ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। এই আগুন ছড়িয়ে পড়েছে মার্কিন চলচ্চিত্রের সূতিকাগার হলিউডেও। পুড়ে ছাই হয়ে যাচ্ছে পাহাড়ের বুকে গড়ে তোলা চলচ্চিত্র শিল্প। গত মঙ্গলবার থেকে শুরু এই দাবানলের নাম দেওয়া হয়েছে ‘সানসেট ফায়ার’।
প্যাসিফিক প্যালিসেডস থেকে শুরু হওয়া আগুন গতকাল বুধবার বিকেলে হলিউড হিলসে রানিয়ন ক্যানিয়নে ছড়িয়ে পড়ে। আরও ৫টি এলাকায় এই দাবানল ছড়িয়ে পড়ার কথা জানান লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের প্রধান ক্রিস্টিন ক্রাউলি।
বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, সান্তা মনিকা পর্বত এলাকায় অবস্থিত হলিউডের বেশিরভাগ অংশ ঘন ধোঁয়ায় ঢেকে গেছে। আগুন ছড়িয়ে যাওয়ায় বাড়িঘর ফেলে বিশৃঙ্খলভাবে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন বাসিন্দারা।
হলিউড হিলসের রানিয়ন ক্যানিয়ন হাইকার ও প্রকৃতিপ্রেমীদের পছন্দের জায়গা। এই পাহাড়েও দাবানল ছড়িয়ে পড়েছে। হলিউড বোলেভার্ড, হল্যান্ড ড্রাইভ, ১০১ ফ্রিওয়ে ও লরেল ক্যানিয়ন বোলেভার্ড এলাকাগুলো হলিউডের বেশ জনপ্রিয় এলাকা।
এসব এলাকায় অবস্থিত ডলবি থিয়েটার, হলিউড বোল, আউটডোর অ্যাম্ফিথিয়েটার ও হলিউড ওয়াক অব ফেম দাবানলে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। পিছিয়ে গেছে অনেক চলচ্চিত্রের কাজ। অনেক স্টুডিও পুড়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। অস্কার আয়োজনের কর্মসূচিও স্থগিত করা হয়েছে।
বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, দাবানল ছড়িয়ে যাওয়ায় হলিউড তারকা মার্ক হ্যামিল, ম্যান্ডি মুর, জেমস উডস, প্যারিস হিল্টনসহ অনেকে তাঁদের বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন।
পরিস্থিতির বর্ণনা দিয়ে হলিউড অভিনেতা স্টিভ গুটেনবার্গ বলেন, লোকজন রাস্তায় গাড়ি ফেলে চলে যাচ্ছে। ফলে রাস্তাগুলো বন্ধ হয়ে অন্যদের যেতে বাধা দিচ্ছে। নিরাপদে সরিয়ে নেওয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ইনস্টাগ্রামে এক পোস্টে হলিউড অভিনেতা মার্ক হ্যামিল লেখেন, ‘শেষ মুহূর্তে মালিবু থেকে চলে যেতে বাধ্য হলাম। প্যাসিফিক কোস্ট হাইওয়ের দিকে যাওয়ার সময় রাস্তার দুই পাশেই আগুন জ্বলছিল।’
হলিউড তারকা জেমস উডস তাঁর বাড়ির কাছে জ্বলন্ত আগুনের একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যায়, আগুন পামগাছ এবং বাড়ির আশপাশের ল্যান্ডস্কেপিং এলাকা দিয়ে ছড়িয়ে পড়ছে। তিনি লিখেছেন, ‘ড্রাইভওয়েতে দাঁড়িয়ে আছি, যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। সবকিছু একসঙ্গে হারানোর যন্ত্রণা সত্যিই গভীর।’
ম্যান্ডি মুর ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমরা নিরাপদে আছি। বাচ্চা, কুকুর ও বিড়ালদের নিয়ে চলে গেছি।’
অ্যাডম ব্রডি ও লেইটন মিইস্টার দম্পতির ৭০ লাখ ডলার মূল্যে প্রাসাদোপম বাড়িও পুড়ে ছাই হয়ে গিয়েছে। ২ সন্তানকে নিয়ে ৬ হাজার বর্গফুটের বাড়িটিতে থাকতেন তারা।
পুড়ে ছাই হয়ে গেছে প্যারিস হিলটনের বাড়িও। তিনি বলেন, ‘এই অভিজ্ঞতা যেন আর কারও না হয়। বাড়িটিতে অনেক মূল্যবান স্মৃতি ছিল। সব হারাতে হলো।’
এ ঘটনাকে হৃদয়বিদারক ব্যাখ্যা করে ‘হোয়েন হ্যারি মেট স্যালি’ চলচ্চিত্রের অভিনেতা বিলি ক্রিস্টাল এক বিবৃতিতে বলেন, ‘১৯৭৯ সাল থেকে প্যাসিফিক প্যালিসেডসে বসবাস করছি। এখানে আমাদের সন্তান এবং নাতি-নাতনিদের বড় করেছি। আমাদের বাড়ির প্রতিটি ইঞ্চি ছিল ভালোবাসায় পূর্ণ।’
সিএনএনকে পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ‘নিক্সন’ ও ‘ক্যাসিনো’ চলচ্চিত্রের অভিনেতা জেমস উডস। প্যাসিফিক প্যালিসেডসের তাঁর বাড়ি। তিনি বলেন, ‘একদিন আপনি সুইমিং পুলে সাঁতার কাটছেন, আর পর দিনই হারিয়ে ফেললেন সবকিছু।’
অভিনেতা স্যার অ্যান্থনি হপকিনস, জন গুডম্যান, আন্না ফ্যারিস এবং ক্যারি এলওয়েসও তাদের বাড়ি হারিয়েছেন।
এখন পর্যন্ত এ দাবানলে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুড়ে ছাই হয়েছে হাজারেরও বেশি স্থাপনা। ঘরছাড়া হয়েছে লাখ লাখ মানুষ। প্রায় ৫০ হাজার একরেরও বেশি জায়গায় ছড়িয়ে পড়েছে দাবানল। এদিকে আগুন নেভাতে গিয়ে পানির সংকটে পড়ছেন অগ্নিনির্বাপক কর্মীরা।
ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। এই আগুন ছড়িয়ে পড়েছে মার্কিন চলচ্চিত্রের সূতিকাগার হলিউডেও। পুড়ে ছাই হয়ে যাচ্ছে পাহাড়ের বুকে গড়ে তোলা চলচ্চিত্র শিল্প। গত মঙ্গলবার থেকে শুরু এই দাবানলের নাম দেওয়া হয়েছে ‘সানসেট ফায়ার’।
প্যাসিফিক প্যালিসেডস থেকে শুরু হওয়া আগুন গতকাল বুধবার বিকেলে হলিউড হিলসে রানিয়ন ক্যানিয়নে ছড়িয়ে পড়ে। আরও ৫টি এলাকায় এই দাবানল ছড়িয়ে পড়ার কথা জানান লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের প্রধান ক্রিস্টিন ক্রাউলি।
বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, সান্তা মনিকা পর্বত এলাকায় অবস্থিত হলিউডের বেশিরভাগ অংশ ঘন ধোঁয়ায় ঢেকে গেছে। আগুন ছড়িয়ে যাওয়ায় বাড়িঘর ফেলে বিশৃঙ্খলভাবে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন বাসিন্দারা।
হলিউড হিলসের রানিয়ন ক্যানিয়ন হাইকার ও প্রকৃতিপ্রেমীদের পছন্দের জায়গা। এই পাহাড়েও দাবানল ছড়িয়ে পড়েছে। হলিউড বোলেভার্ড, হল্যান্ড ড্রাইভ, ১০১ ফ্রিওয়ে ও লরেল ক্যানিয়ন বোলেভার্ড এলাকাগুলো হলিউডের বেশ জনপ্রিয় এলাকা।
এসব এলাকায় অবস্থিত ডলবি থিয়েটার, হলিউড বোল, আউটডোর অ্যাম্ফিথিয়েটার ও হলিউড ওয়াক অব ফেম দাবানলে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। পিছিয়ে গেছে অনেক চলচ্চিত্রের কাজ। অনেক স্টুডিও পুড়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। অস্কার আয়োজনের কর্মসূচিও স্থগিত করা হয়েছে।
বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, দাবানল ছড়িয়ে যাওয়ায় হলিউড তারকা মার্ক হ্যামিল, ম্যান্ডি মুর, জেমস উডস, প্যারিস হিল্টনসহ অনেকে তাঁদের বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন।
পরিস্থিতির বর্ণনা দিয়ে হলিউড অভিনেতা স্টিভ গুটেনবার্গ বলেন, লোকজন রাস্তায় গাড়ি ফেলে চলে যাচ্ছে। ফলে রাস্তাগুলো বন্ধ হয়ে অন্যদের যেতে বাধা দিচ্ছে। নিরাপদে সরিয়ে নেওয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ইনস্টাগ্রামে এক পোস্টে হলিউড অভিনেতা মার্ক হ্যামিল লেখেন, ‘শেষ মুহূর্তে মালিবু থেকে চলে যেতে বাধ্য হলাম। প্যাসিফিক কোস্ট হাইওয়ের দিকে যাওয়ার সময় রাস্তার দুই পাশেই আগুন জ্বলছিল।’
হলিউড তারকা জেমস উডস তাঁর বাড়ির কাছে জ্বলন্ত আগুনের একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যায়, আগুন পামগাছ এবং বাড়ির আশপাশের ল্যান্ডস্কেপিং এলাকা দিয়ে ছড়িয়ে পড়ছে। তিনি লিখেছেন, ‘ড্রাইভওয়েতে দাঁড়িয়ে আছি, যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। সবকিছু একসঙ্গে হারানোর যন্ত্রণা সত্যিই গভীর।’
ম্যান্ডি মুর ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমরা নিরাপদে আছি। বাচ্চা, কুকুর ও বিড়ালদের নিয়ে চলে গেছি।’
অ্যাডম ব্রডি ও লেইটন মিইস্টার দম্পতির ৭০ লাখ ডলার মূল্যে প্রাসাদোপম বাড়িও পুড়ে ছাই হয়ে গিয়েছে। ২ সন্তানকে নিয়ে ৬ হাজার বর্গফুটের বাড়িটিতে থাকতেন তারা।
পুড়ে ছাই হয়ে গেছে প্যারিস হিলটনের বাড়িও। তিনি বলেন, ‘এই অভিজ্ঞতা যেন আর কারও না হয়। বাড়িটিতে অনেক মূল্যবান স্মৃতি ছিল। সব হারাতে হলো।’
এ ঘটনাকে হৃদয়বিদারক ব্যাখ্যা করে ‘হোয়েন হ্যারি মেট স্যালি’ চলচ্চিত্রের অভিনেতা বিলি ক্রিস্টাল এক বিবৃতিতে বলেন, ‘১৯৭৯ সাল থেকে প্যাসিফিক প্যালিসেডসে বসবাস করছি। এখানে আমাদের সন্তান এবং নাতি-নাতনিদের বড় করেছি। আমাদের বাড়ির প্রতিটি ইঞ্চি ছিল ভালোবাসায় পূর্ণ।’
সিএনএনকে পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ‘নিক্সন’ ও ‘ক্যাসিনো’ চলচ্চিত্রের অভিনেতা জেমস উডস। প্যাসিফিক প্যালিসেডসের তাঁর বাড়ি। তিনি বলেন, ‘একদিন আপনি সুইমিং পুলে সাঁতার কাটছেন, আর পর দিনই হারিয়ে ফেললেন সবকিছু।’
অভিনেতা স্যার অ্যান্থনি হপকিনস, জন গুডম্যান, আন্না ফ্যারিস এবং ক্যারি এলওয়েসও তাদের বাড়ি হারিয়েছেন।
এখন পর্যন্ত এ দাবানলে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুড়ে ছাই হয়েছে হাজারেরও বেশি স্থাপনা। ঘরছাড়া হয়েছে লাখ লাখ মানুষ। প্রায় ৫০ হাজার একরেরও বেশি জায়গায় ছড়িয়ে পড়েছে দাবানল। এদিকে আগুন নেভাতে গিয়ে পানির সংকটে পড়ছেন অগ্নিনির্বাপক কর্মীরা।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে এলোপাতাড়ি গুলি চালানো তরুণ কট্টর রক্ষণশীল বলে জানিয়েছেন তাঁর সহপাঠীরা। ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির ছাত্র রিড সেবোল্ড সিএনএনকে বলেছেন, তিনি সন্দেহভাজন বন্দুকধারী ফিনিক্স ইকনারকে চিনতেন। কয়েক বছর আগে একটি অতিরিক্ত পাঠ্যক্রমিক রাজনৈতিক ক্লাবে তাঁর সঙ্গে দেখা...
২ মিনিট আগেদ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েই ইউক্রেনের বিরল খনিজের ওপর নজর দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি একটি চুক্তিরও দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল ওয়াশিংটন ও কিয়েভ। যদিও নানা কারণে সেই চুক্তি এখনো হয়নি। তবে যুক্তরাষ্ট্র কেবল ইউক্রেনের খনিজে নজর দিয়েই ক্ষান্ত হয়নি। এবার দেশটি নজর দিয়েছে...
৭ মিনিট আগেযুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবারও বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে। ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির (এফএসইউ) টালাহাসি প্রধান ক্যাম্পাসে এক বন্দুকধারীর গুলিতে অন্তত দুজন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন কর্মকর্তা। গুলিবিদ্ধ হয়েছেন বন্দুকধারী নিজেও। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১১ মিনিট আগেভারতের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষজ্ঞ রবিন্দর সাচদেব বলেছেন, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাংলাদেশ আরও পারদর্শী হয়ে উঠছে। আর ভারত-বাংলাদেশ সম্পর্কে স্থিতিশীলতার লক্ষণ দেখা যাচ্ছে। তাঁর মতে দুই দেশের স্বার্থেই সম্পর্ক জোরদার করা ও অর্থনৈতিক আদানপ্রদান বাড়ানো উচিত।
১ ঘণ্টা আগে