কৃষ্ণাঙ্গ যুবক আহমাদ আরবেরি হত্যায় অভিযুক্ত তিন শ্বেতাঙ্গকে দোষী সাব্যস্ত করেছে জর্জিয়ার আদালত। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আদালতের বিচারকেরা এই রায় দেন। দোষী সাব্যস্তরা হলেন-গ্রেগরি ম্যাকমাইকেল, তাঁর ছেলে ট্র্যাভিস এবং তাঁদের প্রতিবেশী উইলিয়াম ব্রায়ান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
আদালত তাঁদের হত্যা, ক্রমবর্ধমান আক্রমণ, মিথ্যা কারাদণ্ড এবং অপরাধমূলক অপরাধ করার অপরাধে দোষী সাব্যস্ত করেছেন। এর ফলে তাঁদের ন্যূনতম যাবজ্জীবন সাজা হবে।
এই রায়ে গঠিত ১২ জন বিচারকের মধ্যে ১১ জনই ছিলেন শ্বেতাঙ্গ এবং ১ জন মাত্র ছিলেন কৃষ্ণাঙ্গ বিচারক। প্রায় দুই সপ্তাহ যাবৎ জর্জিয়ার ব্রান্সউইকের আদালতে এই মামলার শুনানি চলছিল। বুধবার দুপুরের দিকে রায় ঘোষণার আগে বিচারকেরা প্রায় ১০ ঘণ্টা আলোচনা করেন। এরপর তাঁরা এই রায় ঘোষণা করেন।
আদালতে আসামিরা বলেছে, তাঁরা একজন নাগরিককে গ্রেপ্তারের সময় আত্মরক্ষায় কাজ করেছিল। কিন্তু বাদী পক্ষের আইনজীবী বলেছে, এই হত্যায় জাতিগত একটা বিষয় কাজ করেছে।
উল্লেখ্য, গত বছরের ২৩শে ফেব্রুয়ারি আরবেরি জগিং করতে বের হন। এ সময় তিনি দক্ষিণ জর্জিয়ার একটি আবাসিক এলাকা দিয়ে দৌড়ে যাচ্ছিলেন। এ সময় তাঁকে চোর মনে করে ধাওয়া করে আটক করেন অভিযুক্তরা। সেখানে অভিযুক্তদের সঙ্গে আহমাদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে শ্বেতাঙ্গদের একজন আহমাদকে গুলি করে হত্যা করেন। এই ঘটনা যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভের জন্ম দেয়। এ ছাড়া বর্ণবাদ বিরোধী আন্দোলন নতুন এক রূপ নেয়।
কৃষ্ণাঙ্গ যুবক আহমাদ আরবেরি হত্যায় অভিযুক্ত তিন শ্বেতাঙ্গকে দোষী সাব্যস্ত করেছে জর্জিয়ার আদালত। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আদালতের বিচারকেরা এই রায় দেন। দোষী সাব্যস্তরা হলেন-গ্রেগরি ম্যাকমাইকেল, তাঁর ছেলে ট্র্যাভিস এবং তাঁদের প্রতিবেশী উইলিয়াম ব্রায়ান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
আদালত তাঁদের হত্যা, ক্রমবর্ধমান আক্রমণ, মিথ্যা কারাদণ্ড এবং অপরাধমূলক অপরাধ করার অপরাধে দোষী সাব্যস্ত করেছেন। এর ফলে তাঁদের ন্যূনতম যাবজ্জীবন সাজা হবে।
এই রায়ে গঠিত ১২ জন বিচারকের মধ্যে ১১ জনই ছিলেন শ্বেতাঙ্গ এবং ১ জন মাত্র ছিলেন কৃষ্ণাঙ্গ বিচারক। প্রায় দুই সপ্তাহ যাবৎ জর্জিয়ার ব্রান্সউইকের আদালতে এই মামলার শুনানি চলছিল। বুধবার দুপুরের দিকে রায় ঘোষণার আগে বিচারকেরা প্রায় ১০ ঘণ্টা আলোচনা করেন। এরপর তাঁরা এই রায় ঘোষণা করেন।
আদালতে আসামিরা বলেছে, তাঁরা একজন নাগরিককে গ্রেপ্তারের সময় আত্মরক্ষায় কাজ করেছিল। কিন্তু বাদী পক্ষের আইনজীবী বলেছে, এই হত্যায় জাতিগত একটা বিষয় কাজ করেছে।
উল্লেখ্য, গত বছরের ২৩শে ফেব্রুয়ারি আরবেরি জগিং করতে বের হন। এ সময় তিনি দক্ষিণ জর্জিয়ার একটি আবাসিক এলাকা দিয়ে দৌড়ে যাচ্ছিলেন। এ সময় তাঁকে চোর মনে করে ধাওয়া করে আটক করেন অভিযুক্তরা। সেখানে অভিযুক্তদের সঙ্গে আহমাদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে শ্বেতাঙ্গদের একজন আহমাদকে গুলি করে হত্যা করেন। এই ঘটনা যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভের জন্ম দেয়। এ ছাড়া বর্ণবাদ বিরোধী আন্দোলন নতুন এক রূপ নেয়।
দীর্ঘ ২৯ বছর সরকারি বাস চালিয়েছেন তিনি। মাত্র ৭ ডলার (প্রায় ৮০০ টাকা) সমপরিমাণ ভাড়া আত্মসাতের দায়ে তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে। শুধু তা–ই নয়, সেই সঙ্গে তাঁর ৮৪ হাজার ডলার (প্রায় ৯২ লাখ টাকা) পেনশনও বাতিল করা হয়েছে।
১ ঘণ্টা আগেভারতের উত্তর-পূর্ব দিল্লির সীলমপুরে ১৭ বছর বয়সী এক কিশোর হত্যার ঘটনায় ফের আলোচনায় জিকরা নামের এক তরুণী। তিনি নিজেকে ‘লেডি ডন’ বলে পরিচয় দেন। সামাজিক মাধ্যমে তাঁর কার্যকলাপ এবং অপরাধ জগতের সঙ্গে যোগাযোগের জন্য পরিচিত এই তরুণী।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ক্রিমিয়া অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে পারে। মস্কো ও কিয়েভের মধ্যে একটি শান্তিচুক্তির অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আলোচনার সঙ্গে যুক্ত কয়েকজন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে। মার্কিন সংবাদমাধ্যম..
২ ঘণ্টা আগেআন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর সাম্প্রতিক কঠোর পদক্ষেপ নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ নিয়ে বিশেষ করে ভারতীয় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আমেরিকান ইমিগ্রেশন ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের (এআইএলএ) একটি প্রতিবেদন অনুসারে, সংস্থাটি কর্তৃক সংগৃহীত ৩২৭টি সাম্প্রতিক ভিসা বাতিলের প্রায় অর্ধেকই ভারতীয়...
৩ ঘণ্টা আগে