Ajker Patrika

কানাডায় ঝোড়ো হাওয়ায় ৮০ আরোহী নিয়ে উল্টে গেল উড়োজাহাজ

অনলাইন ডেস্ক
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯: ৪৪
ঝড়ে কবলে উল্টে যায় উড়োজাহাজ। ছবি: এএফপি
ঝড়ে কবলে উল্টে যায় উড়োজাহাজ। ছবি: এএফপি

কানাডার টরন্টো পিয়ারসন বিমানবন্দরে ডেলটা এয়ারলাইনসের একটি আঞ্চলিক জেট বিমান অবতরণের সময় উল্টে যায়। তুষারঝড়ের পর তীব্র বাতাসের মধ্যে এই দুর্ঘটনায় বিমানের ৮০ জন যাত্রী ও ক্রু সদস্যের মধ্যে ১৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে।

কানাডীয় এয়ার অ্যাম্বুলেন্স কর্মকর্তারা জানান, ১৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ডেলটা এয়ারলাইনসের সহযোগী সংস্থা এনডেভার এয়ারের পরিচালিত একটি সিআরজে-৯০০ বিমান গতকাল সোমবার এই দুর্ঘটনার শিকার হয়। বিমানটিতে ৭৬ জন যাত্রী এবং ৪ জন ক্রু ছিলেন।

১৬ বছর যাত্রী পরিবহন পরিষেবায় রয়েছে বিমানটি। এটি কানাডীয় কোম্পানি বোম্বার্ডিয়ার তৈরি। ইঞ্জিন জিই অ্যারোস্পেস। দুর্ঘটনার পর ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানের অন্তত একটি ডানা ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেছে।

কানাডীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত করছে। ওই বিমানের যাত্রী জন নেলসন সিএনএনকে বলেন, অবতরণের আগে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি। তিনি বলেন, ‘আমরা মাটিতে আঘাত করলাম এবং আমরা পাশে সরে গেলাম, এরপর উল্টে গেলাম। আমি সিট বেল্ট খুলে মাটিতে পড়ে গেলাম। কিছু লোক ঝুলছিল। অন্যরা নিজেরাই নেমে আসতে পেরেছিলেন।’

গতকাল সোমবার সকালে পিয়ারসন বিমানবন্দর জানায়, তীব্র বাতাস এবং ঠান্ডা তাপমাত্রার কারণে তারা সমস্যার মুখোমুখি হচ্ছে। সপ্তাহান্তের তুষারঝড়ে বিমানবন্দরে ২২ সেন্টিমিটার (৮.৬ ইঞ্চি) তুষারপাত হয়, যার ফলে অনেক ফ্লাইট বাতিল হয়। ফ্লাইটরাডার ২৪ ডেটা অনুযায়ী, দুর্ঘটনার সময় আবহাওয়া ছিল তীব্র তুষারঝড় এবং এলোপাতাড়ি ঝোড়ো হাওয়া।

সাম্প্রতিক সময়ে উত্তর আমেরিকায় বেশ কয়েকটি বিমান দুর্ঘটনা ঘটেছে। ওয়াশিংটনে একটি সামরিক হেলিকপ্টার একটি সিআরজে-৭০০ যাত্রীবাহী জেটের সঙ্গে সংঘর্ষে ৬৭ জন নিহত হয়। ফিলাডেলফিয়ায় একটি মেডিকেল ট্রান্সপোর্ট বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৭ জন এবং আলাস্কায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত