মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস যদি আবারও বিয়ে করেন তবে তিনি স্ত্রী হিসেবে মেলিন্ডাকেই বেছে নেবেন। রোববার লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিল গেটস এই কথা বলেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বিল গেটস বলেছেন, তাঁর প্রাক্তন স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের সঙ্গে তাঁর দাম্পত্য জীবন ছিল দুর্দান্ত এবং আবারও যদি বিয়ে করতে হয় তবে তিনি মেলিন্ডাকেই বেছে নেবেন।
সানডে টাইমসকে দেওয়া ওই সাক্ষাৎকারে, বিল গেটস বিগত দুই বছরকে ‘বেশ নাটকীয়’ হিসেবে আখ্যা দিয়েছেন। তবে বলেছেন, কোভিড-১৯ মহামারি, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের এবং তাঁর সন্তানদের চলে যাওয়া বিগত দুই বছরের সবচেয়ে ‘অদ্ভুত বিষয়’। বিল গেটস তাঁর প্রাক্তন স্ত্রীর সঙ্গে তাঁর বর্তমান সম্পর্ক এবং বিয়ে বিচ্ছেদের তিনি কেমন অনুভব করছেন সে সম্পর্কে খোলামেলা কথা বলেছেন সাক্ষাৎকারে।
বিল গেটস বলেছেন, প্রত্যেকটি বিয়েই ‘একটি পরিবর্তনের মধ্য দিয়ে যায়’। বিশেষ করে যখন সন্তানেরা বড় হয়ে পরিবার ছেড়ে চলে যায়। বিল গেটস তাঁর জীবনে বিচ্ছেদকেই সেই পরিবর্তন বলে আখ্যা দিয়েছেন। বিয়ে শেষ পর্যন্ত না টিকলেও বিল গেটসের চোখে তাদের বিয়ে একটি ‘মহান বন্ধন’ ছিল।
মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসকে তিনি আবার বিয়ে করবেন কিনা এমন প্রশ্নের জবাবে বিল গেটস বলেন, ‘আমি আবার বিয়ে করলে মেলিন্ডাকেই করব। তবে ভবিষ্যতে আমার এমন কোনো পরিকল্পনা নেই।’
কেন তাদের বিয়ে বিচ্ছেদ হয়েছিল এমন প্রশ্নের জবাবে বিল গেটস বেশ স্বাভাবিকভাবেই বলেন, বিয়ে এত জটিল যে এর মধ্যে কারণ অনুসন্ধান করা যৌক্তিক নয়।
এর আগে, প্রায় ৩০ বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি টেনে এই দম্পতি ২০২১ সালের মে মাসে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন।
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস যদি আবারও বিয়ে করেন তবে তিনি স্ত্রী হিসেবে মেলিন্ডাকেই বেছে নেবেন। রোববার লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিল গেটস এই কথা বলেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বিল গেটস বলেছেন, তাঁর প্রাক্তন স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের সঙ্গে তাঁর দাম্পত্য জীবন ছিল দুর্দান্ত এবং আবারও যদি বিয়ে করতে হয় তবে তিনি মেলিন্ডাকেই বেছে নেবেন।
সানডে টাইমসকে দেওয়া ওই সাক্ষাৎকারে, বিল গেটস বিগত দুই বছরকে ‘বেশ নাটকীয়’ হিসেবে আখ্যা দিয়েছেন। তবে বলেছেন, কোভিড-১৯ মহামারি, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের এবং তাঁর সন্তানদের চলে যাওয়া বিগত দুই বছরের সবচেয়ে ‘অদ্ভুত বিষয়’। বিল গেটস তাঁর প্রাক্তন স্ত্রীর সঙ্গে তাঁর বর্তমান সম্পর্ক এবং বিয়ে বিচ্ছেদের তিনি কেমন অনুভব করছেন সে সম্পর্কে খোলামেলা কথা বলেছেন সাক্ষাৎকারে।
বিল গেটস বলেছেন, প্রত্যেকটি বিয়েই ‘একটি পরিবর্তনের মধ্য দিয়ে যায়’। বিশেষ করে যখন সন্তানেরা বড় হয়ে পরিবার ছেড়ে চলে যায়। বিল গেটস তাঁর জীবনে বিচ্ছেদকেই সেই পরিবর্তন বলে আখ্যা দিয়েছেন। বিয়ে শেষ পর্যন্ত না টিকলেও বিল গেটসের চোখে তাদের বিয়ে একটি ‘মহান বন্ধন’ ছিল।
মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসকে তিনি আবার বিয়ে করবেন কিনা এমন প্রশ্নের জবাবে বিল গেটস বলেন, ‘আমি আবার বিয়ে করলে মেলিন্ডাকেই করব। তবে ভবিষ্যতে আমার এমন কোনো পরিকল্পনা নেই।’
কেন তাদের বিয়ে বিচ্ছেদ হয়েছিল এমন প্রশ্নের জবাবে বিল গেটস বেশ স্বাভাবিকভাবেই বলেন, বিয়ে এত জটিল যে এর মধ্যে কারণ অনুসন্ধান করা যৌক্তিক নয়।
এর আগে, প্রায় ৩০ বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি টেনে এই দম্পতি ২০২১ সালের মে মাসে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন।
দখলদার ইসরায়েল চলতি বছরের মার্চ থেকে গাজায় আক্ষরিক অর্থেই ত্রাণ প্রবেশ বন্ধ করে রেখেছে। ইসরায়েলের এই অমানবিক কর্মকাণ্ডের কারণে অঞ্চলটিতে ক্ষুধা-অনাহার থাকা মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। এরই মধ্যে অনাহার-অপুষ্টিতে অনেকেই মারা গেছে। এই অবস্থায় গাজায় ত্রাণ সহায়তা নিয়ে প্রবেশের জন্য ৬ হাজারের বেশি...
১ সেকেন্ড আগেআনোয়ার ইব্রাহিম একটি সংস্কারবাদী স্লোগান নিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং দেশের ভঙ্গুর রাজনৈতিক ব্যবস্থায় দুর্নীতি ও স্বজনপ্রীতি মোকাবিলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে অনেকের দাবি, তিনি এসব প্রতিশ্রুতির কোনোটাও পূরণ করতে পারেননি।
১২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে চার দিনের ব্যক্তিগত সফরে স্কটল্যান্ডে অবস্থান করছেন। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাতে প্রেসউইক বিমানবন্দরে পৌঁছানোর পর থেকে তাঁকে ঘিরে দেশটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
১২ ঘণ্টা আগেঅঞ্জলী শীল জানিয়েছেন, তাঁর বাবা, ভাই, মামা—সবাই আসামে বাস করেন এবং তাঁরা সেখানকার ভূমিপুত্র। তাঁদের কাছে কোনো চিঠি না এসে একমাত্র তাঁর কাছেই কেন চিঠি এল, তা নিয়েও উঠেছে প্রশ্ন।
১৪ ঘণ্টা আগে