Ajker Patrika

মাস্কের সঙ্গে স্ত্রীর ‘প্রেমের গুঞ্জনে’ সংসার ভাঙল গুগল সহপ্রতিষ্ঠাতার  

মাস্কের সঙ্গে স্ত্রীর ‘প্রেমের গুঞ্জনে’ সংসার ভাঙল গুগল সহপ্রতিষ্ঠাতার  

বিলিয়নিয়ার ইলন মাস্কের সঙ্গে স্ত্রীর প্রেমের গুঞ্জনের পর বিবাহ বিচ্ছেদ ঘটালেন গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন। গত ২৬ মে আদালতের মাধ্যমে তাঁদের বিচ্ছেদ নিশ্চিত হয়েছে। এখন তাঁদের চার বছর বয়সী মেয়ের অভিভাবকত্ব নির্ধারণ হবে।   

কোনো ধরনের বিতর্ক ছাড়াই পেশায় আইনজীবী ও উদ্যোক্তা নিকোল শানাহানের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন ব্রিন। আদালতের নথি অনুযায়ী, বিচ্ছেদের বিরোধিতা না করলেও নিকোল খোরপোষের জন্য আবেদন করেছেন। আইনজীবীর ফিসহ সম্পত্তি ভাগাভাগি তাঁরা গোপনেই সেরেছেন।

নিকোলের আগে অ্যান ওজসিকির সঙ্গে বিচ্ছেদ হয় ব্রিনের। ২০১৫ সালে ওজসিকির সঙ্গে পরিচয়ের পর ওই বছরই তাঁদের প্রণয় শুরু হয়। বিজনেস ইনসাইডারের তথ্য অনুসারে, ২০১৮ সালে ব্রিন ও নিকোলের বিয়ে হয়।  

নিকোল-ব্রিন জুটি ২০২১ সাল থেকে আলাদাভাবে আছেন। ২০২২ সালে ‘অনিরসনযোগ্য মতভেদের’ কথা তুল উল্লেখ করে বিচ্ছেদের আবেদন করেন ব্রিন। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, ইলন মাস্কের সঙ্গে নিকোলের সংক্ষিপ্ত প্রেমের গুঞ্জন শোনার এক মাসের মধ্যেই ব্রিন বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। মাস্ক ও ব্রিন দীর্ঘসময় ধরেই বন্ধু। তবে, মাস্ক ও নিকোল দুজনই প্রেমের বিষয়টি অস্বীকার করেছেন।  

ওয়াল স্ট্রিট জার্নালের একাধিক প্রতিবেদনে তাঁদের প্রেমের ওপর জোর দেওয়া হয়েছে। এমনকি ‘অবৈধ প্রেমের অভিযোগে মাস্ক ও সের্গেইর বন্ধুত্ব ছিন্ন’ শীর্ষক এক প্রতিবেদন ছাপে এই সংবাদ মাধ্যম। জবাবে মাস্ক তাঁর এক্স (টুইটার) প্ল্যাটফর্মে লিখেন, ‘সের্গেই ও আমি বন্ধু এবং আমরা গতরাতেই একসঙ্গে একটা পার্টিতে ছিলাম। তিন বছরে আমি নিকোলকে মাত্র দুবার দেখেছি, তাও অনেক মানুষের মধ্যে। এখানে রোমান্টিক কিছু নেই।’   

নিকোলও এই গুঞ্জনকে অত্যন্ত ঠুনকো বলে উড়িয়ে দিয়েছেন। মাস্কের সঙ্গে তাঁর তেমন বন্ধুত্বও নেই বলে মন্তব্য করেন তিনি।   

৫০ বছর বয়সী সের্গেই ব্রিন গুগলের সহপ্রতিষ্ঠাতা ও বিশ্বের নবম শীর্ষ ধনী ব্যক্তি। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুসারে, তাঁর মোট সম্পদের পরিমাণ ১১ হাজার ৮০০ কোটি ডলার। ৩৪ বছর বয়সী নিকোল শানাহান ক্যালিফোর্নিয়া ভিত্তিক অ্যাটর্নি ও বায়া ইকো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত