Ajker Patrika

১০০ দেশের জন্য ৫০ কোটি ডোজ টিকা কিনবে যুক্তরাষ্ট্র

আপডেট : ১০ জুন ২০২১, ১০: ৫১
১০০ দেশের জন্য ৫০ কোটি ডোজ টিকা কিনবে যুক্তরাষ্ট্র

ঢাকা : বিশ্বব্যাপী করোনাভাইরাস টিকার সংকট সমাধানে ফাইজার-বায়োএনটেকের ৫০ কোটি ডোজ টিকা কিনবে জো বাইডেন প্রশাসন। আগামী দুই বছরে ১০০ দেশের মধ্যে এই টিকা বিতরণ করবে যুক্তরাষ্ট্র।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, এ বছরই ২০ কোটি ডোজ টিকা দেওয়া শুরু হবে। বাকি ৩০ কোটি ডোজের বিতরণ আগামী বছরের জুন থেকে শুরু করা হবে।

এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন চলতি সপ্তাহে যুক্তরাজ্যে অনুষ্ঠেয় জি-৭ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। এরই মধ্যে তিনি সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্যে পৌঁছেছেন। আর প্রেসিডেন্ট হওয়ার পর এটা তাঁর প্রথম বিদেশ সফর।

করোনার টিকা নিয়ে বিশ্ব টালমাটাল। টিকার সংকট কাটাতে যুক্তরাজ্যের ওপর চাপ বাড়ছে। বিশ্বের ধনী দেশগুলো বিপুল পরিমাণ টিকা কিনে নিয়েছে, যার জন্য সমালোচনাও হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে ৫০ কোটি ডোজ কিনে বিশ্বের ১০০ দেশে দিতে চাইছে যুক্তরাষ্ট্র।

এদিকে টিকা কেনার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কিছু বলেনি হোয়াইট হাউস। তবে জি-৭ সম্মেলনে যাওয়ার আগে বাইডেন বলেছেন, তাঁর একটি কৌশল আছে, তা তিনি ঘোষণা করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত