যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল ভবনে হামলার ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চার দফা ফৌজদারি অভিযোগ আনার সুপারিশ করেছে কংগ্রেসের তদন্ত কমিটি। অভিযোগগুলো প্রমাণিত হলে ৪০ বছর পর্যন্ত জেল হতে পারে ট্রাম্পের।
বিবিসির খবরে বলা হয়, বুধবার (২১ ডিসেম্বর) কয়েক শ পৃষ্ঠার পুরো তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। সোমবার (১৯ ডিসেম্বর) ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জেমি রাসকিন এক বিবৃতিতে জানান, ট্রাম্পের বিরুদ্ধে চারটি ফৌজদারি অপরাধের অভিযোগ আনার বিষয়ে বিচার বিভাগকে সুপারিশ করা হয়েছে।
অভিযোগগুলো হলো, বিদ্রোহে প্ররোচিত ও ইন্ধন দেওয়া, সরকারি কার্যক্রমে বাধা প্রদান, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করা ও মিথ্যা বক্তব্য দেওয়া। এসব অভিযোগের ভিত্তিতে বিচারকাজ সম্পন্ন ও প্রমাণিত হলে অন্তত ৪০ বছরের কারাদণ্ড হতে পারে ট্রাম্পের। আর এমন হলে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন না ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের সবশেষ প্রেসিডেন্ট নির্বাচন হয় ২০২০ সালের ৩ নভেম্বর। এরপর ২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশন বসে। ওই দিনই ক্যাপিটল হিলে হামলা চালান ট্রাম্পের সমর্থকেরা। এ হামলায় কয়েকজন প্রাণ হারান। আহত হন আরও অনেকে।
এরই পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয়। হামলার ঘটনায় কংগ্রেসের পাশাপাশি বিচার বিভাগের পৃথক একটা তদন্ত চলমান রয়েছে। যদিও ক্ষমতাসীন দলের তদন্ত কমিটির এই সুপারিশ মানতে বাধ্য নয় বিচার বিভাগ। এ বিষয়ে জেমি রাসকিন রাসকিন বলেন, সুপারিশের জন্য প্রচুর প্রমাণ তাঁদের হাতে আছে।
সোমবার কংগ্রেস কমিটির সবশেষ বৈঠকে ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে চারটি ফৌজদারি অপরাধের অভিযোগ আনার প্রস্তাবে সদস্যরা সবাই ভোট দিয়েছেন।
এদিকে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প এ নিয়ে এখনো সরাসরি কিছু বলেননি। তবে ট্রাম্পের এক মুখপাত্র তদন্ত কমিটির কড়া সমালোচনা করে একে গণতন্ত্রের প্রতি ‘উপহাস’ আখ্যা দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল ভবনে হামলার ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চার দফা ফৌজদারি অভিযোগ আনার সুপারিশ করেছে কংগ্রেসের তদন্ত কমিটি। অভিযোগগুলো প্রমাণিত হলে ৪০ বছর পর্যন্ত জেল হতে পারে ট্রাম্পের।
বিবিসির খবরে বলা হয়, বুধবার (২১ ডিসেম্বর) কয়েক শ পৃষ্ঠার পুরো তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। সোমবার (১৯ ডিসেম্বর) ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জেমি রাসকিন এক বিবৃতিতে জানান, ট্রাম্পের বিরুদ্ধে চারটি ফৌজদারি অপরাধের অভিযোগ আনার বিষয়ে বিচার বিভাগকে সুপারিশ করা হয়েছে।
অভিযোগগুলো হলো, বিদ্রোহে প্ররোচিত ও ইন্ধন দেওয়া, সরকারি কার্যক্রমে বাধা প্রদান, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করা ও মিথ্যা বক্তব্য দেওয়া। এসব অভিযোগের ভিত্তিতে বিচারকাজ সম্পন্ন ও প্রমাণিত হলে অন্তত ৪০ বছরের কারাদণ্ড হতে পারে ট্রাম্পের। আর এমন হলে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন না ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের সবশেষ প্রেসিডেন্ট নির্বাচন হয় ২০২০ সালের ৩ নভেম্বর। এরপর ২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশন বসে। ওই দিনই ক্যাপিটল হিলে হামলা চালান ট্রাম্পের সমর্থকেরা। এ হামলায় কয়েকজন প্রাণ হারান। আহত হন আরও অনেকে।
এরই পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয়। হামলার ঘটনায় কংগ্রেসের পাশাপাশি বিচার বিভাগের পৃথক একটা তদন্ত চলমান রয়েছে। যদিও ক্ষমতাসীন দলের তদন্ত কমিটির এই সুপারিশ মানতে বাধ্য নয় বিচার বিভাগ। এ বিষয়ে জেমি রাসকিন রাসকিন বলেন, সুপারিশের জন্য প্রচুর প্রমাণ তাঁদের হাতে আছে।
সোমবার কংগ্রেস কমিটির সবশেষ বৈঠকে ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে চারটি ফৌজদারি অপরাধের অভিযোগ আনার প্রস্তাবে সদস্যরা সবাই ভোট দিয়েছেন।
এদিকে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প এ নিয়ে এখনো সরাসরি কিছু বলেননি। তবে ট্রাম্পের এক মুখপাত্র তদন্ত কমিটির কড়া সমালোচনা করে একে গণতন্ত্রের প্রতি ‘উপহাস’ আখ্যা দিয়েছেন।
ইরানের তেল, গ্যাস ও পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলোতে সাম্প্রতিক সময়ে ঘন ঘন অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণকে ‘অস্বাভাবিক ও বিপজ্জনক’ হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির একজন জ্যেষ্ঠ সংসদ সদস্য। এসবের মধ্যে অন্তত কিছু ঘটনার জন্য তিনি ইসরায়েলের সম্ভাব্য তৎপরতাকে দায়ী করেছেন।
৪ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার সিডনিতে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে আজ রোববার (৩ আগস্ট) লাখো মানুষ অংশ নিয়েছেন ফিলিস্তিনপন্থী একটি বিক্ষোভে। ‘মার্চ ফর হিউম্যানিটি’ নামে এই বিক্ষোভ মিছিল বিখ্যাত সিডনি হারবার ব্রিজের ওপর অবস্থান নেয়। অস্ট্রেলিয়ার সুপ্রিম কোর্টের অনুমোদনের ভিত্তিতে শেষ মুহূর্তে এই মিছিলের বৈধতা দেয়
৫ ঘণ্টা আগেভারতে একটি সরকারি চিঠিতে বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। দিল্লির লোদী কলোনি থানার পুলিশ আধিকারিক অমিত দত্ত সম্প্রতি বঙ্গভবনের অফিসার-ইন-চার্জকে একটি চিঠি পাঠান। সেই চিঠিতেই বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।
৬ ঘণ্টা আগেজেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের কর্মকাণ্ডকে ‘উসকানিমূলক’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আজ রোববার এক বিবৃতিতে সতর্ক করেছে—এ ধরনের কর্মকাণ্ড পুরো অঞ্চলজুড়ে সংঘাতের আগুনে ঘি ঢেলে দেবে।
৬ ঘণ্টা আগে