অনলাইন ডেস্ক
রাশিয়ার গোয়েন্দা সংস্থা এসভিআরের প্রধান সের্গেই নারিশকিন জানিয়েছেন, তিনি মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন র্যাটক্লিফের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং দুজনের মধ্যে যেকোনো সময় যোগাযোগ করার একটি সমঝোতা হয়েছে। আজ রোববার প্রকাশিত এক মন্তব্যে এমন কথা জানান নারিশকিন।
এ বিষয়ে তিনি ক্রেমলিনপন্থী সাংবাদিক পাভেল জরুবিনকে বলেছেন, ‘আমার মার্কিন সহকর্মীর সঙ্গে একটি ফোনালাপ হয়েছে এবং আমরা একে অপরের সঙ্গে যেকোনো সময় যোগাযোগ করার সুযোগ রেখে দিয়েছি, যাতে আমাদের যৌথ আগ্রহের বিষয়গুলো নিয়ে আলোচনা করা যায়।’
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোভিয়েত যুগের কেজিবির বিখ্যাত ‘ফার্স্ট চিফ ডিরেক্টরেট’-এর উত্তরসূরি এই এসভিআর গোয়েন্দা সংস্থা এবং মার্কিন সিআইএ বহু দশক ধরে একে অপরের প্রতিদ্বন্দ্বী সংস্থা হিসেবে পরিচিত। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর দুই পক্ষই জনসম্মুখে গুপ্তচর সংগ্রহের অভিযান জোরদার করেছিল।
রাশিয়ান সংবাদমাধ্যমের তথ্যমতে, নারিশকিনের সঙ্গে সিআইএর পরিচালকের শেষ ফোনালাপ হয়েছিল গত মার্চে।
উল্লেখ্য, এসভিআর ও সংস্থাটির পূর্বসূরিরা যুক্তরাষ্ট্রে আলোচিত ও দুর্ধর্ষ কিছু গুপ্তচর কর্মকাণ্ড পরিচালনা করেছে। এর মধ্যে একটি উদাহরণে জুলিয়াস রোজেনবার্গের নামটি বিশেষভাবে উল্লেখযোগ্য। সোভিয়েত ইউনিয়নকে তিনি পারমাণবিক গোপন তথ্য সরবরাহ করেছিলেন। এ ছাড়া রবার্ট হ্যানসেন ও অলড্রিচ এমস নামের দুই গুপ্তচর হাজার হাজার মার্কিন গোপন তথ্য ফাঁস করেছিলেন।
রাশিয়ার গোয়েন্দা সংস্থা এসভিআরের প্রধান সের্গেই নারিশকিন জানিয়েছেন, তিনি মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন র্যাটক্লিফের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং দুজনের মধ্যে যেকোনো সময় যোগাযোগ করার একটি সমঝোতা হয়েছে। আজ রোববার প্রকাশিত এক মন্তব্যে এমন কথা জানান নারিশকিন।
এ বিষয়ে তিনি ক্রেমলিনপন্থী সাংবাদিক পাভেল জরুবিনকে বলেছেন, ‘আমার মার্কিন সহকর্মীর সঙ্গে একটি ফোনালাপ হয়েছে এবং আমরা একে অপরের সঙ্গে যেকোনো সময় যোগাযোগ করার সুযোগ রেখে দিয়েছি, যাতে আমাদের যৌথ আগ্রহের বিষয়গুলো নিয়ে আলোচনা করা যায়।’
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোভিয়েত যুগের কেজিবির বিখ্যাত ‘ফার্স্ট চিফ ডিরেক্টরেট’-এর উত্তরসূরি এই এসভিআর গোয়েন্দা সংস্থা এবং মার্কিন সিআইএ বহু দশক ধরে একে অপরের প্রতিদ্বন্দ্বী সংস্থা হিসেবে পরিচিত। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর দুই পক্ষই জনসম্মুখে গুপ্তচর সংগ্রহের অভিযান জোরদার করেছিল।
রাশিয়ান সংবাদমাধ্যমের তথ্যমতে, নারিশকিনের সঙ্গে সিআইএর পরিচালকের শেষ ফোনালাপ হয়েছিল গত মার্চে।
উল্লেখ্য, এসভিআর ও সংস্থাটির পূর্বসূরিরা যুক্তরাষ্ট্রে আলোচিত ও দুর্ধর্ষ কিছু গুপ্তচর কর্মকাণ্ড পরিচালনা করেছে। এর মধ্যে একটি উদাহরণে জুলিয়াস রোজেনবার্গের নামটি বিশেষভাবে উল্লেখযোগ্য। সোভিয়েত ইউনিয়নকে তিনি পারমাণবিক গোপন তথ্য সরবরাহ করেছিলেন। এ ছাড়া রবার্ট হ্যানসেন ও অলড্রিচ এমস নামের দুই গুপ্তচর হাজার হাজার মার্কিন গোপন তথ্য ফাঁস করেছিলেন।
১৯৮০-এর দশকের শেষ দিক থেকে নিয়মিত উড়োজাহাজে যাতায়াত করতেন ব্রুস গ্যাম্বল। গাড়ি বিক্রির একজন পরামর্শদাতা হিসেবে পেশাগত দায়িত্ব পালনের জন্যই আলাবামার বার্মিংহাম থেকে এই যাত্রা শুরু হয়েছিল তাঁর। সুদীর্ঘ এই ভ্রমণ-জীবনে তাঁর পরিচয় গড়ে ওঠে বার্মিংহাম-শাটলসওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরের ডেলটা...
৯ ঘণ্টা আগেগতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, টরন্টোর রাস্তায় রথযাত্রা চলাকালে ডিম ছুড়ে মারেন কয়েকজন। ভারতীয় বংশোদ্ভূত ইনস্টাগ্রাম ব্যবহারকারী সঙ্গনা বাজাজ ভিডিওটি পোস্ট করে দাবি করেন, আশপাশের একটি ভবন থেকে রথযাত্রার ওপর ডিম ছোড়া হয়।
১০ ঘণ্টা আগেট্রাম্প হুমকি দিয়েছেন, ‘যদি যুদ্ধবিরতি চুক্তি না হয়, তাহলে আগামী ৫০ দিনের মধ্যে রাশিয়ার ওপর ১০০ শতাংশ সেকেন্ডারি ট্যারিফ আরোপ করা হবে। এই শুল্ক আরোপের জন্য কংগ্রেসের নিম্নকক্ষ (হাউস) বা উচ্চকক্ষের (সিনেট) অনুমতির প্রয়োজন হবে না।’
১০ ঘণ্টা আগেদেশের এয়ারলাইনসগুলোকে তাদের বোয়িং-৭৮৭ বহরের ফুয়েল কন্ট্রোল সুইচের লকিং মেকানিজম পরীক্ষা করার নির্দেশ দিয়েছে ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ)। নির্দেশনায় আগামী ২১ জুলাইয়ের মধ্যে এই পরীক্ষা শেষ করতে বলা হয়েছে। গত ১২ জুন ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট উড
১১ ঘণ্টা আগে