যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে নেওয়া কিছু পদক্ষেপের জন্য বিচারের মুখোমুখি হওয়া থেকে ডোনাল্ড ট্রাম্পকে রেহাই দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। তবে তাঁর এমন দায়মুক্তিকে ‘বিপজ্জনক নজির’ হিসেবে আখ্যায়িত করেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত সোমবার তিনি বলেন, এই আংশিক দায়মুক্তি যুক্তরাষ্ট্রের জনগণের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
সোমবার রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জো বাইডেন বলেন, ‘যে মূলনীতির ওপর এই জাতি প্রতিষ্ঠিত, তা হলো—যুক্তরাষ্ট্রে কোনো রাজা থাকবে না। আইনের সামনে দেশের প্রত্যেক নাগরিক সমান। কেউ আইনের ঊর্ধ্বে নন; এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও নন। কিন্তু সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন, তা শুধু বিচারব্যবস্থার জন্য একটি বিপজ্জনক নজিরই নয়, বরং এটি আমাদের জনগণের জন্যও ক্ষতিকর। কেননা জনগণ দেখছে, একজন ব্যক্তি, যিনি ক্যাপিটল হিলে হামলার জন্য নিজের অনুসারীদের পাঠিয়েছিলেন, তিনি দায়মুক্তি ভোগ করছেন। সুপ্রিম কোর্টের উচিত এই রায়ের জন্য যুক্তরাষ্ট্রের জনগণের কাছে জবাবদিহি করা।’
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেনের প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালের নির্বাচনেও তাঁরা প্রতিদ্বন্দ্বী ছিলেন, তবে সে সময় ট্রাম্প ছিলেন প্রেসিডেন্ট।
২০২০ সালের নির্বাচনে ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টা, যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলায় উসকানি, পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখার জন্য ঘুষ দেওয়া, কর ফাঁকি এবং রাষ্ট্রের গোপন নথি সরানোর অভিযোগে সুপ্রিম কোর্টসহ বিভিন্ন আদালতে বেশ কয়েকটি মামলা চলছে ট্রাম্পের বিরুদ্ধে। এ ছাড়া কর ফাঁকি, সম্পদের তথ্য গোপন এবং ২০১৫ সালের নির্বাচনের আগে স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ প্রদানের ঘটনায় নিউইয়র্কের ম্যানহাটানের জেলা আদালতে ইতিমধ্যে ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি অভিযোগ আনা হয়েছে। সেসব অভিযোগের বিচারকাজও চলছে।
সোমবার যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চ যে রায় ঘোষণা করেছেন—তাতে বলা হয়েছে, দেশের প্রেসিডেন্টের পদে থাকা অবস্থায় যেসব দাপ্তরিক অপরাধমূলক পদক্ষেপ ট্রাম্প নিয়েছেন, সেসবের ক্ষেত্রে দায়মুক্তি ভোগ করবেন তিনি। তবে প্রেসিডেন্ট হওয়ার আগে যেসব অপতৎপরতার সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে, সেসবের জন্য বিচারের মুখোমুখি হতে হবে তাঁকে। এক্ষেত্রে কোনো সুবিধা তিনি পাবেন না।
এই রায়ের ফলে ২০২০ সালের নির্বাচনে ফলাফল পাল্টে দেওয়ার ষড়যন্ত্রে সংশ্লিষ্টতা, ক্যাপিটল হিলে হামলার উসকানি দেওয়া এবং রাষ্ট্রের গোপন তথ্য সরানোর অভিযোগ-সংক্রান্ত যেসব মামলার বিচারকাজ বর্তমানে সুপ্রিম কোর্টে চলমান রয়েছে, সেগুলো এখন স্বয়ংক্রিয়ভাবে ফের নিম্ন আদালতে চলে যাবে।
এতে এসব মামলার বিচারপ্রক্রিয়া একটি দীর্ঘসূত্রতার মধ্যে পড়বে এবং আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে তা রাজনৈতিকভাবে ট্রাম্পের জন্য সুবিধাজনক হবে। যদি নির্বাচনের আগেই এসব মামলার রায় ঘোষণা করা হতো, তাহলে তা নির্বাচনে ট্রাম্পের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করত।
আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রথম মুখোমুখি বিতর্কে ট্রাম্পের কাছে ধরাশায়ী হয়ে এমনিতেই বিপাকে রয়েছেন বাইডেন। এমন পরিস্থিতিতে গত শনিবার একাধিক অনুষ্ঠানে তহবিলদাতাদের আশ্বস্ত করার চেষ্টা করেন বাইডেন। এর মধ্যেই সোমবার সুপ্রিম কোর্ট কর্তৃক ট্রাম্পের দায়মুক্তির প্রতিক্রিয়ায় বাইডেন বলেন, এই রায় আইনের শাসনকে ক্ষুণ্ন করেছে এবং এটি আমেরিকানদের জন্য এক ভয়ানক ক্ষতি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে নেওয়া কিছু পদক্ষেপের জন্য বিচারের মুখোমুখি হওয়া থেকে ডোনাল্ড ট্রাম্পকে রেহাই দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। তবে তাঁর এমন দায়মুক্তিকে ‘বিপজ্জনক নজির’ হিসেবে আখ্যায়িত করেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত সোমবার তিনি বলেন, এই আংশিক দায়মুক্তি যুক্তরাষ্ট্রের জনগণের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
সোমবার রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জো বাইডেন বলেন, ‘যে মূলনীতির ওপর এই জাতি প্রতিষ্ঠিত, তা হলো—যুক্তরাষ্ট্রে কোনো রাজা থাকবে না। আইনের সামনে দেশের প্রত্যেক নাগরিক সমান। কেউ আইনের ঊর্ধ্বে নন; এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও নন। কিন্তু সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন, তা শুধু বিচারব্যবস্থার জন্য একটি বিপজ্জনক নজিরই নয়, বরং এটি আমাদের জনগণের জন্যও ক্ষতিকর। কেননা জনগণ দেখছে, একজন ব্যক্তি, যিনি ক্যাপিটল হিলে হামলার জন্য নিজের অনুসারীদের পাঠিয়েছিলেন, তিনি দায়মুক্তি ভোগ করছেন। সুপ্রিম কোর্টের উচিত এই রায়ের জন্য যুক্তরাষ্ট্রের জনগণের কাছে জবাবদিহি করা।’
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেনের প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালের নির্বাচনেও তাঁরা প্রতিদ্বন্দ্বী ছিলেন, তবে সে সময় ট্রাম্প ছিলেন প্রেসিডেন্ট।
২০২০ সালের নির্বাচনে ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টা, যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলায় উসকানি, পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখার জন্য ঘুষ দেওয়া, কর ফাঁকি এবং রাষ্ট্রের গোপন নথি সরানোর অভিযোগে সুপ্রিম কোর্টসহ বিভিন্ন আদালতে বেশ কয়েকটি মামলা চলছে ট্রাম্পের বিরুদ্ধে। এ ছাড়া কর ফাঁকি, সম্পদের তথ্য গোপন এবং ২০১৫ সালের নির্বাচনের আগে স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ প্রদানের ঘটনায় নিউইয়র্কের ম্যানহাটানের জেলা আদালতে ইতিমধ্যে ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি অভিযোগ আনা হয়েছে। সেসব অভিযোগের বিচারকাজও চলছে।
সোমবার যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চ যে রায় ঘোষণা করেছেন—তাতে বলা হয়েছে, দেশের প্রেসিডেন্টের পদে থাকা অবস্থায় যেসব দাপ্তরিক অপরাধমূলক পদক্ষেপ ট্রাম্প নিয়েছেন, সেসবের ক্ষেত্রে দায়মুক্তি ভোগ করবেন তিনি। তবে প্রেসিডেন্ট হওয়ার আগে যেসব অপতৎপরতার সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে, সেসবের জন্য বিচারের মুখোমুখি হতে হবে তাঁকে। এক্ষেত্রে কোনো সুবিধা তিনি পাবেন না।
এই রায়ের ফলে ২০২০ সালের নির্বাচনে ফলাফল পাল্টে দেওয়ার ষড়যন্ত্রে সংশ্লিষ্টতা, ক্যাপিটল হিলে হামলার উসকানি দেওয়া এবং রাষ্ট্রের গোপন তথ্য সরানোর অভিযোগ-সংক্রান্ত যেসব মামলার বিচারকাজ বর্তমানে সুপ্রিম কোর্টে চলমান রয়েছে, সেগুলো এখন স্বয়ংক্রিয়ভাবে ফের নিম্ন আদালতে চলে যাবে।
এতে এসব মামলার বিচারপ্রক্রিয়া একটি দীর্ঘসূত্রতার মধ্যে পড়বে এবং আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে তা রাজনৈতিকভাবে ট্রাম্পের জন্য সুবিধাজনক হবে। যদি নির্বাচনের আগেই এসব মামলার রায় ঘোষণা করা হতো, তাহলে তা নির্বাচনে ট্রাম্পের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করত।
আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রথম মুখোমুখি বিতর্কে ট্রাম্পের কাছে ধরাশায়ী হয়ে এমনিতেই বিপাকে রয়েছেন বাইডেন। এমন পরিস্থিতিতে গত শনিবার একাধিক অনুষ্ঠানে তহবিলদাতাদের আশ্বস্ত করার চেষ্টা করেন বাইডেন। এর মধ্যেই সোমবার সুপ্রিম কোর্ট কর্তৃক ট্রাম্পের দায়মুক্তির প্রতিক্রিয়ায় বাইডেন বলেন, এই রায় আইনের শাসনকে ক্ষুণ্ন করেছে এবং এটি আমেরিকানদের জন্য এক ভয়ানক ক্ষতি।
দক্ষিণ আফ্রিকায় চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ প্রবেশ করানোর অভিনব এক প্রকল্প চালু করেছেন বিজ্ঞানীরা। জোহানেসবার্গের উইটওয়াটারস্র্যান্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল জানিয়েছে, এই পদ্ধতিতে গন্ডারদের কোনো ক্ষতি হবে না।
২ ঘণ্টা আগেপ্রবাদ আছে, ‘চোরের দশ দিন গেরস্তের এক দিন।’ ঠিক এমনই এক ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরে। স্থানীয় পুলিশ এক ‘লুটেরা দুলহান’কে (প্রতারক কনে) গ্রেপ্তার করেছে। যাঁর বিরুদ্ধে এক-দুজন নয়, আটজন পুরুষকে বিয়ে করে তাঁদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগেভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি ও জেডিএসের সাবেক সাংসদ প্রজ্জ্বল রেভান্না ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। বেঙ্গালুরুর একটি আদালত দীর্ঘ ১৪ মাস ধরে চলা এই মামলার রায় আজ শুক্রবার ঘোষণা করেছেন। এই রায়ের মাধ্যমে কার্যত তাঁর রাজনৈতিক জীবনের সমাপ্তি ঘটল বলে মনে করা হচ্ছে।
৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক চাপ ক্রমেই বাড়ছে নয়াদিল্লির ওপর। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফনীতি, রুশ তেল কেনা নিয়ে পশ্চিমা বিশ্বে সমালোচনা, এফ-৩৫ যুদ্ধবিমান চুক্তি নিয়ে দ্বিধা, ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স নিমিষা প্রিয়াকে ফিরিয়ে আনার মানবিক ইস্যু এবং এর পাশাপাশি কোয়াড ও চীন-পাকিস্তান ঘিরে ক
৫ ঘণ্টা আগে