Ajker Patrika

বৈরী আবহাওয়ায় ওয়াশিংটনের সরকারি অফিস বন্ধ

আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ২০: ১০
বৈরী আবহাওয়ায় ওয়াশিংটনের সরকারি অফিস বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মঙ্গলবার সরকারি অফিস বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। ঝোড়ো হাওয়াসহ টর্নেডো ও শিলাবৃষ্টি হতে পারে বলে সেখানে আবহাওয়াবিদরা নাগরিকদের সতর্ক করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবদনে এ তথ্য দেওয়া হয়েছে।

পাওয়ারআউটেজ ডট ইউএস-এর তথ্যমতে, ঝোড়ো হাওয়ার কারণে মেরিল্যান্ড ও ভার্জিনিয়ায় বহু গাছ উল্টে গেছে। প্রায় ২০ লাখ বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বিদ্যুৎ সরবরাহ থেকে বিছিন্ন হয়ে গিয়েছে। এদিকে দক্ষিণ ও মধ্য অ্যাটলান্টিকে প্রায় ৮০ লাখ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন। 

যুক্তরাষ্ট্রের রাজধানীতে ভারী বর্ষণ ও প্রচুর শিলাবৃষ্টি হলেও শহরটি টর্নেডো থেকে রক্ষা পেয়েছে। যুক্তরাষ্ট্রে ন্যাশনাল ওয়েদার সার্ভিস স্থানীয় সময় রাত ৯টা পর্যন্ত টনের্ডোর সতর্কতা জারি করেছিল। ভোর ৪টা পর্যন্ত উপকূলীয় বন্যার সতর্কতা দেয়া ছিল। 

গত সোমবার আলবামা থেকে পশ্চিম নিউইয়র্কের প্রায় ২৯৫ লাখ মানুষ টর্নেডোর  ঝুঁকিতে ছিল। কিন্তু স্থানীয় সময় রাত ৯টা পর্যন্ত টর্নেডো দেখা যায়নি। 

বজ্রঝড়ের কারণে নিউইয়র্ক, ওয়াশিংটন, ফিলাডেলফিয়া, আটলান্টা ও বাল্টিমোর বিমানবন্দরে গ্রাউন্ডেড ফ্লাইটগুলো ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

এফএএ বলেছে, যতটা সম্ভব ঝড়ের গতি বুঝে বিমানগুলোকে পথ পরিবর্তনের নির্দেশনা দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এক টন কয়লাও ইসরায়েলে যাবে না, নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত