অনলাইন ডেস্ক
আশরাফ গনির সরকারকে হটিয়ে গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান। তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি অনুযায়ী আগামী ৩১ আগস্টের মধ্যে অবশ্যই যুক্তরাষ্ট্রকে আফগানিস্তানের ভূখণ্ড ছাড়তে হবে।
আফগানিস্তান ছাড়া নিয়ে মিত্র ও তালেবান উভমুখী চাপে রয়েছে যুক্তরাষ্ট্র। একদিকে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো ৩১ আগস্টের যে সময়সীমা সেটি বাড়াতে চাপ দিচ্ছে। অন্যদিকে তালেবান বলছে, নির্ধারিত সময়সীমার মধ্যেই আফগানিস্তান ছাড়তে হবে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অবশ্য ৩১ আগস্টের মধ্যেই আফগানিস্তান ছাড়ার বিষয়ে বদ্ধ পরিকর। আফগানিস্তান ছাড়ার সকল চেষ্টাই তিনি চালিয়ে যাচ্ছেন। আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন করতে যুক্তরাষ্ট্র জোর গতিতে কাজ করছে বলে তিনি জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বুধবার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
হোয়াইট হাউসে মঙ্গলবার (২৪ আগস্ট) জো বাইডেন বলেন, ‘যত দ্রুত আফগানিস্তান ত্যাগ করা যায় ততই ভালো।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে কিছু মার্কিন সেনাকে সরিয়ে আনা হয়েছে। গত নয় দিন আগে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ৭০ হাজার ৭০০ জনকে উড়োজাহাজে করে সরিয়ে নেওয়া হয়েছে।
জো বাইডেন বলেন, ‘আমাদের লোকদের কাবুল থেকে বের করে নিয়ে আসতে তালেবান বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।’ তিনি আরও বলেন, ‘তালেবানের কর্মকাণ্ডের মাধ্যমেই আন্তর্জাতিক সম্প্রদায় তাঁদের মূল্যায়ন করবে।’
বাইডেন জানান, কাবুল থেকে মানুষকে সরিয়ে আনার কাজ শিগগিরই শেষ হবে। আফগানিস্তানে আইএসের হুমকি ক্রমেই বাড়ছে বলে সতর্ক করেন তিনি।
আশরাফ গনির সরকারকে হটিয়ে গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান। তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি অনুযায়ী আগামী ৩১ আগস্টের মধ্যে অবশ্যই যুক্তরাষ্ট্রকে আফগানিস্তানের ভূখণ্ড ছাড়তে হবে।
আফগানিস্তান ছাড়া নিয়ে মিত্র ও তালেবান উভমুখী চাপে রয়েছে যুক্তরাষ্ট্র। একদিকে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো ৩১ আগস্টের যে সময়সীমা সেটি বাড়াতে চাপ দিচ্ছে। অন্যদিকে তালেবান বলছে, নির্ধারিত সময়সীমার মধ্যেই আফগানিস্তান ছাড়তে হবে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অবশ্য ৩১ আগস্টের মধ্যেই আফগানিস্তান ছাড়ার বিষয়ে বদ্ধ পরিকর। আফগানিস্তান ছাড়ার সকল চেষ্টাই তিনি চালিয়ে যাচ্ছেন। আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন করতে যুক্তরাষ্ট্র জোর গতিতে কাজ করছে বলে তিনি জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বুধবার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
হোয়াইট হাউসে মঙ্গলবার (২৪ আগস্ট) জো বাইডেন বলেন, ‘যত দ্রুত আফগানিস্তান ত্যাগ করা যায় ততই ভালো।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে কিছু মার্কিন সেনাকে সরিয়ে আনা হয়েছে। গত নয় দিন আগে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ৭০ হাজার ৭০০ জনকে উড়োজাহাজে করে সরিয়ে নেওয়া হয়েছে।
জো বাইডেন বলেন, ‘আমাদের লোকদের কাবুল থেকে বের করে নিয়ে আসতে তালেবান বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।’ তিনি আরও বলেন, ‘তালেবানের কর্মকাণ্ডের মাধ্যমেই আন্তর্জাতিক সম্প্রদায় তাঁদের মূল্যায়ন করবে।’
বাইডেন জানান, কাবুল থেকে মানুষকে সরিয়ে আনার কাজ শিগগিরই শেষ হবে। আফগানিস্তানে আইএসের হুমকি ক্রমেই বাড়ছে বলে সতর্ক করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্টের একের পর এক বেপরোয়া সিদ্ধান্তে ব্যাপক ক্ষুব্ধ কানাডার মানুষ। এবার প্রতিবাদ জানাতে রাজপথে নেমেছে বিশ্বজুড়ে ‘বিনয়ী’ হিসেবে পরিচিত এই জাতি। ‘এলবোজ আপ’ শীর্ষক বিশেষ র্যালির মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা।
১ ঘণ্টা আগেগতকাল শনিবারই গ্যাংটির বিরুদ্ধে নানা অপরাধের অভিযোগ এনে তাদের বহিষ্কারের ঘোষণা দেয় হোয়াইট হাউস। ত্রেন দে আরাগুয়া নামের গ্যাংটি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘গোপনযুদ্ধ’ চালাচ্ছে বলে দাবি করছে ট্রাম্প প্রশাসন। তাদের ভাষ্য, গ্যাংটি দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে।
২ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশের পর গতকাল শনিবার ভয়েস অব আমেরিকার (VOA) ১ হাজার ৩০০–এর বেশি কর্মীকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। পাশাপাশি দুটি মার্কিন সংবাদ সংস্থার তহবিল বন্ধ করা হয়েছে...
৪ ঘণ্টা আগেমাছ ধরতে সাগরে গিয়েছিলেন পেরুর মারকোনা শহরের বাসিন্দা ৬১ বছর বয়সী ম্যাক্সিমো নাপা কাস্ত্রো। গত ৭ ডিসেম্বর দুই সপ্তাহের জন্য পর্যাপ্ত রসদ নিয়ে নৌকায় চড়ে বসেছিলেন তিনি। যাত্রার ১০ দিনের মাথায় প্রবল ঝোড়ো হাওয়ায় পথ হারিয়ে ফেলেন নাপা। ভেসে যান প্রশান্ত মহাসাগরের বিশাল জলরাশিতে।
৪ ঘণ্টা আগে