম্মু আয়মান (রা.)-কে সঙ্গে নিয়ে উচ্চ স্বরে তাকবির ও তাহলিল পাঠ করতে করতে বের হতেন। (সুনানে বায়হাকি, হাদিস: ৬৩৪৯)
৮. শুভেচ্ছা বিনিময়
ঈদের দিন একে অপরের সঙ্গে সাক্ষাৎ হলে শুভেচ্ছা বিনিময় করা সুন্নত। হাদিসে এসেছে, ‘নবী (সা.)-এর সাহাবায়ে কেরাম ঈদের দিন পরস্পর সাক্ষাৎ হলে বলতেন ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়ামিন কুম’ অর্থাৎ, ‘আল্লাহ আমার এবং আপনার যাবতীয় ভালো কাজ কবুল করুন।’ (ফাতহুল কাদির: ২ / ৫১৭)
পবিত্র ঈদুল ফিতর খুশির দিন, আনন্দ-উৎসবের দিন। রমজানের সংযম শেষে মহান আল্লাহর আতিথেয়তা গ্রহণ এবং খাওয়া-দাওয়া করার দিন। তবে মুমিনের সব কাজ হতে হয় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। তাই ঈদের দিনটিও আমাদের মহান আল্লাহর আনুগত্যে কাটাতে হবে। মহানবী (সা.) যেভাবে ঈদ উদ্যাপন করেছেন, সেভাবে আমাদের ঈদ-আনন্দকে সাজানোর চেষ্টা করতে হবে। এখানে ঈদের দিনের বিশেষ কয়েকটি আমলের কথা তুলে ধরা হলো:
১. পরিচ্ছন্নতা অর্জন
ঈদের দিনে গোসল করা, মেসওয়াক করা এবং পবিত্রতা অর্জন করা সুন্নত। হাদিসে এসেছে, ইবনে আব্বাস (রা.) বলেন, ‘নবী (সা.) ঈদুল ফিতর ও আজহার দিন গোসল করতেন।’ (বুখারি: ১ / ১৩০)
২. উত্তম পোশাক পরা
ঈদের দিন উত্তম পোশাক পরিধান করা সুন্নত। পরিষ্কার-পরিচ্ছন্ন, সুন্দর ও সাধ্যের ভেতর সবচেয়ে উত্তম পোশাকটি পরিধান করার কথা হাদিসে এসেছে। নতুন জামা পরার কোনো বাধ্যবাধকতা নেই। হাদিসে এসেছে, ‘নবী (সা.) প্রতি ঈদে ডোরাকাটা পোশাক পরিধান করতেন।’ (সুনানে বায়হাকি, হাদিস: ৬৩৬৩)
৩. ঈদগাহে যাওয়ার আগে কিছু খাওয়া
ঈদগাহে যাওয়ার আগে পানাহার করা সুন্নত। হাদিসে এসেছে, ‘নবী (সা.) ঈদুল ফিতরের দিন সকালে কিছু খেজুর খেতেন।’ অন্য এক বর্ণনামতে, ‘তিনি বেজোড় সংখ্যক খেজুর খেতেন।’ (বুখারি, হাদিস: ৯৫৩)
৪. তাকবির বলা
ঈদগাহে যাতায়াতের সময় তাকবির বলা সুন্নত। নিচুস্বরে ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ’ পাঠ করা উত্তম। হাদিসে এসেছে, ‘নবী (সা.) ঈদুল ফিতরের দিন তাকবির পাঠ করতে করতে ঈদগাহের দিকে যেতেন এবং নামাজ পড়া অবধি এ তাকবির অব্যাহত রাখতেন। নামাজ শেষ হলে তাকবির পাঠ বন্ধ করে ফেলতেন।’ (সিলসিলাতুল আহাদিস আস-সহিহাহ: ১৭১)
৫. রাস্তা পরিবর্তন
ঈদগাহে আসা-যাওয়ার রাস্তা পরিবর্তন করা সুন্নত। রাস্তা একটি হলে এক পাশ দিয়ে যাওয়া এবং অপর পাশ দিয়ে আসা সুন্নত। হাদিসে এসেছে, ‘নবী (সা.) ঈদের দিন ঈদগাহে আসা-যাওয়ার রাস্তা পরিবর্তন করতেন।’ (বুখারি, হাদিস: ৯৮৬)
৬. হেঁটে যাওয়া
হেঁটে ঈদগাহে যাওয়া সুন্নত। তবে কোনো অপারগতা থাকলে বা বেশি দূরে হলে ভিন্ন কথা। হাদিসে এসেছে, ‘রাসুল (সা.) হেঁটে ঈদগাহে যেতেন এবং হেঁটে ঈদগাহ থেকে ফিরতেন।’ (তিরমিজি, হাদিস: ১২৯৫)
৭. শিশুদের সঙ্গে নেওয়া
ঈদগাহে শিশুদের সঙ্গে নিয়ে যাওয়া সুন্নত। হাদিসে এসেছে, রাসুল (সা.) দুই ঈদের দিন ঈদগাহে যাওয়ার সময় ফজল ইবনে আব্বাস, আবদুল্লাহ ইবনে আব্বাস, আব্বাস, আলি, জাফর, হাসান, হোসাইন, উসামা ইবনু জায়দ, জায়দ ইবনু হারিসা, আয়মান ইবনু উম্মু আয়মান (রা.)-কে সঙ্গে নিয়ে উচ্চ স্বরে তাকবির ও তাহলিল পাঠ করতে করতে বের হতেন। (সুনানে বায়হাকি, হাদিস: ৬৩৪৯)
৮. শুভেচ্ছা বিনিময়
ঈদের দিন একে অপরের সঙ্গে সাক্ষাৎ হলে শুভেচ্ছা বিনিময় করা সুন্নত। হাদিসে এসেছে, ‘নবী (সা.)-এর সাহাবায়ে কেরাম ঈদের দিন পরস্পর সাক্ষাৎ হলে বলতেন ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়ামিন কুম’ অর্থাৎ, ‘আল্লাহ আমার এবং আপনার যাবতীয় ভালো কাজ কবুল করুন।’ (ফাতহুল কাদির: ২ / ৫১৭)
সপ্তাহের দিনগুলোর মধ্যে জুমার দিন হচ্ছে শ্রেষ্ঠতম ও সর্বাধিক মর্যাদাপূর্ণ দিন। এই দিনটি মুসলমানদের জন্য একটি সাপ্তাহিক ঈদের মতো, যা আত্মশুদ্ধি, ইবাদত এবং কল্যাণ অর্জনের বিশেষ সুযোগ এনে দেয়। এই বরকতময় দিনে কী কী করণীয় তা জানা এবং তা মেনে চলা একজন মুমিনের দায়িত্ব।
৯ ঘণ্টা আগেমানুষের জীবনে সবচেয়ে কষ্টকর মুহূর্তগুলোর একটি হলো আপনজন হারানোর বেদনা। এমন শোকের সময় মানুষ থাকে মানসিকভাবে বিধ্বস্ত, দুর্বল ও অনেকটা একা। ঠিক তখনই সে আশায় থাকে কারও সহানুভূতির, সান্ত্বনার কিংবা একটু অনুভব করার মতো মানবিক উপস্থিতির। এই বিপদ ও কষ্টের সময়টিতে...
১২ ঘণ্টা আগেহিজরি সনের দ্বিতীয় মাস সফর। জাহিলি যুগে এই মাসকে অশুভ, বিপৎসংকুল ও অলক্ষুনে মাস হিসেবে বিবেচনা করা হতো। মানুষ মনে করত, এ মাসে শুভ কিছু হয় না—বিয়ে করলে বিচ্ছেদ হয়, ব্যবসা করলে লোকসান হয়, রোগবালাই বাড়ে। এমনকি সফরকে বলা হতো ‘আস-সাফারুল মুসাফফার’, অর্থাৎ বিবর্ণ সফর মাস। কারণ তখন খরা ও খাদ্যসংকট দেখা...
১২ ঘণ্টা আগেআমাদের অফিসের টপ ফ্লোরে নামাজের জন্য নির্ধারিত জায়গা আছে। সেখানে নির্ধারিত আলেম ইমামের মাধ্যমে জামাতের সঙ্গে ওয়াক্তিয়া নামাজ আদায় করা হয়। কিন্তু আমরা জুমার নামাজ আদায় করি পাশের একটি বড় মসজিদে। অফিসের নামাজ আদায়ের স্থানটি ওয়াক্ফ করা নয়। এ অবস্থায় আমরা কি ইচ্ছে করলে সেখানে জুমার নামাজের আয়োজন...
১২ ঘণ্টা আগে