Ajker Patrika

টেক্সাসের সিনাগগে জিম্মি ঘটনার অবসান, মুক্ত সবাই

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১১: ৫৪
টেক্সাসের সিনাগগে জিম্মি ঘটনার অবসান, মুক্ত সবাই

যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্থানীয় সময় গতকাল শনিবার এক সিনাগগে কয়েকজনকে জিম্মি করা হয়। এরপর পুলিশ পুরো সিনাগগ ঘিরে ফেলে। জানা গেছে, প্রায় ১০ ঘণ্টা পর জিম্মি হওয়া সব ব্যক্তিকে মুক্ত করা হয়েছে। বলা হচ্ছে, একজন দোষী সাব্যস্ত সন্ত্রাসীকে মুক্ত করার দাবি তুলে ওই ব্যক্তিদের সিনাগগে জিম্মি করা হয়েছিল। 

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, টেক্সাসের কোলিভিলেতে গতকাল শনিবার এ ঘটনা ঘটে। পুলিশ বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, অকুস্থলে বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গেছে। ঘটনা শুরুর প্রায় ১০ ঘণ্টা পর জিম্মি ব্যক্তিদের মুক্ত করা হয়। তাঁদের প্রায় সবাই অক্ষত আছেন। জিম্মি ব্যক্তিদের বর্তমানে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবট এক টুইট বার্তায় এসব তথ্য নিশ্চিত করেছেন। 

ইহুদিদের উপাসনালয় সিনাগগ। সেখানে জিম্মি ঘটনার ওপর কড়া নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। 

বিবিসির খবরে বলা হয়েছে, জিম্মি ঘটনার সময়টায় সিনাগগের ভেতর থেকে অনলাইনে ভিডিও সম্প্রচার করা হয়। তাতে শোনা যায়, একজন ক্ষুব্ধ ব্যক্তি বলছেন যে, তিনি কাউকে আঘাত করতে চান না। ওই ব্যক্তি সশস্ত্র ছিলেন বলে জানা গেছে। তবে তাঁর পরিচয় সম্পর্কে কোনো তথ্য এখনো জানা যায়নি। মধ্যস্থতাকারীদের সহায়তায় জিম্মিদের মুক্ত করা হয়েছে। 

ধারণা করা হচ্ছে, মোট চার ব্যক্তিকে সিনাগগে জিম্মি করা হয়েছিল। মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, ঘটনাস্থলে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) কর্মকর্তারাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য মোতায়েন আছেন। আশপাশের বাসিন্দাদের ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। ঘটনা শুরুর পর পরই বিশেষ বাহিনীর সদস্যদের সেখানে মোতায়েন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত