Ajker Patrika

যুক্তরাষ্ট্রে ভবনধসে নিহতের সংখ্যা বেড়ে ৫৪, এখনো নিখোঁজ ৮৬ 

আপডেট : ০৮ জুলাই ২০২১, ১১: ৩৮
যুক্তরাষ্ট্রে ভবনধসে নিহতের সংখ্যা বেড়ে ৫৪, এখনো নিখোঁজ ৮৬ 

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামির উত্তরের সার্ফসাইড শহরে ১২তলা ভবনধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ৮৬ জন। কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

উদ্ধারকাজ নিয়ে মায়ামি-ডাড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা সংবাদ সম্মেলনে বলেন, ‘জীবন বাঁচানোর জন্য আমরা সবাই দুই সপ্তাহ ধরে দিনরাত প্রচণ্ডভাবে কাজ করেছি। পরিস্থিতি অনুযায়ী, কারও বেঁচে থাকার সম্ভাবনা শূন্যের কাছাকাছি। তবে অলৌকিক ঘটনা এখনো ঘটতে পারে।’

কর্তৃপক্ষ জানায়, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ৭০ জন ধসে পড়ার সময় ভবনটির ভেতরে ছিলেন।

উল্লেখ্য, গত ২৪ জুন প্রথম প্রহরে মায়ামির উত্তরের সার্ফসাইড শহরে ভবনটির ধসে পড়ার পর থেকে ধ্বংসস্তূপের মধ্যে এ পর্যন্ত জীবিত কারও খোঁজ পাওয়া যায়নি। ধ্বংসস্তূপ থেকে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের জন্য এখনো অভিযান চালানো হচ্ছে। ধসে পড়া ১২তলা ভবনের অবশিষ্টাংশও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত