অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল রোববার তাঁর করোনা শনাক্ত করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের প্রধান এক বিবৃতিতে বলেছেন, অস্টিনের অবস্থা স্বাভাবিক রয়েছে। আগামী ৫ দিন তিনি নিজ বাড়িতে কোয়ারেন্টিনে থাকবেন।
অস্টিন বলেছেন, তিনি পুরোপুরি টিকা নিয়েছেন। এমনকি তিনি করোনা টিকার বুস্টার ডোজও নিয়েছেন। এ জন্য তিনি মারাত্মকভাবে আক্রান্ত হননি। টিকা নেওয়ার কারণে তিনি এখন অনেকটায় স্বাভাবিক রয়েছেন।
করোনার টিকার কার্যকারিতা রয়েছে। তাই সবাইকে করোনা টিকার পূর্ণ ডোজ নেওয়ার পাশাপাশি বুস্টার ডোজ নেওয়ার ব্যাপারেও উৎসাহিত করেছেন অস্টিন।
অস্টিন বলেন, সর্বশেষ তিনি গত ২১ ডিসেম্বর প্রেসিডেন্ট জো বাইডেনের সংস্পর্শে ছিলেন। ওই সময় তিনি করোনা আক্রান্ত ছিলেন না।
এক বিবৃতিতে অস্টিন জানিয়েছেন, করোনায় আক্রান্ত হলেও এখন পর্যন্ত তিনি নিয়মিত তাঁর দাপ্তরিক কাজ করে যাচ্ছেন। তিনি ভার্চ্যুয়ালি বিভিন্ন মিটিংয়ে অংশ নিয়ে তাঁর দায়িত্ব পালন করছেন।
যুক্তরাষ্ট্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে সর্বশেষ অস্টিন করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে গত অক্টোবরে বাইডেনের প্রেস সেক্রেটারি জেন সাকি করোনায় আক্রান্ত হয়েছিলেন। এ ছাড়া সম্প্রতি করোনার ওমিক্রন ধরন যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ার পর কংগ্রেসের অনেক সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল রোববার তাঁর করোনা শনাক্ত করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের প্রধান এক বিবৃতিতে বলেছেন, অস্টিনের অবস্থা স্বাভাবিক রয়েছে। আগামী ৫ দিন তিনি নিজ বাড়িতে কোয়ারেন্টিনে থাকবেন।
অস্টিন বলেছেন, তিনি পুরোপুরি টিকা নিয়েছেন। এমনকি তিনি করোনা টিকার বুস্টার ডোজও নিয়েছেন। এ জন্য তিনি মারাত্মকভাবে আক্রান্ত হননি। টিকা নেওয়ার কারণে তিনি এখন অনেকটায় স্বাভাবিক রয়েছেন।
করোনার টিকার কার্যকারিতা রয়েছে। তাই সবাইকে করোনা টিকার পূর্ণ ডোজ নেওয়ার পাশাপাশি বুস্টার ডোজ নেওয়ার ব্যাপারেও উৎসাহিত করেছেন অস্টিন।
অস্টিন বলেন, সর্বশেষ তিনি গত ২১ ডিসেম্বর প্রেসিডেন্ট জো বাইডেনের সংস্পর্শে ছিলেন। ওই সময় তিনি করোনা আক্রান্ত ছিলেন না।
এক বিবৃতিতে অস্টিন জানিয়েছেন, করোনায় আক্রান্ত হলেও এখন পর্যন্ত তিনি নিয়মিত তাঁর দাপ্তরিক কাজ করে যাচ্ছেন। তিনি ভার্চ্যুয়ালি বিভিন্ন মিটিংয়ে অংশ নিয়ে তাঁর দায়িত্ব পালন করছেন।
যুক্তরাষ্ট্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে সর্বশেষ অস্টিন করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে গত অক্টোবরে বাইডেনের প্রেস সেক্রেটারি জেন সাকি করোনায় আক্রান্ত হয়েছিলেন। এ ছাড়া সম্প্রতি করোনার ওমিক্রন ধরন যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ার পর কংগ্রেসের অনেক সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
শিশুদের মারধরের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন ইংল্যান্ডের শিশু চিকিৎসকেরা। বর্তমানে যুক্তিসংগত কারণে শিশুদের মারধর করা আইনগতভাবে বৈধ। কিন্তু চিকিৎসকেরা সেটিও চান না। তাই এই বিষয়ে, বর্তমান আইন সংশোধনে ব্রিটিশ পার্লামেন্টে একটি বিল উত্থাপন করা হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে এ তথ্য
১ ঘণ্টা আগেপ্রতিবেশী যুক্তরাষ্ট্র মেক্সিকোর পণ্যের ওপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করায় মেক্সিকো সিটি জ্বালানি তেল বিক্রির জন্য এশিয়ার বাজারে নজর দিয়েছে। মেক্সিকোর রাষ্ট্র পরিচালিত জ্বালানি কোম্পানি পেমেক্স তেল বিক্রির জন্য এশিয়া, বিশেষ করে চীন এবং ইউরোপের...
২ ঘণ্টা আগেইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবহরে যুক্ত হলো ড্রোন ও হেলিকপ্টার বহনে সক্ষম যুদ্ধজাহাজ। আজ বৃহস্পতিবার ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। শহীদ বাঘেরি নামের ড্রোন ক্যারিয়ারটি মূলত বাণিজ্যিক কন্টেইনারবাহী জাহাজ ছিল। পরে এটিকে ৫৯০ ফুট দীর্ঘ রানওয়েসহ সামরিক অভিযানের উপযো
২ ঘণ্টা আগেপাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার আগামী এপ্রিলে ঢাকা সফর করতে পারেন। এ লক্ষ্য প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান। দেশটির সংবাদমাধ্যম দ্য ডন দাবি করেছে, ঢাকাও এই বিষয়ে প্রস্তুতি নিচ্ছে। গত ফেব্রুয়ারিতে দারের ঢাকা সফরের কথা থাকলেও তা হয়নি।
৩ ঘণ্টা আগে