Ajker Patrika

মেয়েকে বাঁচাতে ডিজনি ক্রুজ জাহাজ থেকে সমুদ্রে ঝাঁপ বাবার

অনলাইন ডেস্ক
ডিজনি ক্রুজ শিপের ১৪ তলা এই জাহাজেই ঘটনাটি ঘটেছে। ছবি: দ্য টাইমস
ডিজনি ক্রুজ শিপের ১৪ তলা এই জাহাজেই ঘটনাটি ঘটেছে। ছবি: দ্য টাইমস

বাহামা দ্বীপপুঞ্জ ঘুরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট লডারডেলে ফিরে আসার পথে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে ডিজনি ক্রুজ লাইনের একটি জাহাজে। ১৪ তলা বিশিষ্ট ওই জাহাজ থেকে হঠাৎ করেই পানিতে পড়ে যায় এক শিশু। তাকে বাঁচাতে সঙ্গে সঙ্গেই সমুদ্রে ঝাঁপ দেন তার বাবা। এই সাহসিকতার জন্য সহযাত্রীরা তাঁকে ‘নায়ক বাবা’ আখ্যা দিয়েছে।

জাহাজে থাকা যাত্রীদের ধারণ করা ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকারী নৌকায় বাবা ও মেয়েকে যখন নিরাপদে তোলা হয়, তখন প্রায় ৪ হাজার যাত্রী ধারণক্ষমতার ওই জাহাজ থেকে উল্লাস ধ্বনি প্রকাশ করেন অন্য যাত্রীরা। এই উদ্ধারকালে মেয়েটির মা জাহাজের ডেক থেকে রুদ্ধশ্বাসে দৃশ্যটি দেখছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

আজ মঙ্গলবার যুক্তরাজ্য-ভিত্তিক দ্য টাইমস জানিয়েছে, ঘটনার সময় রেলিংয়ের কাছে ছবি তুলতে গিয়েই হঠাৎ সাগরে পড়ে যায় মেয়েটি। ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেয়েটির বাবাও সমুদ্রে ঝাঁপ দেন। পরে উদ্ধার অভিযানের জন্য জাহাজ থামিয়ে দ্রুত একটি টেন্ডার বোট নামানো হয় পানিতে। প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধার হওয়ার আগে ওই বাবা-মেয়ে প্রায় ১০ মিনিট ধরে পানিতে ভেসে ছিলেন।

যাত্রী ট্রেসি রবিনসন-হিউজ বলেন, ‘ওই মানুষটা সত্যিকারের নায়ক। নিজের সন্তানকে বাঁচাতে ঝাঁপ দিয়েছেন। আমি কেঁদে ফেলি, কারণ আমরা সবাই ভীষণভাবে চিন্তিত ছিলাম।’

লরা নামে আরেক যাত্রী বলেন, ‘জাহাজ এত দ্রুত চলছিল যে, বাবা-মেয়ে মুহূর্তেই ছোট বিন্দুতে পরিণত হন এবং চোখের আড়াল হয়ে যান। এরপর ক্যাপ্টেন জাহাজ ঘুরিয়ে উদ্ধারকারী দল পাঠান।’

ঘটনাটির বর্ণনা দিতে গিয়ে যাত্রী এরিক প্যাবন বলেন, ‘জীবনে একবার দেখা যায় এমন অভিজ্ঞতা—আশা করি, আর কখনো এমন দৃশ্য দেখতে হবে না।’

বিশেষজ্ঞদের মতে, জাহাজ থেকে কেউ পড়ে গেলে মাত্র এক চতুর্থাংশ ক্ষেত্রেই সফল উদ্ধার সম্ভব হয়। ডিজনি কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের ক্রুরা দক্ষতা ও দ্রুত পদক্ষেপে দুই যাত্রীকেই অল্প সময়ের মধ্যে নিরাপদে জাহাজে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন। তাদের জন্য আমরা গর্বিত।’

ঘটনাটি ওই ক্রুজ ভ্রমণের শেষ দিনে ঘটেছে। এরপরই জাহাজ ফোর্ট লডারডেলে ফিরে আসে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত