Ajker Patrika

নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বাইডেন

আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ১২: ১২
নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বাইডেন

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ শুভেচ্ছা জানান তিনি।

ফেসবুকে জো বাইডেন বলেন, ‘আমি এবং আমার স্ত্রী জিল দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় বসবাসকারী সেসব নাগরিককে শুভেচ্ছা জানাই যারা নববর্ষ, বৈশাখী, সংক্রান্তি পালন করছেন।’

শুধু বাংলা নববর্ষ নয়, কাছাকাছি সময়ে আরও বেশ কয়েকটি দেশে সাড়ম্বরে স্বতন্ত্র বর্ষবরণের উৎসব উদযাপিত হয়। ফেসবুক পোস্টে সে বিষয়টিও উল্লেখ করেছেন বাইডেন। বাইডেন লিখেছেন, ‘শুভ বাংলা, কম্বোডিয়ান, মায়ানমারি, নেপালি, সিংহলি, তামিল, থাই, বিহু, বিষু নববর্ষ।’

উল্লেখ্য, পয়লা বৈশাখ হলো বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখের ১ তারিখ। এদিনটি নানা আয়োজনে পালন করে বাংলাদেশের, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসামের জনগণ। তবে করোনা মহামারিতে গত বছরের মতো এবারও   ঘরবন্দি থেকেই পালিত হয়েছে বাঙালির প্রাণের উৎসবটি।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত