যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সিনেটের ম্যারি আলভারাদো-গিল। সম্প্রতি এই নারী আইনপ্রণেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন তাঁরই একসময়ের সহকারী শাদ কনডিট। তাঁর অভিযোগ, ম্যারি আলভারাদো-গিল তাঁকে ‘যৌনদাসের’ মতো ব্যবহার করেছেন এবং তিনি এর বিরুদ্ধাচরণ করায় তাঁকে চাকরি থেকে বরখাস্ত করেছেন।
মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদন অনুসারে, শাদ কনডিট ম্যারি আলভারাদো-গিলের চিফ অব স্টাফ হিসেবে কাজ করে আসছিলেন। সম্প্রতি গিলের বিরুদ্ধে দায়ের করা এক মামলায় কনডিট অভিযোগ করেছেন, সিনেটরের চিফ অব স্টাফ হিসেবে কাজ করার সময় তিনি অবাঞ্ছিত যৌন সম্পর্ক ও হয়রানির শিকার হয়েছিলেন।
কনডিট মামলায় দাবি করেছেন, তিনি তাঁর চাকরির নিরাপত্তা বজায় রাখার জন্য চাপে পড়ে কয়েক বছর ধরে তাঁর নিয়োগকর্তার সঙ্গে যৌনকর্মে জড়িত ছিলেন। তিনি দাবি করেন, আলভারাদো-গিলের বিভিন্ন ধরনে যৌন প্রবণতা ছিল এবং তিনি এটি হাসিল করার জন্য তাঁর ক্ষমতা ব্যবহার করতেন। তিনি এখন তাঁর বকেয়া বেতন, উপার্জনক্ষমতা হ্রাস, কর্মচারী সুবিধা ও মানসিক যন্ত্রণার ক্ষতিপূরণ চাইছেন।
স্যাক্রামান্টো কাউন্টি সুপিরিয়র কোর্টে দায়ের করা মামলায় দাবি করা হয়েছে, ২০২৩ সালের বেশির ভাগ সময় ধরে সিনেটর মেরি আলভারাদো-গিল তাঁর চিফ অব স্টাফ শাদ কনডিটের বিরুদ্ধে ‘অনিয়ম, নিয়ন্ত্রণ, যৌন আধিপত্যসহ অপব্যবহারের সঙ্গে জড়িত।’
মামলায় অভিযোগ করা হয়, সিনেটর প্রায়ই তাঁর প্রধান কর্মকর্তার কাছ থেকে একাধিকবার ‘ওরাল সেক্স’ দাবি করেছিলেন, যার ফলে একবার কনডিট তাঁর পিঠে আঘাত পেয়েছিলেন। যার কারণে কনডিটের পিঠের তিনটি হার্নিয়েটেড ডিস্ক এবং একটি নিতম্ব ভেঙে গায়। কনডিট আরও দাবি করেছেন, গত বছরের আগস্টে সিনেটরের ডাকে সাড়া না দেওয়া তিনি তাঁর পিঠে আঘাত করেন।
উল্লেখ্য, আলভারাদো-গিল ২০২২ সালে সিনেটর নির্বাচিত হন এবং শাদ কনডিটকে তাঁর চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেন। মামলায় দাবি করা হয়েছে যে দায়িত্ব নেওয়ার পরপরই সিনেটর তাঁর সঙ্গে ব্যক্তিগত ও ঘনিষ্ঠ আলাপ করতে শুরু করেন। বিশেষ করে নিজের প্রেম, বিবাহবিচ্ছেদ এবং বৈবাহিক অবিশ্বাসের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। সর্বশেষ, কনডিট সান্তা ক্লজের পোশাক পরিধান করতে অস্বীকার করায় তাঁকে ২০২৩ সালের ডিসেম্বরে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
তবে আলভারাদো-গিলের আইনজীবীরা অভিযোগগুলো অস্বীকার করেছেন এবং কনডিটের দাবিগুলোকে ‘ভুয়া’ এবং ‘আর্থিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেছেন। তাঁর আইনজীবী ওগনিয়ান গ্যাভ্রিলভ বলেন, ‘একজন অসন্তুষ্ট সাবেক কর্মচারী বেতন-ভাতা পাওয়ার জন্য একটি বিচিত্র গল্প তৈরি করেছেন, যা প্রমাণ ছাড়াই উপস্থাপন করা হয়েছে। আমরা আশা করি, সিনেটর এই ভুয়া, আর্থিক উদ্দেশ্যপ্রণোদিত দাবিগুলো থেকে বেকসুর খালাস পাবেন।’
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সিনেটের ম্যারি আলভারাদো-গিল। সম্প্রতি এই নারী আইনপ্রণেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন তাঁরই একসময়ের সহকারী শাদ কনডিট। তাঁর অভিযোগ, ম্যারি আলভারাদো-গিল তাঁকে ‘যৌনদাসের’ মতো ব্যবহার করেছেন এবং তিনি এর বিরুদ্ধাচরণ করায় তাঁকে চাকরি থেকে বরখাস্ত করেছেন।
মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদন অনুসারে, শাদ কনডিট ম্যারি আলভারাদো-গিলের চিফ অব স্টাফ হিসেবে কাজ করে আসছিলেন। সম্প্রতি গিলের বিরুদ্ধে দায়ের করা এক মামলায় কনডিট অভিযোগ করেছেন, সিনেটরের চিফ অব স্টাফ হিসেবে কাজ করার সময় তিনি অবাঞ্ছিত যৌন সম্পর্ক ও হয়রানির শিকার হয়েছিলেন।
কনডিট মামলায় দাবি করেছেন, তিনি তাঁর চাকরির নিরাপত্তা বজায় রাখার জন্য চাপে পড়ে কয়েক বছর ধরে তাঁর নিয়োগকর্তার সঙ্গে যৌনকর্মে জড়িত ছিলেন। তিনি দাবি করেন, আলভারাদো-গিলের বিভিন্ন ধরনে যৌন প্রবণতা ছিল এবং তিনি এটি হাসিল করার জন্য তাঁর ক্ষমতা ব্যবহার করতেন। তিনি এখন তাঁর বকেয়া বেতন, উপার্জনক্ষমতা হ্রাস, কর্মচারী সুবিধা ও মানসিক যন্ত্রণার ক্ষতিপূরণ চাইছেন।
স্যাক্রামান্টো কাউন্টি সুপিরিয়র কোর্টে দায়ের করা মামলায় দাবি করা হয়েছে, ২০২৩ সালের বেশির ভাগ সময় ধরে সিনেটর মেরি আলভারাদো-গিল তাঁর চিফ অব স্টাফ শাদ কনডিটের বিরুদ্ধে ‘অনিয়ম, নিয়ন্ত্রণ, যৌন আধিপত্যসহ অপব্যবহারের সঙ্গে জড়িত।’
মামলায় অভিযোগ করা হয়, সিনেটর প্রায়ই তাঁর প্রধান কর্মকর্তার কাছ থেকে একাধিকবার ‘ওরাল সেক্স’ দাবি করেছিলেন, যার ফলে একবার কনডিট তাঁর পিঠে আঘাত পেয়েছিলেন। যার কারণে কনডিটের পিঠের তিনটি হার্নিয়েটেড ডিস্ক এবং একটি নিতম্ব ভেঙে গায়। কনডিট আরও দাবি করেছেন, গত বছরের আগস্টে সিনেটরের ডাকে সাড়া না দেওয়া তিনি তাঁর পিঠে আঘাত করেন।
উল্লেখ্য, আলভারাদো-গিল ২০২২ সালে সিনেটর নির্বাচিত হন এবং শাদ কনডিটকে তাঁর চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেন। মামলায় দাবি করা হয়েছে যে দায়িত্ব নেওয়ার পরপরই সিনেটর তাঁর সঙ্গে ব্যক্তিগত ও ঘনিষ্ঠ আলাপ করতে শুরু করেন। বিশেষ করে নিজের প্রেম, বিবাহবিচ্ছেদ এবং বৈবাহিক অবিশ্বাসের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। সর্বশেষ, কনডিট সান্তা ক্লজের পোশাক পরিধান করতে অস্বীকার করায় তাঁকে ২০২৩ সালের ডিসেম্বরে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
তবে আলভারাদো-গিলের আইনজীবীরা অভিযোগগুলো অস্বীকার করেছেন এবং কনডিটের দাবিগুলোকে ‘ভুয়া’ এবং ‘আর্থিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেছেন। তাঁর আইনজীবী ওগনিয়ান গ্যাভ্রিলভ বলেন, ‘একজন অসন্তুষ্ট সাবেক কর্মচারী বেতন-ভাতা পাওয়ার জন্য একটি বিচিত্র গল্প তৈরি করেছেন, যা প্রমাণ ছাড়াই উপস্থাপন করা হয়েছে। আমরা আশা করি, সিনেটর এই ভুয়া, আর্থিক উদ্দেশ্যপ্রণোদিত দাবিগুলো থেকে বেকসুর খালাস পাবেন।’
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
১২ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১৬ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১৯ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
২০ ঘণ্টা আগে