Ajker Patrika

নাম পরিবর্তনের অনুমতি পেলেন ইলন মাস্কের কন্যা, বাবার সঙ্গেও সম্পর্কচ্ছেদ চান

অনলাইন ডেস্ক
আপডেট : ২৪ জুন ২০২২, ২০: ৩৮
Thumbnail image

নাম পরিবর্তনের অনুমতি পেয়েছেন বিশ্বের সেরা ধনী ইলন মাস্কের ট্রান্সজেন্ডার কন্যা। ইলন মাস্কের ১৮ বছর বয়সী কন্যার নাম ছিল জেভিয়ার আলেক্সান্ডার মাস্ক। আদালতের রায়ের ফলে তিনি তাঁর নাম বদলে ভিভিয়ান জেনা উইলসন রাখতে পারবেন। যুক্তরাষ্ট্রভিত্তিক ট্যাবলয়েড ম্যাগাজিন টিএমজেডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইলন মাস্কের কন্যা বাবার সঙ্গে সম্পর্কচ্ছেদ এবং নাম পরিবর্তনের জন্য আদালতে আবেদন করেছিলেন। ভিভিয়ান জেনা উইলসন তাঁর ১৮ তম জন্মদিনের অল্প কয়েক দিন পরেই আদালতে এই আবেদন করেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁকে তাঁর নাম পরিবর্তনের অনুমতি দেয়। এর আগে, ইলন মাস্কের স্ত্রী ও ভিভিয়ানের মা জাস্টিন উইলসনের সঙ্গে ইলন মাস্কের বিয়ে বিচ্ছেদ হয় ২০০৮ সালে। 

টিএমজেডের প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্কের কন্যা আগে জেভিয়ার আলেক্সান্ডার মাস্ক আগে নারী বলে পরিচিত হতেন। কিন্তু আদালতের এই রায়ের ফলে তাঁকে এখন দ্রুতই নতুন জন্মসনদ দেওয়া হবে। 

ভিভিয়ান জেনা উইলসন তাঁর আবেদনে বলেছিলেন, ‘আমি কোনোভাবেই, কোনো উপায়েই আর আমার বাবার সঙ্গে থাকতে চাই না।’ তবে মাস্কের সঙ্গে তাঁর সন্তানের এমন সম্পর্কের বিষয়ে বিস্তারিত কোনো কিছু জানা যায়নি। 

ভিভিয়ানের পর ইলন মাস্কের আরও ৮ সন্তান জন্ম গ্রহণ করে। তাদের মধ্যে ১ জন জন্মের অল্প কয়েক দিন পরেই মারা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত