Ajker Patrika

টেক্সাসে কনসার্টে পদদলিত হয়ে ৮ জনের মৃত্যু

আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ১৬: ৩৩
টেক্সাসে কনসার্টে পদদলিত হয়ে ৮ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের হিউস্টন শহরে আয়োজিত এক কনসার্টে পদদলিত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ৩০০ মানুষ। স্থানীয় সময় শুক্রবার রাত সোয়া ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, কনসার্টটিতে প্রায় ৫০ হাজার মানুষ অংশ নিয়েছিলেন। নিহতরা সবাই হার্ট অ্যাটাকে মারা গেছেন। 

হিউস্টন শহরের ফায়ার সার্ভিস বিভাগের প্রধান নির্বাহী স্যামুয়েল পেনা বিবিসিকে এ সম্পর্কে বলেন, শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হয় কনসার্ট। তারপর রাত ৯ টার দিকে মঞ্চে ওঠেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীতশিল্পী ট্র্যাভিস স্কট। তিনি মঞ্চে উঠে সংগীত পরিবেশন শুরুর পরই তাঁকে কাছ থেকে দেখার জন্য মঞ্চের দিকে ছুটে আসতে থাকেন কনসার্টে উপস্থিত দর্শক-শ্রোতারা।

 স্যামুয়েল পেনা আরও বলেন, প্রথম দিকে দর্শক-শ্রোতাদের হুড়োহুড়ির কারণে অনেকেই পদদলিত হন। এ সময় ভিড়ের মধ্যে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁদের ছোটাছুটি আরও বেড়ে যায়।

স্থানীয় রাজনীতিবিদ লিনা হিডালগো এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বলেন, `আমাদের হৃদয় ভেঙে গেছে। কিন্তু চমৎকার মুহূর্ত কাটানোর পরিবর্তে যদি কনসার্টে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা দেখতে হয়, তা সত্যি খুবই দুঃখজনক ব্যাপার।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত