Ajker Patrika

রামাস্বামীর নির্বাচনী প্রচারণায় সংগীত ব্যবহারে এমিনেমের আপত্তি

আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ২০: ১৬
রামাস্বামীর নির্বাচনী প্রচারণায় সংগীত ব্যবহারে এমিনেমের আপত্তি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী বিবেক রামাস্বামীকে নির্বাচনী প্রচারণায় নিজের সংগীত ব্যবহার না করতে বলেছে এমিনেম। সোমবার প্রকাশিত একটি চিঠিতে মার্কিন র‌্যাপারের এই প্রতিক্রিয়া জানায় বলে রয়টার্স এক প্রতিবেদনে বলেছে।  

এমিনেমের গানের স্বত্বাধিকারী বিএমআই ২৩ অগাস্ট প্রকাশিত চিঠিতে র‌্যাপারের অনুরোধের ভিত্তিতে রামস্বামীর প্রচারাভিযানের জন্য এমিনেমের সংগীত ব্যবহারের অনুমোদন দেবে না বলে জানিয়ে দেয়।

ডেইলি মেইলে প্রথম প্রকাশিত ওই চিঠিতে বলা হয়, এমিনেম নামে সংগীত জগতে পরিচিত মার্শাল বি. ম্যাথার্স স্বত্বাধিকারী প্রতিষ্ঠান বিএমআইকে বিবেক রামাস্বামীর প্রচারাভিযানের সংগীত ব্যবহারে আপত্তির কথা জানায়। ওই চিঠিতে বিএমআইয়ের সঙ্গে চুক্তি থেকে এমিনেমের সব সংগীত সরিয়ে দেওয়ার অনুরোধ জানায় এমিনেম।

রামাস্বামীর প্রচারণা শিবির সিএনএনকে বলেছে, তারা এমিনেমের আপত্তি মেনে র‍্যাপারের সংগীত আর ব্যবহার করবে না। 
ভারতীয় বংশোদ্ভূত রামাস্বামী একটি বায়োটেক কোম্পানির প্রধান নির্বাহী। প্রার্থিতার দৌড়ে নামার আগে তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না। কিন্তু সাম্প্রতিক জনমত জরিপে তাঁর সমর্থন বাড়ছে। 

৩৮ বছর বয়সী রামাস্বামী গত সপ্তাহে রিপাবলিকান প্রার্থীদের প্রাথমিক বিতর্কের সবচেয়ে নাটকীয় মুহূর্তগুলোর কেন্দ্রে ছিলেন। ডোনাল্ড ট্রাম্পের কড়া সমর্থক রামাস্বামী তাঁর অভিজ্ঞ প্রতিদ্বন্দ্বীদের চেয়ে তীব্র সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। ট্রাম্পের পর দ্বিতীয় অবস্থানে থাকা ফ্লোরিডার গভর্নর রন ডি-স্যান্টিসের জোরালো প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে তাঁকে।

প্রাথমিক দৌড়ে অপ্রতিরোধ্য ট্রাম্প গত সপ্তাহে প্রথম বিতর্ক এড়িয়ে গেছেন। তবে পরে তিনি ফক্স নিউজকে সাক্ষাৎকার দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত