Ajker Patrika

ন্যাটোর মাধ্যমে ইউক্রেনে অস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র, খরচ দেবে জোট: ট্রাম্প

অনলাইন ডেস্ক
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ন্যাটোর মাধ্যমে ইউক্রেনে অস্ত্র পাঠানোর ব্যাপারে জোটটির সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের দেওয়া তথ্যমতে, ইউক্রেনে অস্ত্র পাঠানোর সব খরচ বহন করবে ন্যাটো। ট্রাম্প বলেন, ‘আমরা ন্যাটোর কাছে অস্ত্র পাঠাচ্ছি। আর সেসব অস্ত্রের সম্পূর্ণ খরচ বহন করছে ন্যাটো। এসব অস্ত্রের মধ্যে থাকবে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র।’ এ বিষয়ে ন্যাটোর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে গতকাল বৃহস্পতিবার, ন্যাটো মহাসচিব মার্ক রুটে সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিশ্চিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান। ওই পোস্টে তিনি লেখেন, ‘ইউক্রেনের জন্য আরও গোলাবারুদ ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিতে নেতাদের প্রতি আহ্বান জানিয়েছি। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছে। এ ছাড়া, সহযোগী দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি যাতে ইউক্রেন প্রয়োজনীয় সহায়তা পায়।’

এদিকে, ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে প্যাট্রিয়ট সিস্টেম ভাগাভাগি করা নিয়ে সক্রিয়ভাবে আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মালয়েশিয়ার কুয়ালালামপুরে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘বিভিন্ন দেশে প্যাট্রিয়ট পাঠানো হচ্ছে। যদি কোনো দেশ তাদের চাহিদা কিছুটা পিছিয়ে দিয়ে সেটি ইউক্রেনে পাঠাতে সম্মত হয়, তাহলে সেটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান।’

এর আগে বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তাঁর প্রশাসন ইউক্রেনে আরও একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর কথা বিবেচনা করছে। ট্রাম্প বলেন, ‘ইউক্রেন আরও একটি প্যাট্রিয়ট চেয়েছে, অনুরোধ করেছে। এটি একটি অত্যন্ত দুর্লভ এবং ব্যয়বহুল ব্যবস্থা। ব্যাপারটা বিবেচনা করছি আমরা।’

এনবিসি নিউজকে দেওয়া বৃহস্পতিবারের সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানান, আগামী সোমবার তিনি রাশিয়া নিয়ে একটি ‘গুরুত্বপূর্ণ ঘোষণা’ দেবেন। তবে, ওই ঘোষণা কেমন হতে পারে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত