যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্থানীয় সময় গতকাল শনিবার এক সিনাগগে কয়েকজনকে জিম্মি করা হয়। এরপর পুলিশ পুরো সিনাগগ ঘিরে ফেলে। জানা গেছে, প্রায় ১০ ঘণ্টা পর জিম্মি হওয়া সব ব্যক্তিকে মুক্ত করা হয়েছে। বলা হচ্ছে, একজন দোষী সাব্যস্ত সন্ত্রাসীকে মুক্ত করার দাবি তুলে ওই ব্যক্তিদের সিনাগগে জিম্মি করা হয়েছিল।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, টেক্সাসের কোলিভিলেতে গতকাল শনিবার এ ঘটনা ঘটে। পুলিশ বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, অকুস্থলে বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গেছে। ঘটনা শুরুর প্রায় ১০ ঘণ্টা পর জিম্মি ব্যক্তিদের মুক্ত করা হয়। তাঁদের প্রায় সবাই অক্ষত আছেন। জিম্মি ব্যক্তিদের বর্তমানে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবট এক টুইট বার্তায় এসব তথ্য নিশ্চিত করেছেন।
ইহুদিদের উপাসনালয় সিনাগগ। সেখানে জিম্মি ঘটনার ওপর কড়া নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।
বিবিসির খবরে বলা হয়েছে, জিম্মি ঘটনার সময়টায় সিনাগগের ভেতর থেকে অনলাইনে ভিডিও সম্প্রচার করা হয়। তাতে শোনা যায়, একজন ক্ষুব্ধ ব্যক্তি বলছেন যে, তিনি কাউকে আঘাত করতে চান না। ওই ব্যক্তি সশস্ত্র ছিলেন বলে জানা গেছে। তবে তাঁর পরিচয় সম্পর্কে কোনো তথ্য এখনো জানা যায়নি। মধ্যস্থতাকারীদের সহায়তায় জিম্মিদের মুক্ত করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, মোট চার ব্যক্তিকে সিনাগগে জিম্মি করা হয়েছিল। মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, ঘটনাস্থলে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) কর্মকর্তারাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য মোতায়েন আছেন। আশপাশের বাসিন্দাদের ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। ঘটনা শুরুর পর পরই বিশেষ বাহিনীর সদস্যদের সেখানে মোতায়েন করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্থানীয় সময় গতকাল শনিবার এক সিনাগগে কয়েকজনকে জিম্মি করা হয়। এরপর পুলিশ পুরো সিনাগগ ঘিরে ফেলে। জানা গেছে, প্রায় ১০ ঘণ্টা পর জিম্মি হওয়া সব ব্যক্তিকে মুক্ত করা হয়েছে। বলা হচ্ছে, একজন দোষী সাব্যস্ত সন্ত্রাসীকে মুক্ত করার দাবি তুলে ওই ব্যক্তিদের সিনাগগে জিম্মি করা হয়েছিল।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, টেক্সাসের কোলিভিলেতে গতকাল শনিবার এ ঘটনা ঘটে। পুলিশ বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, অকুস্থলে বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গেছে। ঘটনা শুরুর প্রায় ১০ ঘণ্টা পর জিম্মি ব্যক্তিদের মুক্ত করা হয়। তাঁদের প্রায় সবাই অক্ষত আছেন। জিম্মি ব্যক্তিদের বর্তমানে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবট এক টুইট বার্তায় এসব তথ্য নিশ্চিত করেছেন।
ইহুদিদের উপাসনালয় সিনাগগ। সেখানে জিম্মি ঘটনার ওপর কড়া নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।
বিবিসির খবরে বলা হয়েছে, জিম্মি ঘটনার সময়টায় সিনাগগের ভেতর থেকে অনলাইনে ভিডিও সম্প্রচার করা হয়। তাতে শোনা যায়, একজন ক্ষুব্ধ ব্যক্তি বলছেন যে, তিনি কাউকে আঘাত করতে চান না। ওই ব্যক্তি সশস্ত্র ছিলেন বলে জানা গেছে। তবে তাঁর পরিচয় সম্পর্কে কোনো তথ্য এখনো জানা যায়নি। মধ্যস্থতাকারীদের সহায়তায় জিম্মিদের মুক্ত করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, মোট চার ব্যক্তিকে সিনাগগে জিম্মি করা হয়েছিল। মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, ঘটনাস্থলে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) কর্মকর্তারাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য মোতায়েন আছেন। আশপাশের বাসিন্দাদের ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। ঘটনা শুরুর পর পরই বিশেষ বাহিনীর সদস্যদের সেখানে মোতায়েন করা হয়েছে।
পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
২ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
২ ঘণ্টা আগেভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে বলেছেন, ‘এই হত্যাকাণ্ড অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের পদ্ধতিগত নিপীড়নের অংশ। আগের ঘটনাগুলোর অপরাধীরা শাস্তি ছাড়াই ঘুরে বেড়াচ্ছে।’
৫ ঘণ্টা আগেইসরায়েলের কর্মকর্তারা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার অঙ্গীকার করেছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে যেকোনো আলোচনায় তাদের ‘পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ভেঙে ফেলতে হবে।’ আর এ জন্য প্রয়োজনে ইসরায়েল ইরানের পারমাণবিক সীমিত পরিসরে হামলাও চালাতে পারে।
৫ ঘণ্টা আগে