যুক্তরাষ্ট্রের কলোরাডোর একটি স্কুলে দুই কর্মীকে গুলি করে পালিয়ে গেছে এক শিক্ষার্থী। পুলিশ তাকে তাড়া করেও ধরতে পারেনি। স্থানীয় সময় বুধবার সকালে এ ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।
ডেনভারের পুলিশপ্রধান রন থমাস জানিয়েছেন, সকাল ৯টা ৫০ মিনিটের দিকে ইস্ট হাইস্কুল থেকে গোলাগুলির খবর পেয়েছিলেন। এরপর পুলিশ ও চিকিৎসকেরা দ্রুত ঘটনাস্থলে যান এবং দুই পুরুষকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। গুলিবিদ্ধ একজনের অবস্থা আশঙ্কাজনক।
তবে বন্দুকধারী ওই শিক্ষার্থী কিংবা গুলিবিদ্ধ দুই কর্মী—কারও পরিচয় প্রকাশ করেননি পুলিশপ্রধান।
রন থমাস আরও বলেন, সম্প্রতি স্কুলগুলোতে বন্দুক হামলা বেড়ে যাওয়ায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের তল্লাশি চালানো হয়। সন্দেহভাজন ওই শিক্ষার্থীকেও আজ তল্লাশি করার কথা ছিল। তার আগেই সে স্কুলের দুই কর্মীকে গুলি করে পালিয়ে যায়।
ডেনভারের মেয়র মাইকেল হ্যানকক বলেছেন, ‘সন্দেহভাজন ওই কিশোর একজন আফ্রিকান-আমেরিকান বলে আমরা জানতে পেরেছি। তার মাথায় হুডি পরা ছিল।’
মাত্র কয়েক সপ্তাহ আগে একই স্কুলের সামনে একটি গাড়িতে ১৬ বছর বয়সী এক কিশোরকে গুলি করে হত্যা করা হয়। এরপর গতকাল আবার গুলির ঘটনা ঘটল।
ডেনভার পাবলিক স্কুলের সুপারিনটেনডেন্ট অ্যালেক্স মারেরো বলেছেন, এ সপ্তাহের বাকি দিনগুলোয় স্কুলের সব ক্লাস বাতিল করা হয়েছে। এরপর শিক্ষার্থীরা যখন স্কুলে ফিরবে, তখন নিরাপত্তার প্রয়োজনে সশস্ত্র কর্মকর্তারা ক্যাম্পাসে উপস্থিত থাকবেন।
যুক্তরাষ্ট্রের কলোরাডোর একটি স্কুলে দুই কর্মীকে গুলি করে পালিয়ে গেছে এক শিক্ষার্থী। পুলিশ তাকে তাড়া করেও ধরতে পারেনি। স্থানীয় সময় বুধবার সকালে এ ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।
ডেনভারের পুলিশপ্রধান রন থমাস জানিয়েছেন, সকাল ৯টা ৫০ মিনিটের দিকে ইস্ট হাইস্কুল থেকে গোলাগুলির খবর পেয়েছিলেন। এরপর পুলিশ ও চিকিৎসকেরা দ্রুত ঘটনাস্থলে যান এবং দুই পুরুষকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। গুলিবিদ্ধ একজনের অবস্থা আশঙ্কাজনক।
তবে বন্দুকধারী ওই শিক্ষার্থী কিংবা গুলিবিদ্ধ দুই কর্মী—কারও পরিচয় প্রকাশ করেননি পুলিশপ্রধান।
রন থমাস আরও বলেন, সম্প্রতি স্কুলগুলোতে বন্দুক হামলা বেড়ে যাওয়ায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের তল্লাশি চালানো হয়। সন্দেহভাজন ওই শিক্ষার্থীকেও আজ তল্লাশি করার কথা ছিল। তার আগেই সে স্কুলের দুই কর্মীকে গুলি করে পালিয়ে যায়।
ডেনভারের মেয়র মাইকেল হ্যানকক বলেছেন, ‘সন্দেহভাজন ওই কিশোর একজন আফ্রিকান-আমেরিকান বলে আমরা জানতে পেরেছি। তার মাথায় হুডি পরা ছিল।’
মাত্র কয়েক সপ্তাহ আগে একই স্কুলের সামনে একটি গাড়িতে ১৬ বছর বয়সী এক কিশোরকে গুলি করে হত্যা করা হয়। এরপর গতকাল আবার গুলির ঘটনা ঘটল।
ডেনভার পাবলিক স্কুলের সুপারিনটেনডেন্ট অ্যালেক্স মারেরো বলেছেন, এ সপ্তাহের বাকি দিনগুলোয় স্কুলের সব ক্লাস বাতিল করা হয়েছে। এরপর শিক্ষার্থীরা যখন স্কুলে ফিরবে, তখন নিরাপত্তার প্রয়োজনে সশস্ত্র কর্মকর্তারা ক্যাম্পাসে উপস্থিত থাকবেন।
ফ্রান্সের রাজধানী প্যারিসে ক্রিপ্টোকারেন্সি ব্যবসার শীর্ষ এক কর্তার কন্যা ও নাতিকে অপহরণ চেষ্টার হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন পথচারীরা। মঙ্গলবার সকালে প্যারিসের ১১তম জেলার ব্যস্ত এক সড়কে চারজন অস্ত্রধারী এই অপহরণচেষ্টা চালিয়েছিল।
৪ ঘণ্টা আগেকাতার এয়ারওয়েজের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৬০টি বিমান কেনার একটি বড় ধরনের চুক্তি স্বাক্ষর করেছে কাতার। আজ বুধবার এই চুক্তি স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। বর্তমানে ট্রাম্প উপসাগরীয় আরব দেশগুলোতে...
৫ ঘণ্টা আগেআহমেদ আল-শারা। একসময়ের আল-কায়েদা জঙ্গি বর্তমানে সিরিয়ার প্রেসিডেন্ট। বুধবার (স্থানীয় সময়) সৌদি আরবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক তাঁর বিস্ময়কর রাজনৈতিক উত্থানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই বৈঠকেই সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন...
৬ ঘণ্টা আগেকেউ মিথ্যা বলছে কি না, তা বুঝতে আমরা অনেক সময় মুখের অভিব্যক্তি, চোখের চাহনি বা কথাবার্তার ভঙ্গি পর্যবেক্ষণ করি। কিন্তু এফবিআই প্রশিক্ষিত যোগাযোগ বিশেষজ্ঞ হুয়ান ম্যানুয়েল গার্সিয়া লোপেজ জানালেন, আসল সংকেতটি লুকিয়ে থাকে মানুষের পায়ে।
৭ ঘণ্টা আগে