Ajker Patrika

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত ৪ 

আপডেট : ০৪ জুলাই ২০২৩, ১১: ৩৮
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত ৪ 

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলায় চারজন নিহত হয়েছেন। এতে দুই শিশুসহ আরও চারজন আহত হয়েছে। স্থানীয় সময় সোমবার শহরের দক্ষিণ-পশ্চিম কিংসেসিং এলাকায় রাত ৮টা ৪০ মিনিটের দিকে এই হামলা হয়। ফিলাডেলফিয়া পুলিশ বিভাগের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বিবিসির।

পুলিশ জানিয়েছে, আহত দুই শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। একজন সন্দেহভাজনকে আটক এবং একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এই হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি। আর নিহত চারজনের বয়স ২০ থেকে ৫৯ বছরের মধ্য। 

সন্দেহভাজন ব্যালিস্টিক ভেস্ট বা জ্যাকেট পরা ছিলেন এবং তার কাছে একটি রাইফেল ও হ্যান্ডগান ছিল। পুলিশ একাধিক স্থানে আহতদের খুঁজে পায়। ফিলাডেলফিয়া পুলিশ বিভাগ হতাহত বা সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে বিস্তারিত কিছু নিশ্চিত করেনি। 

মেরিল্যান্ডের বাল্টিমোরে বন্দুক হামলায় ২ জন নিহত এবং ২৮ জন আহতের পরদিনই স্বাধীনতা দিবসের প্রাক্কালে ফিলাডেলফিয়ায় এই হামলা হলো। স্থানীয় সময় গত রোববার মধ্যরাতে মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে গুলির এ ঘটনা ঘটে। 

কর্তৃপক্ষ এখনো একাধিক সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে, যারা সম্প্রদায়ের বার্ষিক সমাবেশের সময় গুলি চালিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে একজন প্রাপ্তবয়স্ক নারীকে মৃত অবস্থায় পাওয়া যায়। 

আরও ৯ জন আহতকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আরও ২০ জন ভুক্তভোগীকে ওই অঞ্চলের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্য নিহত ব্যক্তিও এক প্রাপ্তবয়স্ক ছিলেন। এ ঘটনায় আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এক টন কয়লাও ইসরায়েলে যাবে না, নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত