Ajker Patrika

পুতিনকে সতর্কবার্তা বাইডেনের 

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১২: ৩৫
পুতিনকে সতর্কবার্তা বাইডেনের 

ইউক্রেনে পরমাণু অস্ত্রের ব্যবহার নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, এ ধরনের অস্ত্র ব্যবহার করা হলে যুদ্ধের চিত্র পুরোপুরি বদলে যাবে।

তবে এ ধরনের অস্ত্র ব্যবহারের জবাবে যুক্তরাষ্ট্র কী ধরনের ব্যবস্থা নেবে, সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট কিছু বলেননি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমাদের উদ্দেশে সতর্ক করে বলেছিলেন, যদি বিশেষ সামরিক অভিযানে বাধা দেওয়া হয়, তাহলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হতে পারে।

সম্প্রতি রাশিয়ার সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ থেকে ইউক্রেনের কিছু এলাকা হাতছাড়া হয়ে যাওয়ার পর পশ্চিমা দেশগুলোতে আশঙ্কা তৈরি হয়েছে যে, প্রেসিডেন্ট পুতিন এখন পরমাণু অস্ত্র ব্যবহারের মতো কৌশল গ্রহণ করতে পারেন।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্ন করা হলে প্রেসিডেন্ট বাইডেন পুতিনকে সতর্ক করে বলেন, ‘এমনটা করবেন না। করবেন না। করবেন না। এ ধরনের অস্ত্র ব্যবহার করা হলে যুদ্ধের চিত্র এমনভাবে বদলে যাবে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কখনো দেখা যায়নি।’

বাইডেন আরও বলেন, তারা বিশ্বের কাছ থেকে আরও বেশি বিচ্ছিন্ন হয়ে পড়বে, যা এর আগে কখনো হয়নি। মস্কো কী করে তার ওপরই নির্ভর করবে এর জবাবে কী ঘটবে?

মার্কিন প্রেসিডেন্টর এই বিশেষ সাক্ষাৎকার স্থানীয় সময় রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় সম্প্রচার করবে সিবিএস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাপায় নতুন মোড়: আনিসুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বহিষ্কৃতদের পুনর্বহাল

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণ: ৫ নেতাকে শোকজ করল এনসিপি

আফগানিস্তানে তালেবানের শাসন: বাস্তবতা বনাম প্রচারণা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত