Ajker Patrika

উড়োজাহাজের চাকায় মানুষের দেহাবশেষ, তদন্ত করবে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
উড়োজাহাজের চাকায় মানুষের দেহাবশেষ, তদন্ত করবে যুক্তরাষ্ট্র

আশরাফ গনির সরকারকে হটিয়ে গত রোববার (১৫ আগস্ট) আফগানিস্তানের দখল নেয় তালেবান। সশস্ত্র গোষ্ঠী তালেবানের ক্ষমতা দখল করার খবরে গত সোমবার (১৬ আগস্ট) কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে এসে ভিড় করে অনেক বেসামরিক আফগান নাগরিক। দেশ ছাড়ার জন্য তাঁরা যে যার মতো করে উড়োজাহাজে চড়তে থাকে। উড়োজাহাজের ভেতরে জায়গা না পেয়ে অনেকেই অবস্থান নেন উড়োজাহাজের চাকায় (ল্যান্ডিং গিয়ার)। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজ থেকে দুজন মানুষ নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। চাকায় অবস্থান নেওয়া বাকিদের ভাগ্যে কী ঘটেছে সেটি এখনো জানা যায়নি। তবে সেই উড়োজাহাজের চাকায় মানুষের দেহাবশেষ পাওয়া গেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন বিমানবাহিনী। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এ তথ্য উঠে এসেছে। 

মার্কিন বিমানবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সি-১৭ সামরিক উড়োজাহাজটি গত সোমবার (১৬ আগস্ট) কাবুল বিমানবন্দরে অবতরণ করে। এ সময় শত শত আফগান বেসামরিক নাগরিক উড়োজাহাজটিকে চারদিক থেকে ঘিরে ধরে। তাঁরা উড়োজাহাজটিতে ওঠার জন্য মরিয়া হয়ে ওঠে। এতে সেখানে জটিল ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। 

বিবৃতিতে আরও বলা হয়, কাবুল বিমানবন্দরে সি-১৭ সামরিক উড়োজাহাজটিকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটায় পাইলট দ্রুত কাবুল বিমানবন্দর ত্যাগ করেন। উড়োজাহাজটি যখন কাতারের একটি বিমানঘাঁটিতে এসে পৌঁছায় তখন উড়োজাহাজটির চাকায় (ল্যান্ডিং গিয়ার) মানুষের দেহাবশেষ পাওয়া যায়। মার্কিন বিমানবাহিনী সি-১৭ উড়োজাহাজের চাকায় মানুষের দেহাবশেষ পাওয়ার ঘটনা নিয়ে তদন্তের কথা জানিয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

বগুড়ায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত