Ajker Patrika

বিরল স্নায়বিক ব্যাধির ঝুঁকি বাড়ায় জনসনের টিকা : যুক্তরাষ্ট্র 

আপডেট : ১৩ জুলাই ২০২১, ১০: ৩৭
বিরল স্নায়বিক ব্যাধির ঝুঁকি বাড়ায় জনসনের টিকা : যুক্তরাষ্ট্র 

বিরল স্নায়বিক ব্যাধির ঝুঁকি বাড়ায় জনসন অ্যান্ড জনসনের করোনা ভ্যাকসিন। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসনের (এফডিএ) পক্ষ থেকে স্থানীয় সময় সোমবার এমনটি জানানো হয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, বিরল স্নায়বিক ব্যাধির ঝুঁকি থাকায় জনসনের করোনা টিকায় সতর্কীকরণ 'লেবেল' সেঁটে দিয়েছে এফডিএ। 

জানা গেছে, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা জনসনের টিকা নেওয়া ১ কোটি ২০ লাখ মানুষের মধ্য থেকে ১০০ জন গিলেন-ব্যারে সিনড্রোমে আক্রান্ত হয়েছেন।

তাঁদের মধ্যে ৯৫ জনের অবস্থা গুরুতর এবং তাঁদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আর ওই রোগে মারা গেছেন একজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত