Ajker Patrika

মেলানিয়া ট্রাম্পের হ্যাটের নিলামে ক্রেতার খরা

আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১৮: ২২
মেলানিয়া ট্রাম্পের হ্যাটের নিলামে ক্রেতার খরা

সাবেক মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের ব্যবহৃত তিনটি জিনিস আড়াই লাখ ডলার ভিত্তিমূল্য ধরে নিলামে তোলা হয়েছিল। তবে মাত্র পাঁচজন ক্রেতা আগ্রহ দেখিয়েছেন। স্থানীয় সময় গত বুধবার এই নিলাম শেষ হয়। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, মেলানিয়া ট্রাম্পের ব্যবহৃত জিনিসগুলোর মধ্যে ছিল একটি হ্যাট, যেটি তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে সাক্ষাতের সময় পরেছিলেন। এর সঙ্গে ছিল মেলানিয়ার ওই হ্যাট পরা একটি চিত্রকর্ম এবং ওই চিত্রকর্মের একটি এনএফটি টোকেন। 

এই নিলামে অংশ নেওয়ার জন্য একজন ক্রেতার কাছে কমপক্ষে ১ হাজার ৮০০ সোলানা টোকেন থাকা বাধ্যতামূলক করা হয়। সোলানা টোকেন একটি ক্রিপ্টোকারেন্সি। এর মাধ্যমে পণ্যগুলোর দাম পরিশোধ করতে হবে বলে জানান মেলানিয়া ট্রাম্প। 

তবে মেলানিয়া গত মাসে এই নিলামের বিষয়ে ঘোষণা দেওয়ার পরই ক্রিপ্টো বাজারে মন্দা দেখা দেয়। এর ফলে সোলানা টোকেনের দামও কমে যায়। আর এ কারণে কোনো ক্রেতার ডাকই আড়াই লাখ ডলারের ভিত্তিমূল্যে পৌঁছায়নি। 

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, জানুয়ারির শুরুতে এক সোলানা ১৭০ ডলারে বিক্রি হতো। তবে গত বুধবার এক সোলানার দাম ছিল ৯৫ ডলার। 

নিলামে ওঠা মেলানিয়া ট্রাম্পের হ্যাটটির ডিজাইন করেছিল মার্কিন বংশোদ্ভূত ফ্রান্সের নাগরিক হার্ভে পিয়ের। বার্তা সংস্থা এএফপি বলছে, ২০১৮ সালে ফ্রান্স সফরের সময় এটি পরেছিলেন মেলানিয়া। 

মেলানিয়ার চিত্রকর্মটি এঁকেছিলেন ফরাসি শিল্পী মার্ক-আতোঁইন কুলন। 

মেলানিয়া ট্রাম্প বলেছিলেন, নিলামের কিছু টাকা তিনি দাতব্য প্রতিষ্ঠানে দেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত