অনলাইন ডেস্ক
রাশিয়া-ইউক্রেন নিয়ে আবারও সক্রিয় হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তিনি। তবে এই ফোনালাপের পর তিনি মনঃক্ষুণ্ন হয়ে পড়েছেন বলে জানালেন। আজ শুক্রবার ভোরে ট্রাম্প বলেন, ফোনালাপে পুতিনকে যুদ্ধ থামানোর বিষয়ে আগ্রহী মনে হয়নি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে ট্রাম্পের ওপর চাপ দিনকে দিন বাড়ছে। এমনকি নিজের দল থেকেও চাপ আসছে পুতিনের ওপর চাপ প্রয়োগ করতে। তবে ট্রাম্প এই আলোচনা এগিয়ে নিতে চেয়েও খুব একটা কূলকিনারা করতে পারছেন না। গতকাল বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ফোনে এক ঘণ্টার মতো কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রের আইওয়া সফর শেষে ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই ফোনালাপের কথা তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, ‘আজ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমার কথা হয়েছে। আমি অত্যন্ত মনঃক্ষুণ্ন হয়েছি। আমার মনে হচ্ছে, তিনি (যুদ্ধ থামাতে) প্রস্তুত নন। এতে আমি খুবই হতাশ।’
ট্রাম্প আরও বলেন, ‘আমার মনে হচ্ছে না তিনি (পুতিন) যুদ্ধ থামানোর চেষ্টা করছেন। তাঁর সঙ্গে আলোচনার মাধ্যমে আমি কোনো অগ্রগতি করতে পারিনি। এটা সত্যিই দুঃখজনক।’
আজ শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলার পরিকল্পনা করছেন বলে জানান ট্রাম্প।
এদিকে গতকাল ডেনমার্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ স্থগিতের বিষয়ে আজকের মধ্যেই ট্রাম্পের সঙ্গে কথা বলতে চান তিনি।
তবে ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘আমরা অস্ত্র দিচ্ছি। খুব বেশি অস্ত্র দিয়ে ফেলেছি, তারপরও দিচ্ছি। আমরা পুরোপুরি অস্ত্র সরবরাহ বন্ধ করে দিইনি।’
অস্ত্র সরবরাহ কমিয়ে দেওয়ার কারণ হিসেবে সাবেক প্রেসিডেন্ট বাইডেনকে দায়ী করেন তিনি। ট্রাম্প বলেন, ‘আমরা ইউক্রেনের সঙ্গে কাজ করছি এবং সাহায্য করার চেষ্টা করছি। জানেনই তো, বাইডেন আমাদের পুরো দেশ খালি করে দিয়েছে অস্ত্র পাঠাতে গিয়ে। এখন আমাদের নিশ্চিত করতে হবে, নিজেদের জন্যও যথেষ্ট অস্ত্র মজুত আয়েছে কি না।’
এদিকে পুতিনের সহযোগী ইউরি উশাকভ জানান, প্রায় এক ঘণ্টাব্যাপী আলাপে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনের কিয়েভে অস্ত্র সরবরাহে সাম্প্রতিক বিরতি প্রসঙ্গে দুই নেতার কেউই কোনো আলোচনা করেননি।
তবে তাঁদের আলাপ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনে আবারও হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেন জানিয়েছে, রাশিয়ার ড্রোন হামলায় কিয়েভের উত্তরে একটি আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, কিয়েভে বিস্ফোরণ ও টানা ভারী মেশিনগানের গুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন সংবাদমাধ্যমটির সংবাদদাতারা।
কিয়েভে চালানো এসব হামলায় অন্তত ২৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেন। এদিকে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কি জানান, এ হামলায় কিয়েভে পোলিশ দূতাবাসও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেন কর্তৃপক্ষের বরাতে বিবিসি জানায়, রাশিয়া গতকাল রাতে ৫৫০টি ড্রোন ও ১১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এ হামলা চলমান যুদ্ধের সবচেয়ে ‘নির্লজ্জ’ হামলাগুলোর একটি। এক নিষ্ঠুর-নির্ঘুম রাত কাটল।’
তিনি আরও বলেন, ‘রাশিয়া আবারও প্রমাণ করল, তারা যুদ্ধ থামানোর কোনো ইচ্ছা পোষণ করে না।’
মস্কোর ওপর আরও চাপ বাড়াতে ও নিষেধাজ্ঞা আরোপ করতে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মিত্রদের প্রতি আহ্বান জানান জেলেনস্কি।
রাশিয়া-ইউক্রেন নিয়ে আবারও সক্রিয় হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তিনি। তবে এই ফোনালাপের পর তিনি মনঃক্ষুণ্ন হয়ে পড়েছেন বলে জানালেন। আজ শুক্রবার ভোরে ট্রাম্প বলেন, ফোনালাপে পুতিনকে যুদ্ধ থামানোর বিষয়ে আগ্রহী মনে হয়নি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে ট্রাম্পের ওপর চাপ দিনকে দিন বাড়ছে। এমনকি নিজের দল থেকেও চাপ আসছে পুতিনের ওপর চাপ প্রয়োগ করতে। তবে ট্রাম্প এই আলোচনা এগিয়ে নিতে চেয়েও খুব একটা কূলকিনারা করতে পারছেন না। গতকাল বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ফোনে এক ঘণ্টার মতো কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রের আইওয়া সফর শেষে ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই ফোনালাপের কথা তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, ‘আজ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমার কথা হয়েছে। আমি অত্যন্ত মনঃক্ষুণ্ন হয়েছি। আমার মনে হচ্ছে, তিনি (যুদ্ধ থামাতে) প্রস্তুত নন। এতে আমি খুবই হতাশ।’
ট্রাম্প আরও বলেন, ‘আমার মনে হচ্ছে না তিনি (পুতিন) যুদ্ধ থামানোর চেষ্টা করছেন। তাঁর সঙ্গে আলোচনার মাধ্যমে আমি কোনো অগ্রগতি করতে পারিনি। এটা সত্যিই দুঃখজনক।’
আজ শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলার পরিকল্পনা করছেন বলে জানান ট্রাম্প।
এদিকে গতকাল ডেনমার্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ স্থগিতের বিষয়ে আজকের মধ্যেই ট্রাম্পের সঙ্গে কথা বলতে চান তিনি।
তবে ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘আমরা অস্ত্র দিচ্ছি। খুব বেশি অস্ত্র দিয়ে ফেলেছি, তারপরও দিচ্ছি। আমরা পুরোপুরি অস্ত্র সরবরাহ বন্ধ করে দিইনি।’
অস্ত্র সরবরাহ কমিয়ে দেওয়ার কারণ হিসেবে সাবেক প্রেসিডেন্ট বাইডেনকে দায়ী করেন তিনি। ট্রাম্প বলেন, ‘আমরা ইউক্রেনের সঙ্গে কাজ করছি এবং সাহায্য করার চেষ্টা করছি। জানেনই তো, বাইডেন আমাদের পুরো দেশ খালি করে দিয়েছে অস্ত্র পাঠাতে গিয়ে। এখন আমাদের নিশ্চিত করতে হবে, নিজেদের জন্যও যথেষ্ট অস্ত্র মজুত আয়েছে কি না।’
এদিকে পুতিনের সহযোগী ইউরি উশাকভ জানান, প্রায় এক ঘণ্টাব্যাপী আলাপে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনের কিয়েভে অস্ত্র সরবরাহে সাম্প্রতিক বিরতি প্রসঙ্গে দুই নেতার কেউই কোনো আলোচনা করেননি।
তবে তাঁদের আলাপ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনে আবারও হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেন জানিয়েছে, রাশিয়ার ড্রোন হামলায় কিয়েভের উত্তরে একটি আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, কিয়েভে বিস্ফোরণ ও টানা ভারী মেশিনগানের গুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন সংবাদমাধ্যমটির সংবাদদাতারা।
কিয়েভে চালানো এসব হামলায় অন্তত ২৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেন। এদিকে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কি জানান, এ হামলায় কিয়েভে পোলিশ দূতাবাসও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেন কর্তৃপক্ষের বরাতে বিবিসি জানায়, রাশিয়া গতকাল রাতে ৫৫০টি ড্রোন ও ১১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এ হামলা চলমান যুদ্ধের সবচেয়ে ‘নির্লজ্জ’ হামলাগুলোর একটি। এক নিষ্ঠুর-নির্ঘুম রাত কাটল।’
তিনি আরও বলেন, ‘রাশিয়া আবারও প্রমাণ করল, তারা যুদ্ধ থামানোর কোনো ইচ্ছা পোষণ করে না।’
মস্কোর ওপর আরও চাপ বাড়াতে ও নিষেধাজ্ঞা আরোপ করতে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মিত্রদের প্রতি আহ্বান জানান জেলেনস্কি।
আর্সেনালের সাবেক ফুটবলার থমাস পার্টের বিরুদ্ধে পাঁচটি ধর্ষণ এবং একটি যৌন নিপীড়নের অভিযোগ গঠন করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে এসব ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
২ ঘণ্টা আগেবাংলাদেশি অনুপ্রবেশ, ধর্মান্তর ও আদিবাসী জনসংখ্যার হ্রাস—এই তিন ইস্যু সামনে রেখে ঝাড়খন্ডে তিন বছরব্যাপী এক বৃহৎ পদযাত্রা শুরু করতে যাচ্ছে বিজেপি। রাজ্যের প্রতিটি মহকুমায় ধাপে ধাপে চলবে এই কর্মসূচি, সপ্তাহে তিন থেকে চার দিন যাত্রা হবে রাজ্যের প্রান্তিক ও আদিবাসী অঞ্চলগুলোতে।
৪ ঘণ্টা আগেপাকিস্তানের বিরুদ্ধে চালানো অভিযানটি সম্পর্কে আজ লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং বলেন, ‘অপারেশন সিঁদুর থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি শিক্ষা পাওয়া গেছে। শীর্ষ নেতৃত্বের কৌশলগত বার্তা ছিল একেবারে স্পষ্ট—আগের মতো আমরা আর যন্ত্রণা চুপচাপ সহ্য করব না।’
৪ ঘণ্টা আগেরুশ হামলায় আজ শুক্রবার ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভের আকাশে ধোঁয়ার গন্ধ ও বিস্ফোরণের শব্দ ছড়িয়ে পড়ে। এর মাত্র কয়েক ঘণ্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছিলেন।
৪ ঘণ্টা আগে