অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক শুল্ক ঘোষণার পর বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। গত বুধবার রোজ গার্ডেনে আমদানির ওপর ‘রিসিপ্রোক্যাল ট্যারিফ’ বা পারস্পরিক শুল্ক ঘোষণা করেন ট্রাম্প। এরপরেই বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগে। অনেক দেশ ট্রাম্পের এই ঘোষণার পর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। যেমন চীন ৩৪ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে। এ ছাড়া বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধ ও মন্দার আশঙ্কা দেখা দিয়েছে।
তবে এই যুদ্ধের দামামার মধ্যে আশার আলো দেখা যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন জাতীয় অর্থনৈতিক পরিষদের পরিচালক কেভিন হ্যাসেট। তিনি জানিয়েছেন, ৫০টির বেশি দেশ ইতিমধ্যে হোয়াইট হাউসের সঙ্গে বাণিজ্য আলোচনায় বসতে যোগাযোগ করেছে।
আজ রোববার (স্থানীয় সময়) এবিসি নিউজের ‘দিস উইক’ নামের একটি অনুষ্ঠানে কেভিন হ্যাসেট বলেন, ট্রাম্পের শুল্কনীতি আর্থিক বাজারে ধস নামানোর জন্য বা যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের ওপর সুদের হার কমানোর চাপ সৃষ্টির কৌশল নয়। তিনি জোর দিয়ে বলেন, কেন্দ্রীয় ব্যাংকের ওপর কোনো ‘রাজনৈতিক চাপ’ থাকবে না। তবে গত শুক্রবার ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে তিনি ইঙ্গিত দেন, শুল্কের মাধ্যমে শেয়ারবাজারে ধাক্কা দিয়ে সুদের হার কমানোর চেষ্টা করা হচ্ছে।
এদিকে, এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ নামে আরেকটি অনুষ্ঠানে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট শেয়ারবাজারের পতনকে তেমন গুরুত্ব না দিয়ে বলেন, ‘শুল্কের কারণে মন্দার আশঙ্কা করার কোনো কারণ নেই।’ তিনি গত শুক্রবার প্রকাশিত চাকরির তথ্যের উল্লেখ করে বলেন, ‘চাকরির সংখ্যা প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে। এর থেকে বোঝা যায়, আমরা এগিয়ে যাচ্ছি।’
এবিসি নিউজের টক শোতে ট্রাম্পের আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন। তাঁরাও এই শুল্ককে বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের সুবিধাজনক অবস্থান পুনঃপ্রতিষ্ঠার কৌশল হিসেবে তুলে ধরার চেষ্টা করেন। তাঁরা অর্থনৈতিক অস্থিরতাকেও স্বল্পমেয়াদি প্রভাব হিসেবে বর্ণনা করেন।
এদিকে শুল্ক ঘোষণার পর গত দুই দিনে মার্কিন শেয়ারবাজার প্রায় ১০ শতাংশ পড়ে গেছে, যা গত পাঁচ বছরে কোভিড-১৯ সংকটের পর সবচেয়ে খারাপ সপ্তাহ হিসেবে বিবেচিত হচ্ছে। বাজার বিশ্লেষকেরা এই পতনের জন্য ট্রাম্পের আক্রমণাত্মক শুল্কনীতিকে দায়ী করছেন। অধিকাংশ অর্থনীতিবিদ এবং সাবেক ফেডারেল রিজার্ভের প্রধান মনে করেন, এটি মূল্যস্ফীতি বাড়াতে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষতি করতে পারে।
তবে অর্থনীতিবিদদের ধারণার বিপরীতে কেভিন হ্যাসেট দাবি করেছেন, শুল্কের ফলে গ্রাহকদের ওপর বড় ধরনের প্রভাব পড়বে না। কারণ, রপ্তানিকারকেরা দাম কমিয়ে দেবেন। ট্রেজারি সেক্রেটারি বেসেন্টও বলেন, শক্তিশালী চাকরির প্রবৃদ্ধির কারণে মন্দার আশঙ্কা নেই। তবে বিনিয়োগকারীরা আগামী সপ্তাহে শুল্কের প্রভাব কেমন হবে, তা নিয়ে উদ্বিগ্ন রয়েছেন।
এদিকে ৫০টি দেশের মধ্যে প্রথম প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য প্রস্তাব দিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে। রোববার তিনি শূন্য শুল্কে বাণিজ্যের জন্য আলোচনার প্রস্তাব দেন। ট্রাম্পের শুল্ক ঘোষণার পর তিনিই প্রথম কোনো দেশের সরকার, যিনি পাল্টা শুল্ক না দিয়ে বাণিজ্য বাধা দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক শুল্ক ঘোষণার পর বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। গত বুধবার রোজ গার্ডেনে আমদানির ওপর ‘রিসিপ্রোক্যাল ট্যারিফ’ বা পারস্পরিক শুল্ক ঘোষণা করেন ট্রাম্প। এরপরেই বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগে। অনেক দেশ ট্রাম্পের এই ঘোষণার পর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। যেমন চীন ৩৪ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে। এ ছাড়া বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধ ও মন্দার আশঙ্কা দেখা দিয়েছে।
তবে এই যুদ্ধের দামামার মধ্যে আশার আলো দেখা যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন জাতীয় অর্থনৈতিক পরিষদের পরিচালক কেভিন হ্যাসেট। তিনি জানিয়েছেন, ৫০টির বেশি দেশ ইতিমধ্যে হোয়াইট হাউসের সঙ্গে বাণিজ্য আলোচনায় বসতে যোগাযোগ করেছে।
আজ রোববার (স্থানীয় সময়) এবিসি নিউজের ‘দিস উইক’ নামের একটি অনুষ্ঠানে কেভিন হ্যাসেট বলেন, ট্রাম্পের শুল্কনীতি আর্থিক বাজারে ধস নামানোর জন্য বা যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের ওপর সুদের হার কমানোর চাপ সৃষ্টির কৌশল নয়। তিনি জোর দিয়ে বলেন, কেন্দ্রীয় ব্যাংকের ওপর কোনো ‘রাজনৈতিক চাপ’ থাকবে না। তবে গত শুক্রবার ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে তিনি ইঙ্গিত দেন, শুল্কের মাধ্যমে শেয়ারবাজারে ধাক্কা দিয়ে সুদের হার কমানোর চেষ্টা করা হচ্ছে।
এদিকে, এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ নামে আরেকটি অনুষ্ঠানে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট শেয়ারবাজারের পতনকে তেমন গুরুত্ব না দিয়ে বলেন, ‘শুল্কের কারণে মন্দার আশঙ্কা করার কোনো কারণ নেই।’ তিনি গত শুক্রবার প্রকাশিত চাকরির তথ্যের উল্লেখ করে বলেন, ‘চাকরির সংখ্যা প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে। এর থেকে বোঝা যায়, আমরা এগিয়ে যাচ্ছি।’
এবিসি নিউজের টক শোতে ট্রাম্পের আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন। তাঁরাও এই শুল্ককে বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের সুবিধাজনক অবস্থান পুনঃপ্রতিষ্ঠার কৌশল হিসেবে তুলে ধরার চেষ্টা করেন। তাঁরা অর্থনৈতিক অস্থিরতাকেও স্বল্পমেয়াদি প্রভাব হিসেবে বর্ণনা করেন।
এদিকে শুল্ক ঘোষণার পর গত দুই দিনে মার্কিন শেয়ারবাজার প্রায় ১০ শতাংশ পড়ে গেছে, যা গত পাঁচ বছরে কোভিড-১৯ সংকটের পর সবচেয়ে খারাপ সপ্তাহ হিসেবে বিবেচিত হচ্ছে। বাজার বিশ্লেষকেরা এই পতনের জন্য ট্রাম্পের আক্রমণাত্মক শুল্কনীতিকে দায়ী করছেন। অধিকাংশ অর্থনীতিবিদ এবং সাবেক ফেডারেল রিজার্ভের প্রধান মনে করেন, এটি মূল্যস্ফীতি বাড়াতে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষতি করতে পারে।
তবে অর্থনীতিবিদদের ধারণার বিপরীতে কেভিন হ্যাসেট দাবি করেছেন, শুল্কের ফলে গ্রাহকদের ওপর বড় ধরনের প্রভাব পড়বে না। কারণ, রপ্তানিকারকেরা দাম কমিয়ে দেবেন। ট্রেজারি সেক্রেটারি বেসেন্টও বলেন, শক্তিশালী চাকরির প্রবৃদ্ধির কারণে মন্দার আশঙ্কা নেই। তবে বিনিয়োগকারীরা আগামী সপ্তাহে শুল্কের প্রভাব কেমন হবে, তা নিয়ে উদ্বিগ্ন রয়েছেন।
এদিকে ৫০টি দেশের মধ্যে প্রথম প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য প্রস্তাব দিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে। রোববার তিনি শূন্য শুল্কে বাণিজ্যের জন্য আলোচনার প্রস্তাব দেন। ট্রাম্পের শুল্ক ঘোষণার পর তিনিই প্রথম কোনো দেশের সরকার, যিনি পাল্টা শুল্ক না দিয়ে বাণিজ্য বাধা দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতির তীব্র সমালোচনা করেছেন ইলন মাস্ক। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক এ নিয়ে কড়া মন্তব্য করেছেন। এ ঘটনার পর শুল্কনীতি নিয়ে ট্রাম্প শিবিরে গৃহদাহের ইঙ্গিত পাচ্ছেন অনেকে।
৩২ মিনিট আগেচীনের একটি নার্সিং হোমের বয়স্কদের অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডে ২০ জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ কারণ অনুসন্ধানের জন্য নার্সিং হোমটির মালিককে আটক করেছে। আজ বুধবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে, গতকাল মঙ্গলবার উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশের...
১ ঘণ্টা আগেআদালতের হস্তক্ষেপে হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেল মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস–এপি। গতকাল মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এপির প্রবেশিকার পুনর্বহালের নির্দেশ দিয়েছেন একটি জেলা আদালত।
২ ঘণ্টা আগেউত্তর আমেরিকার ক্যারিবীয় অঞ্চলের দেশ ডমিনিকান রিপাবলিকে নাইট ক্লাবের ছাদ ধসে ৭৯ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও দেড় শতাধিক। গতকাল মঙ্গলবার দেশটির রাজধানী সান্তো দমিঙ্গোতে স্থানীয় সময় মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন প্রাদেশিক গভর্নর এবং মেজর লিগ বেসবলের সাবেক পিচার অক্তাভিও দোতেল।
৩ ঘণ্টা আগে