Ajker Patrika

ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু নিয়ে যুক্তরাষ্ট্র পুলিশের হাস্যরসে ক্ষোভ  

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ২০: ২২
ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু নিয়ে যুক্তরাষ্ট্র পুলিশের হাস্যরসে ক্ষোভ  

এ বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে গাড়ির ধাক্কায় নিহত ভারতীয় শিক্ষার্থী জাহনাভি কান্ডুলাকে নিয়ে পুলিশের হাস্যরসের এক ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনা ভারতীয়দের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়। এরই মধ্যে স্নাতকোত্তর পর্যায়ের এই ছাত্রীকে মরণোত্তর ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নর্থইস্টার্ন ইউনিভার্সিটি। 

দ্য সিয়াটল টাইমসের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ২৩ জানুয়ারি ঘটনার দিন পুলিশ কর্মকর্তা কেভিন ডেভ ঘণ্টায় ১১৯ কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছিলেন। তাঁর গাড়ির আঘাতে প্রায় ১০০ ফুট দূরে ছিটকে পড়েন জাহনাভি। দ্রুত হারবারভিউ মেডিকেল সেন্টারে নেওয়া হলেও বাঁচানো যায়নি। 

এদিকে মর্মান্তিক এই ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রের এক পুলিশের হাস্যরসের ভিডিও ক্ষোভের জন্ম দিয়েছে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়। বডি ক্যামে ধরা পড়া ভিডিওতে সিয়াটলের পুলিশ কর্মকর্তা ড্যানিয়েল অডারারকে বলতে শোনা যায়, ভারতীয় ওই শিক্ষার্থীর জীবনের মূল্য ছিল খুবই সামান্য এবং সিয়াটল শহরের পক্ষ থেকে একটি চেক দিয়ে দিলেই হবে।

এর মধ্যেই জাহনাভিকে মরণোত্তর ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে নর্থইস্টার্ন ইউনিভার্সিটি। দুর্ঘটনায় নিহত জাহনাভির জন্য শোক ও পুলিশের আচরণের প্রতি ক্ষোভের সঙ্গে সংহতি প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বলেন, ‘আমরা লক্ষ্য করেছি যে, এই বিয়োগান্তক ঘটনা ও পরবর্তী ঘটনাপ্রবাহ নর্থইস্টার্ন ইউনিভার্সিটির ভারতীয় শিক্ষার্থীদের মধ্যে খুব প্রভাব ফেলেছে। আমরা জাহনাভির পরিবার এবং ভারতীয় শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। আশা করি, চলমান তদন্তে ন্যায়বিচার ও জবাবদিহি পাওয়া যাবে।’

এই বিবৃতি প্রকাশের সঙ্গে বিশ্ববিদ্যালয় থেকে মানসিক স্বাস্থ্য সহায়তার জন্য একটি হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে।

২০২১ সালে একটি স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামে বেঙ্গালুরু থেকে যুক্তরাষ্ট্রে পড়তে যান অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ২৩ বছর বয়সী জাহনাভি কান্ডুলা। আগামী ডিসেম্বরে তাঁর স্নাতক সম্পন্ন হওয়ার কথা ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত