Ajker Patrika

রুশদির হামলাকারীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১০: ৫৫
রুশদির হামলাকারীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

যুক্তরাষ্ট্রে ব্রিটিশ লেখক সালমান রুশদির ওপর হামলাকারীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে। এ ছাড়া হাদি মাতার নামের ওই হামলাকারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, গত শুক্রবার (১২ আগস্ট) নিউইয়র্কের শিতৌকা ইনস্টিটিউটে একটি অনুষ্ঠানের মঞ্চে ছুরিকাঘাতের শিকার হন সালমান রুশদি। ছুরিকাঘাতে তাঁর স্নায়ু মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনার পর হাদি মাতার (২৪) নামের সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় পুলিশ। 

শিতৌকা কাউন্টির প্রসিকিউটর জানিয়েছেন, হাদি মাতার নামের ওই হামলাকারী নিজেকে নির্দোষ দাবি করলেও তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

হাদি মাতার নামের হামলাকারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। স্থানীয় একটি ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানের মঞ্চে রুশদি ও একজন সাক্ষাৎকারকারীর ওপর হামলার অভিযোগ আনা হয়েছে হাদি মাতারের বিরুদ্ধে। হামলার পরপরই তাঁকে আটক করে পুলিশ।

ভারতীয় বংশোদ্ভূত বুকার পুরস্কারজয়ী লেখক সালমান রুশদি ১৯৮১ সালে তাঁর বই ‘মিডনাইটস চিলড্রেন’ দিয়ে খ্যাতি অর্জন করেন। ১৯৮৮ সালে তাঁর চতুর্থ বই ‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর জন্য তাঁকে আত্মগোপনে থাকতে হয়েছিল।

‘স্যাটানিক ভার্সেস’ বইটিতে ইসলাম ধর্মকে অবমাননা করা হয়েছে বলে মনে করেন মুসলিমরা। এটি প্রকাশের পর থেকে হত্যার হুমকি পেয়ে আসছিলেন সালমান রুশদি। ১৯৮৯ সালে হত্যার হুমকি পাওয়ার পর প্রায় ১০ বছর আত্মগোপনে থাকতে হয়েছিল তাঁকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত