ঢাকা: চলতি মাসেই বিচ্ছেদের ঘোষণা দেন সফটওয়্যার জায়ান্ট বিল গেটস এবং তাঁর স্ত্রী মেলিন্ডা। তখন দুজনই বলেছিলেন, তাদের দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে এই বিচ্ছেদের কোনো প্রভাব পড়বে না।
তবে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ডিভোর্সের ঘোষণা দেওয়ার এক মাস না পেরোতেই ফাউন্ডেশনের কাঠামোতে পরিবর্তন আনার বিষয়ে আলোচনা করছেন বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস।
গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ফাউন্ডেশনের জন্য একটি নতুন পর্ষদ গঠন ও সেখানে বাইরের পরিচালক অন্তর্ভুক্ত করার বিষয়ে বিল এবং মেলিন্ডা আলোচনা করছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, মূলত মেলিন্ডাই এই আলোচনার উদ্যোগ নিয়েছেন। বিচ্ছেদের পরও যাতে ফাউন্ডেশনের কাজের গতি ও স্থিতিশীলতা বজায় থাকে সে উদ্দেশ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা বিশ্বের বৃহত্তম দাতব্য সংস্থাগুলোর মধ্যে অন্যতম বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। ২৭ বছর আগে বিল গেটস ও মেলিন্ডা গেটস দম্পতি গড়ে তোলেন সংস্থাটি।
জানা গেছে, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ট্রাস্টি হিসেবে বর্তমানে তিনজন রয়েছেন। তাঁরা হলেন-বিল গেটস, মেলিন্ডা গেটস এবং মার্কিন বিলিয়নেয়ার বিনিয়োগকারী ওয়ারেন বাফেট। বাফেট গত ১৫ বছরে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে ২৭ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছেন।
গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক সুজমান বলেছেন, কর্মীদের সঙ্গে দাতা সংস্থার দীর্ঘস্থায়ী সম্পর্ক নিশ্চিতে আলোচনা চালিয়ে যাচ্ছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার একটি বিবৃতিতে সুজমান বলেন, বিল, মেলিন্ডা এবং ওয়ারেনের সঙ্গে আমি আলোচনা চালিয়ে যাচ্ছি। তবে আলোচনায় এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
ঢাকা: চলতি মাসেই বিচ্ছেদের ঘোষণা দেন সফটওয়্যার জায়ান্ট বিল গেটস এবং তাঁর স্ত্রী মেলিন্ডা। তখন দুজনই বলেছিলেন, তাদের দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে এই বিচ্ছেদের কোনো প্রভাব পড়বে না।
তবে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ডিভোর্সের ঘোষণা দেওয়ার এক মাস না পেরোতেই ফাউন্ডেশনের কাঠামোতে পরিবর্তন আনার বিষয়ে আলোচনা করছেন বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস।
গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ফাউন্ডেশনের জন্য একটি নতুন পর্ষদ গঠন ও সেখানে বাইরের পরিচালক অন্তর্ভুক্ত করার বিষয়ে বিল এবং মেলিন্ডা আলোচনা করছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, মূলত মেলিন্ডাই এই আলোচনার উদ্যোগ নিয়েছেন। বিচ্ছেদের পরও যাতে ফাউন্ডেশনের কাজের গতি ও স্থিতিশীলতা বজায় থাকে সে উদ্দেশ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা বিশ্বের বৃহত্তম দাতব্য সংস্থাগুলোর মধ্যে অন্যতম বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। ২৭ বছর আগে বিল গেটস ও মেলিন্ডা গেটস দম্পতি গড়ে তোলেন সংস্থাটি।
জানা গেছে, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ট্রাস্টি হিসেবে বর্তমানে তিনজন রয়েছেন। তাঁরা হলেন-বিল গেটস, মেলিন্ডা গেটস এবং মার্কিন বিলিয়নেয়ার বিনিয়োগকারী ওয়ারেন বাফেট। বাফেট গত ১৫ বছরে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে ২৭ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছেন।
গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক সুজমান বলেছেন, কর্মীদের সঙ্গে দাতা সংস্থার দীর্ঘস্থায়ী সম্পর্ক নিশ্চিতে আলোচনা চালিয়ে যাচ্ছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার একটি বিবৃতিতে সুজমান বলেন, বিল, মেলিন্ডা এবং ওয়ারেনের সঙ্গে আমি আলোচনা চালিয়ে যাচ্ছি। তবে আলোচনায় এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
আনোয়ার ইব্রাহিম একটি সংস্কারবাদী স্লোগান নিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং দেশের ভঙ্গুর রাজনৈতিক ব্যবস্থায় দুর্নীতি ও স্বজনপ্রীতি মোকাবিলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে অনেকের দাবি, তিনি এসব প্রতিশ্রুতির কোনোটাও পূরণ করতে পারেননি।
১১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে চার দিনের ব্যক্তিগত সফরে স্কটল্যান্ডে অবস্থান করছেন। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাতে প্রেসউইক বিমানবন্দরে পৌঁছানোর পর থেকে তাঁকে ঘিরে দেশটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
১১ ঘণ্টা আগেঅঞ্জলী শীল জানিয়েছেন, তাঁর বাবা, ভাই, মামা—সবাই আসামে বাস করেন এবং তাঁরা সেখানকার ভূমিপুত্র। তাঁদের কাছে কোনো চিঠি না এসে একমাত্র তাঁর কাছেই কেন চিঠি এল, তা নিয়েও উঠেছে প্রশ্ন।
১৩ ঘণ্টা আগেভারতের অন্যতম ধনী ব্যবসায়ী সোনা কমস্টারের প্রয়াত নির্বাহী সঞ্জয় কাপুর মারা যাওয়ার পর তাঁর মা রানী কাপুর অভিযোগ করেছেন, তাঁকে একঘরে আটকে রেখে জোর করে কাগজপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে। তিনি দাবি করেছেন, তাঁর পুত্রবধূ প্রিয়া সাচদেব কাপুরসহ কিছু ব্যক্তি সোনা গ্রুপের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য এসব করেছেন। তিনি
১৪ ঘণ্টা আগে