Ajker Patrika

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যেই ইরান-ভেনেজুয়েলার তেল বিনিময় চুক্তি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যেই ইরান-ভেনেজুয়েলার তেল বিনিময় চুক্তি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা ইরান ও ভেনেজুয়েলা আজ শনিবার একটি তেল বিনিময় চুক্তি করেছে। চুক্তির অধীনে ইরানের ঘনীভূত অপরিশোধিত জ্বালানি তেলের সঙ্গে ভারী জ্বালানি তেল বিনিময় করবে ভেনেজুয়েলা। চুক্তি সংশ্লিষ্ট পাঁচজন ব্যক্তি বিষয়টি রয়টার্সকে নিশ্চিত করেছেন। 

তথ্যমতে, ভেনেজুয়েলার সরকারি প্রতিষ্ঠান পেট্রোলিওস দে ভেনেজুয়েলা ও ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির মধ্যে প্রাথমিকভাবে ছয় মাসের চুক্তি হয়েছে। তবে এ চুক্তি আরও বাড়ানো হতে পারে বলে আশা করা হচ্ছে। রয়টার্সের পক্ষে ভেনেজুয়েলা ও ইরানের সঙ্গে যোগাযোগ করেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি। 

নিষেধাজ্ঞায় থাকায় দুই দেশের চুক্তিতে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি যুক্তরাষ্ট্রের। দীর্ঘদিন নিষেধাজ্ঞায় থাকায় দেশ দুটির আর্থনীতি সম্প্রতি শোচনীয় পর্যায়ে পৌঁছেছে। এ চুক্তি তাদের কিছুটা হলেও স্বস্তি দেবে বলে ধারণা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত