রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পঞ্চমবারের মতো অভিষেক ঘটেছে ভ্লাদিমির পুতিনের। আজ মঙ্গলবার তাঁর অভিষেক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মার্কিন তারকা অভিনেতা স্টিভেন সিগ্যাল। যুক্তরাজ্য-ভিত্তিক সংবাদমাধ্যম এক্সপ্রেস জানিয়েছে, দীর্ঘ একটি আলখাল্লা গায়ে চাপিয়ে মস্কোতে অবস্থিত রুশ প্রেসিডেন্টের সরকারি বাসভবন ক্রেমলিনে হাজির হয়েছিলেন হলিউড তারকা। এ সময় তাঁকে সুপরিচিত সানগ্লাস এবং বিখ্যাত শ্মশ্রুমণ্ডিত স্টাইলে দেখা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অভিষেক অনুষ্ঠানে পুতিনকে ‘পৃথিবীর সবচেয়ে মহৎ নেতা’ হিসেবে আখ্যা দেন ৭২ বছর বয়সী সিগ্যাল। তিনি মনে করেন, পুতিনের পঞ্চম মেয়াদেই পৃথিবী সবচেয়ে ভালো অবস্থায় থাকবে।
মার্কিন অভিনেতা সিগ্যাল ২০১৬ সালে রুশ নাগরিকত্ব গ্রহণ করেছিলেন। মার্শাল আর্টের সূত্র ধরেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর সখ্য। বিগত বছরগুলোতে তাঁরা দারুণ ভ্রাতৃত্বপূর্ণ সময় উপভোগ করেছেন।
গত বছর ইউক্রেনে রুশ হামলার পর রাশিয়ার প্রতি সমর্থনের জন্য পুতিনের কাছ থেকে ‘অর্ডার অব ফ্রেন্ডশিপ’ মেডেল পেয়েছিলেন সিগ্যাল। সেই সময় নিজেকে তিনি ‘এক মিলিয়ন শতাংশ রাশিয়ান’ হিসেবে বর্ণনা করেছিলেন।
সম্প্রতি ফক্স নিউজের কাছে রাশিয়া এবং ইউক্রেনকে একই পরিবারের দুই সদস্য হিসেবে আখ্যা দিয়েছিলেন তিনি। বলেছিলেন, ‘আমাদের বেশির ভাগেরই রাশিয়া এবং ইউক্রেনে পরিবার রয়েছে।’
যুক্তরাষ্ট্রের মিশিগানে জন্ম নেওয়া এই অভিনেতা অতীতে নিজের বাবাকে বিশুদ্ধ রাশিয়ান হিসেবে বর্ণনা করেছিলেন। তাঁর দাদা ছিলেন একজন রুশ ইহুদি অভিবাসী।
সিগ্যালের রুশ নাগরিকত্বের বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, ‘এটা তাঁর ইচ্ছায়ই হয়েছে। তিনি সত্যিই আবেদন করেছিলেন।’
দিমিত্রি আরও বলেছিলেন, ‘তিনি তাঁর নাগরিকত্ব গ্রহণের জন্য দীর্ঘদিন ধরে লেগে ছিলেন। আমাদের দেশের প্রতি উষ্ণ আবেগ প্রকাশের জন্য তিনি সুপরিচিত। এই দেশের কোনো গোপন বিষয় তিনি কখনোই বাইরে নিয়ে যাননি। আর তা ছাড়া অভিনেতা হিসেবে তিনি একজন বিখ্যাত মানুষ, এটা তো সবারই জানা।’
রুশ নাগরিকত্ব নিয়ে বর্তমানে মস্কোতে বসবাস করা এই অভিনেতা একবার বলেছিলেন, ‘রাশিয়ায় আমার অনেক আত্মীয়স্বজন আছে। আমি রাশিয়াকে ভালোবাসি। আমি এই দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি।’
রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পঞ্চমবারের মতো অভিষেক ঘটেছে ভ্লাদিমির পুতিনের। আজ মঙ্গলবার তাঁর অভিষেক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মার্কিন তারকা অভিনেতা স্টিভেন সিগ্যাল। যুক্তরাজ্য-ভিত্তিক সংবাদমাধ্যম এক্সপ্রেস জানিয়েছে, দীর্ঘ একটি আলখাল্লা গায়ে চাপিয়ে মস্কোতে অবস্থিত রুশ প্রেসিডেন্টের সরকারি বাসভবন ক্রেমলিনে হাজির হয়েছিলেন হলিউড তারকা। এ সময় তাঁকে সুপরিচিত সানগ্লাস এবং বিখ্যাত শ্মশ্রুমণ্ডিত স্টাইলে দেখা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অভিষেক অনুষ্ঠানে পুতিনকে ‘পৃথিবীর সবচেয়ে মহৎ নেতা’ হিসেবে আখ্যা দেন ৭২ বছর বয়সী সিগ্যাল। তিনি মনে করেন, পুতিনের পঞ্চম মেয়াদেই পৃথিবী সবচেয়ে ভালো অবস্থায় থাকবে।
মার্কিন অভিনেতা সিগ্যাল ২০১৬ সালে রুশ নাগরিকত্ব গ্রহণ করেছিলেন। মার্শাল আর্টের সূত্র ধরেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর সখ্য। বিগত বছরগুলোতে তাঁরা দারুণ ভ্রাতৃত্বপূর্ণ সময় উপভোগ করেছেন।
গত বছর ইউক্রেনে রুশ হামলার পর রাশিয়ার প্রতি সমর্থনের জন্য পুতিনের কাছ থেকে ‘অর্ডার অব ফ্রেন্ডশিপ’ মেডেল পেয়েছিলেন সিগ্যাল। সেই সময় নিজেকে তিনি ‘এক মিলিয়ন শতাংশ রাশিয়ান’ হিসেবে বর্ণনা করেছিলেন।
সম্প্রতি ফক্স নিউজের কাছে রাশিয়া এবং ইউক্রেনকে একই পরিবারের দুই সদস্য হিসেবে আখ্যা দিয়েছিলেন তিনি। বলেছিলেন, ‘আমাদের বেশির ভাগেরই রাশিয়া এবং ইউক্রেনে পরিবার রয়েছে।’
যুক্তরাষ্ট্রের মিশিগানে জন্ম নেওয়া এই অভিনেতা অতীতে নিজের বাবাকে বিশুদ্ধ রাশিয়ান হিসেবে বর্ণনা করেছিলেন। তাঁর দাদা ছিলেন একজন রুশ ইহুদি অভিবাসী।
সিগ্যালের রুশ নাগরিকত্বের বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, ‘এটা তাঁর ইচ্ছায়ই হয়েছে। তিনি সত্যিই আবেদন করেছিলেন।’
দিমিত্রি আরও বলেছিলেন, ‘তিনি তাঁর নাগরিকত্ব গ্রহণের জন্য দীর্ঘদিন ধরে লেগে ছিলেন। আমাদের দেশের প্রতি উষ্ণ আবেগ প্রকাশের জন্য তিনি সুপরিচিত। এই দেশের কোনো গোপন বিষয় তিনি কখনোই বাইরে নিয়ে যাননি। আর তা ছাড়া অভিনেতা হিসেবে তিনি একজন বিখ্যাত মানুষ, এটা তো সবারই জানা।’
রুশ নাগরিকত্ব নিয়ে বর্তমানে মস্কোতে বসবাস করা এই অভিনেতা একবার বলেছিলেন, ‘রাশিয়ায় আমার অনেক আত্মীয়স্বজন আছে। আমি রাশিয়াকে ভালোবাসি। আমি এই দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি।’
পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
২ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
২ ঘণ্টা আগেভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে বলেছেন, ‘এই হত্যাকাণ্ড অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের পদ্ধতিগত নিপীড়নের অংশ। আগের ঘটনাগুলোর অপরাধীরা শাস্তি ছাড়াই ঘুরে বেড়াচ্ছে।’
৫ ঘণ্টা আগেইসরায়েলের কর্মকর্তারা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার অঙ্গীকার করেছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে যেকোনো আলোচনায় তাদের ‘পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ভেঙে ফেলতে হবে।’ আর এ জন্য প্রয়োজনে ইসরায়েল ইরানের পারমাণবিক সীমিত পরিসরে হামলাও চালাতে পারে।
৫ ঘণ্টা আগে