Ajker Patrika

বারাক ওবামার বাবুর্চির লাশ উদ্ধার

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১৪: ৩৭
বারাক ওবামার বাবুর্চির লাশ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুয়েটসের একটি হ্রদ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ব্যক্তিগত বাবুর্চি ছিলেন বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। 

নিহত ওই ব্যক্তির নাম টাফারি ক্যাম্পবেল (৪৫)। গতকাল সোমবার তাঁর লাশ উদ্ধার করা হয়। স্থানীয় সময় গত রোববার রাতে প্যাডল বোর্ডিং করতে গিয়ে এডগারটাউনের গ্রেট পন্ড নামে একটি হ্রদে তিনি নিখোঁজ হন। ওই হ্রদের পাশে ওবামার মালিকানাধীন একটি বাড়ি রয়েছে। 

গতকাল সোমবার ওবামা ও মিশেল ওবামা এক যৌথ বিবৃতিতে জানান, হোয়াইট হাউসে টাফারি বাবুর্চি হিসেবে কাজ করতেন। ২০১৬ সালে দ্বিতীয় দফায় প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার পর তিনি ওবামার পরিবারের সঙ্গে চলে আসেন।

বিবৃতিতে বলা হয়, ‘টাফারি আমাদের পরিবারের প্রিয়পাত্র ছিলেন। তিনি ছিলেন সৃজনশীল এবং খাদ্য সম্পর্কে উৎসাহী ছিলেন। আমরা তাঁকে একজন উষ্ণ, মজাদার, অসাধারণ সদয় ব্যক্তি হিসেবে জেনেছি। তিনি আমাদের সবার জীবনকে খানিকটা আলোকিত করে তুলেছিলেন।’

স্থানীয় পুলিশের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রোববার নিখোঁজের পর থেকেই ডুবুরিরা টাফারিকে উদ্ধারে কাজ শুরু করেন। পুলিশের কাছে খবর আসে, একজন পুরুষ প্যাডল বোর্ডার পানিতে তলিয়ে গেছেন। তিনি আর ভেসে ওঠেননি। 
ওবামা জানিয়েছেন, নিহত টাফারির স্ত্রী ও যমজ ছেলে রয়েছে। 

ম্যাসাচুয়েটস স্টেট পুলিশ জানিয়েছে, টাফারি ভার্জিনিয়ার ডামফায়ারের বাসিন্দা ছিলেন। তিনি এখানে বেড়াতে এসেছিলেন। ঘটনার সময় ওবামা ওই বাড়িতে উপস্থিত ছিলেন না। তাঁর মৃত্যুর ঘটনা তদন্ত করছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত