অনলাইন ডেস্ক
আশরাফ গনির সরকারকে হটিয়ে গত রোববার (১৫ আগস্ট) আফগানিস্তানের দখল নেয় তালেবান। সশস্ত্র গোষ্ঠী তালেবানের ক্ষমতা দখল করার খবরে গত সোমবার (১৬ আগস্ট) কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে এসে ভিড় করে অনেক বেসামরিক আফগান নাগরিক। দেশ ছাড়ার জন্য তাঁরা যে যার মতো করে উড়োজাহাজে চড়তে থাকে। উড়োজাহাজের ভেতরে জায়গা না পেয়ে অনেকেই অবস্থান নেন উড়োজাহাজের চাকায় (ল্যান্ডিং গিয়ার)।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজ থেকে দুজন মানুষ নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। চাকায় অবস্থান নেওয়া বাকিদের ভাগ্যে কী ঘটেছে সেটি এখনো জানা যায়নি। তবে সেই উড়োজাহাজের চাকায় মানুষের দেহাবশেষ পাওয়া গেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন বিমানবাহিনী। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এ তথ্য উঠে এসেছে।
মার্কিন বিমানবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সি-১৭ সামরিক উড়োজাহাজটি গত সোমবার (১৬ আগস্ট) কাবুল বিমানবন্দরে অবতরণ করে। এ সময় শত শত আফগান বেসামরিক নাগরিক উড়োজাহাজটিকে চারদিক থেকে ঘিরে ধরে। তাঁরা উড়োজাহাজটিতে ওঠার জন্য মরিয়া হয়ে ওঠে। এতে সেখানে জটিল ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
বিবৃতিতে আরও বলা হয়, কাবুল বিমানবন্দরে সি-১৭ সামরিক উড়োজাহাজটিকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটায় পাইলট দ্রুত কাবুল বিমানবন্দর ত্যাগ করেন। উড়োজাহাজটি যখন কাতারের একটি বিমানঘাঁটিতে এসে পৌঁছায় তখন উড়োজাহাজটির চাকায় (ল্যান্ডিং গিয়ার) মানুষের দেহাবশেষ পাওয়া যায়। মার্কিন বিমানবাহিনী সি-১৭ উড়োজাহাজের চাকায় মানুষের দেহাবশেষ পাওয়ার ঘটনা নিয়ে তদন্তের কথা জানিয়েছে।
আশরাফ গনির সরকারকে হটিয়ে গত রোববার (১৫ আগস্ট) আফগানিস্তানের দখল নেয় তালেবান। সশস্ত্র গোষ্ঠী তালেবানের ক্ষমতা দখল করার খবরে গত সোমবার (১৬ আগস্ট) কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে এসে ভিড় করে অনেক বেসামরিক আফগান নাগরিক। দেশ ছাড়ার জন্য তাঁরা যে যার মতো করে উড়োজাহাজে চড়তে থাকে। উড়োজাহাজের ভেতরে জায়গা না পেয়ে অনেকেই অবস্থান নেন উড়োজাহাজের চাকায় (ল্যান্ডিং গিয়ার)।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজ থেকে দুজন মানুষ নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। চাকায় অবস্থান নেওয়া বাকিদের ভাগ্যে কী ঘটেছে সেটি এখনো জানা যায়নি। তবে সেই উড়োজাহাজের চাকায় মানুষের দেহাবশেষ পাওয়া গেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন বিমানবাহিনী। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এ তথ্য উঠে এসেছে।
মার্কিন বিমানবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সি-১৭ সামরিক উড়োজাহাজটি গত সোমবার (১৬ আগস্ট) কাবুল বিমানবন্দরে অবতরণ করে। এ সময় শত শত আফগান বেসামরিক নাগরিক উড়োজাহাজটিকে চারদিক থেকে ঘিরে ধরে। তাঁরা উড়োজাহাজটিতে ওঠার জন্য মরিয়া হয়ে ওঠে। এতে সেখানে জটিল ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
বিবৃতিতে আরও বলা হয়, কাবুল বিমানবন্দরে সি-১৭ সামরিক উড়োজাহাজটিকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটায় পাইলট দ্রুত কাবুল বিমানবন্দর ত্যাগ করেন। উড়োজাহাজটি যখন কাতারের একটি বিমানঘাঁটিতে এসে পৌঁছায় তখন উড়োজাহাজটির চাকায় (ল্যান্ডিং গিয়ার) মানুষের দেহাবশেষ পাওয়া যায়। মার্কিন বিমানবাহিনী সি-১৭ উড়োজাহাজের চাকায় মানুষের দেহাবশেষ পাওয়ার ঘটনা নিয়ে তদন্তের কথা জানিয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে সম্পর্ক আগে থেকেই উত্তপ্ত ছিল। তবে গতকাল ওভাল অফিসের বৈঠকে বাগ্বিতণ্ডার পর সেই সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠেছে। কিছুদিন আগে ট্রাম্প জেলেনস্কিকে ‘নির্বাচনহীন একনায়ক’ বলে অভিহিত করেছিলেন এবং দাবি করেছিলেন, ইউক্রেনই যুদ্ধ শুরু
২৬ মিনিট আগেভারতের উত্তরাখন্ডের বদ্রিনাথ মন্দিরের পাশে চামোলি জেলায় তুষারধসে চার শ্রমিকের মৃত্যু হয়েছেন। গতকাল শুক্রবার ভারত-চীন সীমান্তের কাছাকাছি মানা গ্রামে এই তুষারধসের ঘটনা ঘটে। এতে দেশটির সীমান্ত সড়ক সংস্থার (বিআরও) ৫৫ জন কর্মী তুষারধসে আটকে পড়েছিলেন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, এঁদের মধ্যে ৫০ জনক
২ ঘণ্টা আগেটোকিও মেট্রোপলিটন অ্যাসেম্বলির ১২৭ সদস্যের মধ্যে ৪১ জন নারী। শহরটির পরিবর্তন ও অগ্রগতিতে এই নারীরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এসব নারীর মধ্যে একজন নারী নোবুকো ইরি।
২ ঘণ্টা আগেতুরস্কের কুর্দি অধ্যুষিত অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠী পার্তিয়া কারকেরেন কুর্দিস্তানে বা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) অবশেষ অস্ত্র সমর্পণে রাজি হয়েছে। এমনকি গোষ্ঠীর নেতারা পুরো আন্দোলনকে ভেঙে দেওয়ার কথা বলেছেন। এর মধ্য দিয়ে তুরস্কে ৪০ বছরের বেশি সময় ধরে চলা এক অস্থিতিশীল পরিস্থিতির অবসান হলো।
৪ ঘণ্টা আগে