Ajker Patrika

মার্কিন ফেডারেল আদালতে প্রথম মুসলিম বিচারক হলেন জাহিদ কোরেশি

আপডেট : ১১ জুন ২০২১, ১০: ৫২
মার্কিন ফেডারেল আদালতে প্রথম মুসলিম বিচারক হলেন জাহিদ কোরেশি

ঢাকা: যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে প্রথম মুসলিম বিচারক হলেন জাহিদ কোরেশি। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন সিনেট নিউজার্সি অঙ্গরাজ্যের ফেডারেল কোর্টে বিচারক পদে জাহিদ কোরেশিকে নিয়োগের জন্য সম্মতি দেয়।

এর আগে এ নিয়ে মার্কিন সিনেটে ভোটাভুটি হয়। পাকিস্তানি বংশোদ্ভূত এবং ফেডারেল ও সেনাবাহিনীর সাবেক এক বিচারকের সন্তান কুরাইশির মনোনয়ন ৮১-১৬ ভোটে পাস হয় ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত সিনেটে।

ভোটাভুটির সময় সিনেট সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাক শুমার বলেন, যুক্তরাষ্ট্রে ইসলাম তৃতীয় বৃহত্তম ধর্ম হলেও কখনই কোনো মুসলিম বিচারক ছিলেন না ফেডারেল বেঞ্চে।

পাকিস্তানি বংশোদ্ভূত জাহিদ এন কোরেশি নিউজার্সির বিখ্যাত রাটগার্টস ইউনিভার্সিটিতে আইনে পড়াশোনা করেন। ২০০৪ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি মার্কিন সেনাবাহিনীতে কাজ করার সময় ইরাকে মোতায়েন ছিলেন। ২০১৯ সালে তিনি ইউএস ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত