Ajker Patrika

তেলের জন্য সৌদি ও ভেনেজুয়েলার সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র

তেলের জন্য সৌদি ও ভেনেজুয়েলার সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র

তেল উৎপাদন বাড়ানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি আরব ও ভেনেজুয়েলা সফরের চিন্তা-ভাবনা করছেন বলে জানা গেছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেনের সফরটি এখনই নয়, আসন্ন বসন্তে অনুষ্ঠিত হবে। কারণ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে হোয়াইট হাউস এখন একটি বৈশ্বিক সংকট মোকাবিলা করছে। 

হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেছেন, এ ধরনের কোনো সফরের কথা এখনো ঘোষণা করা হয়নি। কেবলই অনুমাননির্ভর খবর এটি। 

এদিকে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার কর্মকর্তারা তেল নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে আলোচনা করেছেন। রাশিয়ার তেলের পরিবর্তে ভেনেজুয়েলার তেল আমদানি করা যেতে পারে বলে পরামর্শ দিয়েছেন মার্কিন আইন প্রণেতাদের একটি দল।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র এখনো অশোধিত তেল এবং পেট্রোলিয়াম পণ্য আমদানির ক্ষেত্রে ১০ শতাংশ রাশিয়ার ওপর নির্ভরশীল। 

গতকাল রোববার যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসি একটি বিবৃতিতে বলেছেন যে মার্কিন আইন প্রণেতারা রাশিয়াকে বিচ্ছিন্ন করার জন্য ‘শক্তিশালী আইন’ খুঁজছেন, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রে রাশিয়ার তেল ও জ্বালানি পণ্যের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত