Ajker Patrika

টেক্সাসে নিহত স্কুলশিক্ষিকার ‘শোকে’ স্বামীর মৃত্যু

আপডেট : ২৭ মে ২০২২, ১৫: ২৩
টেক্সাসে নিহত স্কুলশিক্ষিকার ‘শোকে’ স্বামীর মৃত্যু

গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে প্রাণ হারায় ১৯ শিক্ষার্থীসহ ২১ জন। নিহতদের মধ্যে দুজন শিক্ষক ছিলেন। নিহত দুই শিক্ষকের মধ্যে একজনের নাম ইরমা গার্সিয়া। মৃত্যুর শোক সইতে না পেরে তাঁর স্বামী হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে আজ শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। 

বিবিসি বলছে, স্কুলটিতে ২৩ বছর শিক্ষকতা করেছেন ইরমা গার্সিয়া। তাঁর স্বামীর নাম জো গার্সিয়া। তাঁদের ২৪ বছরের সংসারে দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। তাঁদের বয়স ১২ থেকে ২৩ বছর। 

ইরমা গার্সিয়ার ভাতিজা জন মার্টিনেজ এক টুইট বার্তায় জানান, স্ত্রীর শোকে মারা গেছেন জো গার্সিয়া। 

এক টুইট বার্তায় জন মার্টিনেজ লেখেন, ‘ক্লাসের শিশুদের রক্ষায় জীবন বিলিয়ে দিয়েছেন তিনি। তিনি এক হিরো।’ 

উল্লেখ্য, গত মঙ্গলবার ১৮ বছর বয়সী বন্দুকধারী সালভাদর রামোস একাই টেক্সাসের স্কুলে বন্দুক হামলা চালান। এ ঘটনায় নিহত শিক্ষার্থীদের বয়স ৫ থেকে ১১ বছরের মধ্যে। পুলিশ বলছে, তাঁর হাতে একটি বন্দুক ও একটি রাইফেল ছিল। 

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত