Ajker Patrika

কোভিড আক্রান্ত জো বাইডেন

অনলাইন ডেস্ক
কোভিড আক্রান্ত জো বাইডেন

কোভিড আক্রান্ত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, কোভিড–১৯ এর বেশ কিছু মৃদু লক্ষণ দেখা দিয়েছে তাঁর মধ্যে। কোভিড আক্রান্ত হলেও তাঁর দায়িত্ব নিয়মিতই পালন করবেন তিন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকালে মার্কিন প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়ের এক বিবৃতিতে বাইডেনের আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট কোভিড–১৯ আক্রান্ত বিষয়টি জানার পর থেকে তাঁর পরিবারের সকল সদস্য, তাঁর সকল কর্মকর্তা–কর্মচারীদের থেকে নিজেকে আলাদা করে নিয়েছেন।

বাইডেনের ব্যক্তিগত চিকিৎসক কেভিন ও কনর পিসিআর টেস্টের মাধ্যমে প্রেসিডেন্টের কোভিড আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হন। পরে তা প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরেকে জানানো হয়। কোভিডের লক্ষণ হিসেবে বাইডেনের নাক দিয়ে পানি পড়া, ক্লান্তি অনুভব করা, মাঝে মাঝে শুকনো কাশি হওয়ার মতো লক্ষণগুলো দেখা দিয়েছে। 

কোভিড–১৯ এর চিকিৎসা হিসেবে প্রেসিডেন্ট বাইডেন প্যাক্সলোভিড গ্রহণ করছেন বলে জানানো হয়েছে হোয়াইট হাউসের পক্ষ থেকে। এই ওষুধটি যুক্তরাষ্ট্রের খাদ্য এবং ওষুধ প্রশাসন কর্তৃক ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য নির্দেশিত। বাইডেনের বয়স ৭৯ বছর। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

বগুড়ায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত