Ajker Patrika

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী রন ডিস্যান্টিসকে সমর্থন দেবেন মাস্ক 

আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ১৩: ০৫
ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী রন ডিস্যান্টিসকে সমর্থন দেবেন মাস্ক 

ডোনাল্ড ট্রাম্পকে নয়, ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসকে সমর্থন দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। শনিবার টুইটারে মাস্ক জানান, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থিতায় প্রতিদ্বন্দ্বিতা করলে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসকে সমর্থন দেবেন তিনি।

ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে জানা যায়, যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে নিজের রাজনৈতিক পছন্দের বিষয়ে টুইটারে খোলামেলা কথা বলেন মাস্ক। ডেমোক্র্যাটদের মধ্যে আদর্শ প্রার্থী খুঁজে পাননি বলে জানান টুইটারের নতুন প্রধান।

মাস্ক বলেন, ২০২৪ সালে প্রেসিডেন্ট পদে তাঁর পছন্দ একজন বিচক্ষণ ও মধ্যপন্থী কাউকে। বর্তমান বাইডেন প্রশাসনের ক্ষেত্রে তেমনটা হবে বলে প্রত্যাশা ছিল তাঁর। তবে এ বিষয়ে এখন পর্যন্ত তিনি আশাহত হয়েছেন।

মাস্কের এই টুইটের নিচে মন্তব্যের ঘরে অনেকেই জিজ্ঞেস করেন, তিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রন ডিস্যান্টিসকে সমর্থন করতে চান কি না। এর জবাবে ‘হ্যাঁ’ বলেন মাস্ক।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, তিনি আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়াইয়ের জন্য রিপাবলিকান পার্টির মনোনয়ন নেবেন। ‘ডোনাল্ড জে ট্রাম্প ফর প্রেসিডেন্ট ২০২৪’ কমিটির মাধ্যমে দেশটির ফেডারেল নির্বাচন কমিশনের কাছে এসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রও জমা দেওয়া হয়েছে। আর প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে রিপাবলিকান পার্টির প্রাইমারিতে ট্রাম্পের প্রতিপক্ষ হতে পারেন ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস। রিপাবলিকানের উদীয়মান এই রাজনীতিককে ট্রাম্পের জন্য একটি বড় চ্যালেঞ্জ মনে করা হচ্ছে। তবে প্রেসিডেন্ট পদে প্রার্থিতার বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি রন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত