Ajker Patrika

যুক্তরাষ্ট্রের ২২ জনকে গুলি করে হত্যায় সন্দেহভাজন কে এই রবার্ট কার্ড

যুক্তরাষ্ট্রের ২২ জনকে গুলি করে হত্যায় সন্দেহভাজন কে এই রবার্ট কার্ড

যুক্তরাষ্ট্রের মেইনে অন্তত ২২ জনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। সন্দেহভাজন হামলাকারীর নাম, পরিচয় শনাক্ত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। মেইনের লুইস্টন শহরের বাসিন্দাদের নিজ ঘরে অবস্থান করার আহ্বান জানানো হয়েছে। 

আজ বৃহস্পতিবার সামাজিক প্ল্যাটফর্ম এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করা এক বার্তায় মেইন স্টেট পুলিশ বলেছে, ‘লুইস্টনে একজন বিপজ্জনক বন্দুকধারী আছে। আমরা সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানাচ্ছি। দয়া করে আপনারা ঘরে থাকুন। দরজা বন্ধ রাখুন। এ মুহূর্তে বেশ কয়েকটি অবস্থানে অনুসন্ধান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।’

লুইস্টনের সব দোকানপাটও বন্ধ রাখারও আহ্বান জানিয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়, ‘রবার্ট কার্ড সম্পর্কে কেউ কোনো তথ্য জানলে বা পেয়ে থাকলে, অবশ্যই জানাবেন।’

মেইনের জননিরাপত্তা কমিশনার মাইক সাউসুক সংবাদ সম্মেলনে বলেন, রবার্ট কার্ডকে খুঁজে করতে আক্ষরিক অর্থেই মেইনের সর্বত্র চষে বেড়াচ্ছে শত শত পুলিশ।

মেইন স্টেট পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীর নাম রবার্ট আর. কার্ড। তার জন্ম ১৯৮৩ সালের ৪ এপ্রিল। তিনি মেরিন সেনা কর্মকর্তা ছিলেন; সম্প্রতি অবসর নিয়েছেন। পারিবারিক নির্যাতনের অভিযোগে রবার্ট কার্ড এর আগেও একবার গ্রেপ্তার হন। 

এখন তিনি মানসিক সমস্যায় ভুগছেন বলে জানায় পুলিশ। মানসিক রোগের চিকিৎসার জন্য এর আগে দুই সপ্তাহ হাসপাতালে ভর্তিও ছিলেন রবার্ট কার্ড। শ্রবণজনিত সমস্যাও আছে তাঁর। 

ফেসবুকে বন্দুকধারী রবার্ট কার্ডের একটি ছবি পোস্ট করেছে পুলিশ। সেখানে কার্ডের হাতে একটি সেমি-অটোমেটিক রাইফেল ছিল। সেই পোস্টে পুলিশ বলেছে, হাতে রাইফেল থাকায় তাকে বিপজ্জনক হিসেবে বিবেচনা করতে হবে। 

বন্দুক হামলার পর রবার্ট কার্ডকে সাদা রঙের সুবারু ব্র্যান্ডের একটি গাড়িতে দেখা গেছে। সেই ছবিটিই পুলিশ প্রকাশ করেছে।

স্থানীয় সময় গতকাল বুধবার সন্ধ্যার পর মেইনের লুইস্টন শহরের স্কিমেঞ্জিজ বার ও গ্রিল এবং স্পেয়ারটাইম রিক্রিয়েশন নামে বিনোদনকেন্দ্রে বন্দুক হাতে ঢুকে এলোপাতাড়ি গুলি শুরু করে এক ব্যক্তি। এতে নিহত হন ২২ জন এবং আহত হয়েছেন অন্তত ৫০ থেকে ৬০ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত