শপথ গ্রহণের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে সোমবার অভিষিক্ত হলেন ডোনাল্ড ট্রাম্প। তবে এই শপথের আগে নিজের মেয়াদের শেষ কয়েক ঘণ্টায় একটি নজিরবিহীন পদক্ষেপ নিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন।
সিএনএন জানিয়েছে, প্রেসিডেন্ট হিসেবে বাইডেন তাঁর শেষ কয়েক ঘণ্টায় ডোনাল্ড ট্রাম্পের সমালোচক এবং নিজের পরিবারের সদস্যদের জন্য আগাম ক্ষমা ঘোষণা করেছেন।
বাইডেনের এই সিদ্ধান্ত ট্রাম্পের সমালোচকদের প্রতি নতুন প্রশাসনের প্রতিশোধমূলক পদক্ষেপ থেকে সুরক্ষা এবং তাঁর ঘনিষ্ঠ আত্মীয়দের ভবিষ্যৎ মামলার হাত থেকে রক্ষা করতে নেওয়া হয়েছে।
বাইডেন যাদের আগাম ক্ষমা ঘোষণা করেছেন তাঁরা হলেন—জেনারেল মার্ক মিলি, ড. অ্যান্থনি ফাউচি, ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হামলার তদন্ত কমিটির সদস্যরা এবং বাইডেনের পরিবারের সদস্যরা।
এই ক্ষমাগুলো বাইডেনের প্রশাসনের শেষ ঘণ্টাগুলোতে এসেছে। বিশেষ করে, এটি ডোনাল্ড ট্রাম্পের প্রতিশোধের আশঙ্কা থেকে সুরক্ষা দেওয়ার জন্য নেওয়া হয়।
ক্ষমা ঘোষণা করার ব্যাখ্যায় বাইডেন বলেন, ‘আমার পরিবার এবং সমালোচকদের ওপর আক্রমণগুলো শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা, যা তাঁদের সম্মান এবং আর্থিক অবস্থার ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। যারা তাঁদের দায়িত্ব পালন করেছেন, তাঁদের প্রতি এই ধরনের হুমকি অগ্রহণযোগ্য।’
তিনি আরও বলেন, ‘এই ক্ষমাগুলো কোনো অপরাধ স্বীকারের প্রমাণ নয়। বরং এটি সেসব মানুষদের সুরক্ষার জন্য, যারা দেশের প্রতি তাঁদের কর্তব্য পালন করেছেন।’
বাইডেনের ক্ষমার সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ট্রাম্প শিবির এটিকে ‘ন্যায়বিচারের ওপর আঘাত’ বলে অভিহিত করেছে।
অন্যদিকে ক্ষমা পাওয়া ব্যক্তিরা বাইডেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিশেষ করে ফাউচি এবং মিলি বাইডেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন—তাঁদের কাজ শুধুমাত্র দায়িত্ব পালন করা।
আইন বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন, এই ক্ষমাগুলো কার্যকর নাও হতে পারে এবং এর ফলে নতুন ধরনের রাষ্ট্রীয় ক্ষমার সংস্কৃতি শুরু হতে পারে।
এই ক্ষমাগুলো শুধুমাত্র ফেডারেল অপরাধের জন্য প্রযোজ্য। কোনো কর-তদন্ত বা কংগ্রেসের তদন্তের জন্য এগুলো সুরক্ষা দিতে পারবে না।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এই ধরনের ব্যাপক এবং আগাম ক্ষমা মার্কিন প্রেসিডেন্টের ইতিহাসে নজিরবিহীন। এর আগে প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে ক্ষমা করেছিলেন। তবে সেই ক্ষমা ছিল নির্দিষ্ট একটি মামলার জন্য।
বাইডেনের সিদ্ধান্ত অনেক বড় পরিসরের এবং ভবিষ্যৎ প্রেসিডেন্টদের জন্য একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে।
শপথ গ্রহণের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে সোমবার অভিষিক্ত হলেন ডোনাল্ড ট্রাম্প। তবে এই শপথের আগে নিজের মেয়াদের শেষ কয়েক ঘণ্টায় একটি নজিরবিহীন পদক্ষেপ নিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন।
সিএনএন জানিয়েছে, প্রেসিডেন্ট হিসেবে বাইডেন তাঁর শেষ কয়েক ঘণ্টায় ডোনাল্ড ট্রাম্পের সমালোচক এবং নিজের পরিবারের সদস্যদের জন্য আগাম ক্ষমা ঘোষণা করেছেন।
বাইডেনের এই সিদ্ধান্ত ট্রাম্পের সমালোচকদের প্রতি নতুন প্রশাসনের প্রতিশোধমূলক পদক্ষেপ থেকে সুরক্ষা এবং তাঁর ঘনিষ্ঠ আত্মীয়দের ভবিষ্যৎ মামলার হাত থেকে রক্ষা করতে নেওয়া হয়েছে।
বাইডেন যাদের আগাম ক্ষমা ঘোষণা করেছেন তাঁরা হলেন—জেনারেল মার্ক মিলি, ড. অ্যান্থনি ফাউচি, ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হামলার তদন্ত কমিটির সদস্যরা এবং বাইডেনের পরিবারের সদস্যরা।
এই ক্ষমাগুলো বাইডেনের প্রশাসনের শেষ ঘণ্টাগুলোতে এসেছে। বিশেষ করে, এটি ডোনাল্ড ট্রাম্পের প্রতিশোধের আশঙ্কা থেকে সুরক্ষা দেওয়ার জন্য নেওয়া হয়।
ক্ষমা ঘোষণা করার ব্যাখ্যায় বাইডেন বলেন, ‘আমার পরিবার এবং সমালোচকদের ওপর আক্রমণগুলো শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা, যা তাঁদের সম্মান এবং আর্থিক অবস্থার ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। যারা তাঁদের দায়িত্ব পালন করেছেন, তাঁদের প্রতি এই ধরনের হুমকি অগ্রহণযোগ্য।’
তিনি আরও বলেন, ‘এই ক্ষমাগুলো কোনো অপরাধ স্বীকারের প্রমাণ নয়। বরং এটি সেসব মানুষদের সুরক্ষার জন্য, যারা দেশের প্রতি তাঁদের কর্তব্য পালন করেছেন।’
বাইডেনের ক্ষমার সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ট্রাম্প শিবির এটিকে ‘ন্যায়বিচারের ওপর আঘাত’ বলে অভিহিত করেছে।
অন্যদিকে ক্ষমা পাওয়া ব্যক্তিরা বাইডেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিশেষ করে ফাউচি এবং মিলি বাইডেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন—তাঁদের কাজ শুধুমাত্র দায়িত্ব পালন করা।
আইন বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন, এই ক্ষমাগুলো কার্যকর নাও হতে পারে এবং এর ফলে নতুন ধরনের রাষ্ট্রীয় ক্ষমার সংস্কৃতি শুরু হতে পারে।
এই ক্ষমাগুলো শুধুমাত্র ফেডারেল অপরাধের জন্য প্রযোজ্য। কোনো কর-তদন্ত বা কংগ্রেসের তদন্তের জন্য এগুলো সুরক্ষা দিতে পারবে না।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এই ধরনের ব্যাপক এবং আগাম ক্ষমা মার্কিন প্রেসিডেন্টের ইতিহাসে নজিরবিহীন। এর আগে প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে ক্ষমা করেছিলেন। তবে সেই ক্ষমা ছিল নির্দিষ্ট একটি মামলার জন্য।
বাইডেনের সিদ্ধান্ত অনেক বড় পরিসরের এবং ভবিষ্যৎ প্রেসিডেন্টদের জন্য একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে।
গতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
২ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
৩ ঘণ্টা আগেসৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে দুই দিনের সফরে দেশটিতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২২-২৩ এপ্রিল এই সফর অনুষ্ঠিত হবে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে মোদির তৃতীয় মেয়াদে এটিই প্রথম সৌদি আরব সফর।
৩ ঘণ্টা আগেইসরায়েলি হামলায় যখন গাজায় প্রতিদিন পাখির মতো মানুষ মরছে, তখন এমন দাবি করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, শনিবার ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফের হামলায় কমপক্ষে ৫৪ ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় দ্বিগুণ। হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা কর
৪ ঘণ্টা আগে