Ajker Patrika

সমুদ্রের তলদেশে পাওয়া গেল ‘সোনাভর্তি’ জাহাজ

আপডেট : ১০ জুন ২০২২, ১৭: ১৮
সমুদ্রের তলদেশে পাওয়া গেল ‘সোনাভর্তি’ জাহাজ

৩০০ বছরেরও বেশি সময় আগে ডুবে যাওয়া বিখ্যাত স্প্যাশিন জাহাজ সান হোসের ধ্বংসাবশেষের কাছে সম্প্রতি দুটি জাহাজের সন্ধান পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, জাহাজ দুটিতে সান হোসের মতোই সোনা রয়েছে। মার্কিন সাময়িকী নিউজউইকের বরাত দিয়ে এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্পেনের বিখ্যাত সান হোসে জাহাজটিকে কলম্বিয়ার উপকূলে ১৭০৮ সালে ব্রিটিশরা ডুবিয়ে দিয়েছিল। কয়েক শ বছর পর ২০১৫ সালে জাহাজটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়। জাহাজটিতে প্রায় ১৭ বিলিয়ন ডলার সমমূল্যের সোনা ছিল। 

নিউজউইকের প্রতিবেদনে বলা হয়েছে, একটি দূর নিয়ন্ত্রিত যান সমুদ্রের তলদেশে পাঠানো হয়েছিল। যানটি প্রায় ৩ হাজার ১০০ ফুট গভীরে গিয়ে ভিডিও ধারণ করে ফিরে আসে। ওই ভিডিওতেই জাহাজ দুটির সন্ধান মেলে। 

এদিকে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, সন্ধান পাওয়া জাহাজ দুটি অন্তত ২০০ বছরের পুরোনো বলে ধারণা করা হচ্ছে। ভিডিওতে দেখা গেছে, সমুদ্রের তলদেশে স্বর্ণমুদ্রা, মৃৎপাত্র ও চীনা মাটির কাপ ছড়িয়ে-ছিটিয়ে আছে। 

কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান ডুক বলেছেন, ‘নৌবাহিনী ও সরকারের প্রত্নতাত্ত্বিকেরা জাহাজ দুটি পুনরুদ্ধারের চেষ্টা করছেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

মানবিক করিডর না ভূ-রাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত