Ajker Patrika

মাঝ আকাশে কর্মী ও যাত্রীদের মধ্যে হাতাহাতি, জরুরি অবতরণ উড়োজাহাজের

মাঝ আকাশে কর্মী ও যাত্রীদের মধ্যে হাতাহাতি, জরুরি অবতরণ উড়োজাহাজের

ঢাকা: মাঝ আকাশে এক যাত্রীর সঙ্গে বিমানবালা ও সহযাত্রীদের হাতাহাতির ঘটনার জেরে যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করাতে হয়েছে । ডেলটা এয়ারলাইনসের এই উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে আটলান্টা যাচ্ছিল । অভিযুক্ত ওই যাত্রীটিকে আটক করেছে পুলিশ।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় রাতের দিকে এই ঘটনা ঘটে। হঠাৎই এক যাত্রী ক্ষেপে গিয়ে আক্রমণ করে বসেন দু’জন বিমানবালাকে। তাঁকে বাধা দিতেই বারবার হুমকি দেন, ‘উড়োজাহাজ নামিয়ে দেব!’ মাঝ আকাশে থাকা বিমানের পাইলট তখন অন্য যাত্রীদের সাহায্য চেয়ে বার্তা পাঠান। তার পরেই এগিয়ে আসেন কয়েক জন যাত্রী। পরে সকলে মিলে ওই অবাধ্য যাত্রীকে নিবৃত্ত করেন। ওই সময় উড়োজাহাজটিকে ওকলাহোমা সিটি বিমানবন্দরে জরুরি অবতরণ করান পাইলট। সেখানে সন্দেহভাজন ওই যাত্রীকে আটক করে হেফাজতে নেয় পুলিশ। পরে কিছু শারীরিক অস্বস্তির কথা জানানোয় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের একটি সূত্রের দাবি, ওই যাত্রীর কিছু মানসিক সমস্যা রয়েছে। তিনি ওই । ডেলটা এয়ারলাইনসের ছুটিতে থাকা কর্মী। তাঁর বয়স ২০। তবে পুরো ঘটনায় উড়োজাহাজের কোনো যাত্রী আহত হননি।

এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে বলা হয় যে, ওই যাত্রী উড়োজাহাজে দরজা খুলে দেওয়ার হুমকি দিয়েছিল । পাশাপাশি উড়োজাহাজের অবতরণের জন্য হুমকি দিয়েছিল। কিন্তু ডেলটা এয়ারলাইনসের একজন মুখপাত্র সিবিএস নিউজকে গত শনিবার জানিয়েছেন, যেভাবে বলা হচ্ছে তা ঠিক নয়। ওই যাত্রী ইন্টারকম ব্যবহারের জন্য দরজার কাছে গিয়েছিলেন। সে দরজা খোলার চেষ্টা করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত