Ajker Patrika

ইউক্রেনে ৩ মার্কিন যোদ্ধা নিখোঁজ

আপডেট : ১৭ জুন ২০২২, ১৪: ১৯
ইউক্রেনে ৩ মার্কিন যোদ্ধা নিখোঁজ

ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে তিনজন মার্কিন যোদ্ধা নিখোঁজ হয়েছেন, যাঁদের মধ্যে দুজনকে বন্দী করা হয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। আজ শুক্রবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

বিবিসি জানিয়েছে, নিখোঁজ যোদ্ধাদের একজনের নাম অ্যান্ডি তাই এনগক হুইন (২৭), আরেকজনের নাম আলেক্সান্ডার ড্রুক (৩৯)। তৃতীয় নিখোঁজ ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। 

মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, স্বেচ্ছাসেবক যোদ্ধা হিসেবে অ্যান্ডি তাই এনগক হুইন ও আলেক্সান্ডার ড্রুক যুক্তরাষ্ট্রের আলাবামা থেকে ইউক্রেনে গিয়েছিলেন। 

এদিকে সাবেক মার্কিন ও ফরাসি সেনাদের একটি দল গত বুধবার এক টুইটার পোস্টে বলেছে, তাদের সঙ্গে লড়াইরত দুই আমেরিকানকে এক সপ্তাহ আগে বন্দী করা হয়েছে। 

আলাবামার কংগ্রেসম্যান রবার্ট অ্যাডেরহোল্ট বুধবার একটি বিবৃতি প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি বলেছেন, হুইন একজন মার্কিন সাবেক নৌ সেনা। তিনি স্বেচ্ছাসেবী যোদ্ধা হিসেবে রুশ সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে ইউক্রেনে গেছেন। গত ৮ জুন তিনি সর্বশেষ পরিবারের সঙ্গে কথা বলেছিলেন। তখন তিনি ইউক্রেনের খারকিভ এলাকায় ছিলেন বলে জানিয়েছিলেন।

স্টেট ডিপার্টমেন্ট বলেছে, ইউক্রেনে রুশ সেনাবাহিনী কিংবা রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদী বাহিনী দুই মার্কিন যোদ্ধাকে ধরে নিয়ে যাওয়ার দাবিকে তারা খতিয়ে দেখছে। 

স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, ‘মার্কিন সরকারের পক্ষ থেকে এখনো বিষয়টি রাশিয়ার কাছে তুলে ধরা হয়নি। কারণ রুশ বাহিনী তাদের তুলে নিয়ে গেছে এমন বিশ্বাসযোগ্য তথ্য এখনো আমাদের হাতে নেই।’ 

নিখোঁজ যোদ্ধা ড্রুকের মা মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজকে বলেছেন, রুশ বাহিনী ড্রুককে বন্দী করেছে কি না, সে ব্যাপারে তাঁরা নিশ্চিত নন। টুইটার পোস্টের মাধ্যমে তাঁরাও প্রথম জানতে পারেন যে দুই মার্কিন যোদ্ধাকে বন্দী করা হয়েছে। 

ড্রুকের মা বলেন, ‘গণতন্ত্রকে সাহায্য করার জন্য আমার ছেলে জীবনের ঝুঁকি নিয়েছে। একজন মা হিসেবে আমি গর্বিত।’ 

অন্যদিকে হুইনের হবু স্ত্রী জয় ব্ল্যাক বলেছেন, ‘ইউক্রেনের অসহায় মানুষদের সাহায্য করার জন্য হুইনের হৃদয় ব্যাকুল ছিল। তাই তিনি জীবনের মায়াকে তুচ্ছ করে ইউক্রেনে ছুটে গেছেন।’ 

এদিকে ক্রেমলিন জানিয়েছে, আটক মার্কিন যোদ্ধাদের ব্যাপারে তারা অবগত নয়। স্বেচ্ছাসেবী যোদ্ধাদের তারা ভাড়াটে মনে করে। বিবিসির সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে বৃহস্পতিবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ‘আন্তর্জাতিক আইন অনুযায়ী ভাড়াটেরা যোদ্ধা হিসেবে স্বীকৃত নয়।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

বরিশাল-৩ আসনে বিএনপির দুই হেভিওয়েট নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত