Ajker Patrika

বাইডেন-চিনপিং ভার্চুয়াল বৈঠক আগামী সোমবার

আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ২১: ৫৭
বাইডেন-চিনপিং ভার্চুয়াল বৈঠক আগামী সোমবার

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের ভার্চুয়াল বৈঠক মার্কিন স্থানীয় সময় আগামী সোমবার রাতে অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এমনটি জানানো হয়।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে প্রতিযোগিতাকে দায়িত্বশীলভাবে পরিচালনা করার উপায় নিয়ে আলোচনা করবেন দুই নেতা। এ ছাড়া যেখানে আমাদের স্বার্থ যেখানে রয়েছে সেখানে একত্রে কাজ করার উপায় নিয়ে আলোচনা করবেন। 

 সাকি আরও বলেন, বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য এবং অগ্রাধিকারগুলো স্পষ্ট করবেন। পাশাপাশি আমাদের উদ্বেগগুলো নিয়ে চীনকে জানানো হবে। 

করোনার উৎস এবং চীনের সম্প্রসারিত পারমাণবিক অস্ত্রাগার ইস্যুতে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে বিরোধ চলছে। মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করেন যে বিশ্বের দুটি বৃহৎ অর্থনীতির দেশের মধ্যে সংঘাত নিরসনে চিনপিংয়ের সঙ্গে সরাসরি সম্পৃক্ততাই সর্বোত্তম উপায়। 

এদিকে বেইজিং সংঘাত যুক্তরাষ্ট্রের এড়াতে আগ্রহী কারণ চলতি বছর শীতকালীন অলিম্পিক গেমস আয়োজন করবে বেইজিং। এ ছাড়া চলতি বছর চীনের কমিউনিস্ট পার্টির সম্মেলন হবে সেখানে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংকে তৃতীয় দফায় প্রেসিডেন্ট ঘোষণা করা হতে পারে। 

যুক্তরাষ্ট্র সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, চিনপিংয়ের সঙ্গে বৈঠকে বাইডেন চীনের সঙ্গে কঠোর প্রতিযোগিতাকে স্বাগত জানিয়ে বক্তব্য দেবে। আর যুক্তরাষ্ট্র যে চীনের সঙ্গে বিরোধ চায় না সেটিও জানাবেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এক টন কয়লাও ইসরায়েলে যাবে না, নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত