অনলাইন ডেস্ক
ক্যাথলিক খ্রিষ্টধর্মের সর্বোচ্চ ধর্মীয় নেতার পদের আনুষ্ঠানিক নাম পোপ। সম্প্রতি পোপ ফ্রান্সিস মৃত্যুবরণ করায় পোপের পদটি খালি হয়েছে। আর কিছুদিন আগেই ডোনাল্ড ট্রাম্প হাস্যরসের মাধ্যমে জানিয়েছিলেন, পোপ হিসেবে তিনিই নিজের প্রথম পছন্দ। এবার তিনি পোপের পোশাক পরা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। অবশ্য ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প পোপের পোশাকে নিজের একটি এআই দিয়ে তৈরি ছবি পোস্ট করেছেন। পোপ ফ্রান্সিসের মৃত্যুর মাত্র ১১ দিন পর তিনি এই ছবি শেয়ার করলেন।
ডোনাল্ড ট্রাম্প তাঁর নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ছবিটি শেয়ার করেছেন। এতে দেখা যাচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প সাদা পোশাকে ‘মিটর’ নামে পরিচিত পোপের টুপি পরে আছেন। তাঁর গলায় একটি বড় ক্রুশও ঝুলছে।
এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প রসিকতা করে বলেছিলেন, তিনি পোপ হতে চান। পোপ ফ্রান্সিসের উত্তরসূরি কে হওয়া উচিত—এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি পোপ হতে চাই। এটাই হবে আমার এক নম্বর পছন্দ।’ ট্রাম্প আরও বলেন, তাঁর নির্দিষ্ট কোনো পছন্দ নেই। তবে নিউইয়র্কের একজন কার্ডিনালের এই পদের জন্য ‘খুবই ভালো’ হয় বলে তিনি উল্লেখ করেন।
পোপ ফ্রান্সিস ৮৮ বছর বয়সে মারা যান। স্ট্রোক ও হৃদ্রোগে তাঁর মৃত্যু হয়। নতুন পোপ নির্বাচনের জন্য কনক্লেভ বা সভার কাজ চলছে। ট্রাম্পের এই পোস্ট নিয়ে বিভ্রান্তি ও সমালোচনা সৃষ্টি হয়েছে। অনেকে এটিকে অসম্মানজনক বলে অভিহিত করেছেন।
একজন সামাজিক মাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘অনুগ্রহ করে এটি নামিয়ে ফেলুন।’ তিনি আরও বলেন, ‘আমার মতো অনেক ক্যাথলিক এটিকে আমাদের গির্জার অতীত ও ভবিষ্যৎ নেতার প্রতি চরম অসম্মান বলে মনে করছেন।’
আরেকজন মন্তব্য করেছেন, ‘যুক্তরাষ্ট্রের বাইরের একজন হিসেবে ট্রাম্প, আপনার এই পোস্ট বিশ্বজুড়ে ক্যাথলিক সম্প্রদায়ের প্রতি পুরোপুরি অসম্মানজনক। পোপ পদটি লাখ লাখ মানুষের কাছে একটি পবিত্র প্রতিষ্ঠান এবং এই উপহাস তাদের বিশ্বাসের প্রতি আঘাত। সম্পূর্ণ অসম্মানজনক। ক্যাথলিক সম্প্রদায় শোক পালন করছে, আর আপনি এটি পোস্ট করছেন?’
গত সপ্তাহে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে ট্রাম্পের উপস্থিতি নিয়েও সমালোচনা হয়েছিল। তিনি অনুষ্ঠানে প্রথাগত পোশাকের বদলে নীল রঙের স্যুট পরে গিয়েছিলেন। এ ছাড়া অনুষ্ঠানের সময় তাঁকে চুইংগাম চিবোতে দেখা যায়। কিছু সমালোচক ইঙ্গিত দিয়েছেন যে, শেষকৃত্যের পাশে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তাঁর বৈঠকটিও অনুচিত ছিল।
ক্যাথলিক খ্রিষ্টধর্মের সর্বোচ্চ ধর্মীয় নেতার পদের আনুষ্ঠানিক নাম পোপ। সম্প্রতি পোপ ফ্রান্সিস মৃত্যুবরণ করায় পোপের পদটি খালি হয়েছে। আর কিছুদিন আগেই ডোনাল্ড ট্রাম্প হাস্যরসের মাধ্যমে জানিয়েছিলেন, পোপ হিসেবে তিনিই নিজের প্রথম পছন্দ। এবার তিনি পোপের পোশাক পরা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। অবশ্য ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প পোপের পোশাকে নিজের একটি এআই দিয়ে তৈরি ছবি পোস্ট করেছেন। পোপ ফ্রান্সিসের মৃত্যুর মাত্র ১১ দিন পর তিনি এই ছবি শেয়ার করলেন।
ডোনাল্ড ট্রাম্প তাঁর নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ছবিটি শেয়ার করেছেন। এতে দেখা যাচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প সাদা পোশাকে ‘মিটর’ নামে পরিচিত পোপের টুপি পরে আছেন। তাঁর গলায় একটি বড় ক্রুশও ঝুলছে।
এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প রসিকতা করে বলেছিলেন, তিনি পোপ হতে চান। পোপ ফ্রান্সিসের উত্তরসূরি কে হওয়া উচিত—এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি পোপ হতে চাই। এটাই হবে আমার এক নম্বর পছন্দ।’ ট্রাম্প আরও বলেন, তাঁর নির্দিষ্ট কোনো পছন্দ নেই। তবে নিউইয়র্কের একজন কার্ডিনালের এই পদের জন্য ‘খুবই ভালো’ হয় বলে তিনি উল্লেখ করেন।
পোপ ফ্রান্সিস ৮৮ বছর বয়সে মারা যান। স্ট্রোক ও হৃদ্রোগে তাঁর মৃত্যু হয়। নতুন পোপ নির্বাচনের জন্য কনক্লেভ বা সভার কাজ চলছে। ট্রাম্পের এই পোস্ট নিয়ে বিভ্রান্তি ও সমালোচনা সৃষ্টি হয়েছে। অনেকে এটিকে অসম্মানজনক বলে অভিহিত করেছেন।
একজন সামাজিক মাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘অনুগ্রহ করে এটি নামিয়ে ফেলুন।’ তিনি আরও বলেন, ‘আমার মতো অনেক ক্যাথলিক এটিকে আমাদের গির্জার অতীত ও ভবিষ্যৎ নেতার প্রতি চরম অসম্মান বলে মনে করছেন।’
আরেকজন মন্তব্য করেছেন, ‘যুক্তরাষ্ট্রের বাইরের একজন হিসেবে ট্রাম্প, আপনার এই পোস্ট বিশ্বজুড়ে ক্যাথলিক সম্প্রদায়ের প্রতি পুরোপুরি অসম্মানজনক। পোপ পদটি লাখ লাখ মানুষের কাছে একটি পবিত্র প্রতিষ্ঠান এবং এই উপহাস তাদের বিশ্বাসের প্রতি আঘাত। সম্পূর্ণ অসম্মানজনক। ক্যাথলিক সম্প্রদায় শোক পালন করছে, আর আপনি এটি পোস্ট করছেন?’
গত সপ্তাহে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে ট্রাম্পের উপস্থিতি নিয়েও সমালোচনা হয়েছিল। তিনি অনুষ্ঠানে প্রথাগত পোশাকের বদলে নীল রঙের স্যুট পরে গিয়েছিলেন। এ ছাড়া অনুষ্ঠানের সময় তাঁকে চুইংগাম চিবোতে দেখা যায়। কিছু সমালোচক ইঙ্গিত দিয়েছেন যে, শেষকৃত্যের পাশে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তাঁর বৈঠকটিও অনুচিত ছিল।
ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে প্রায় পৌনে দুই বছর ধরে। এই সময়ের মধ্যে যুদ্ধবিধ্বস্ত ছিটমহলটিতে ইসরায়েল যে গণহত্যামূলক যুদ্ধ চালিয়েছে তাতে এখন পর্যন্ত প্রায় ৫৮ হাজার ৮০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই সময় আহত হয়েছেন আরও লক্ষাধিক।
৭ মিনিট আগেনৌকাটির বেশির ভাগ যাত্রীই রাজধানী হ্যানয় থেকে আসা ভিয়েতনামী পরিবারের বলে জানা গেছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ভারী বৃষ্টিপাত উদ্ধার অভিযানকে বাধাগ্রস্ত করছে। তবে, এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
৯ ঘণ্টা আগে‘প্যালেস্টাইন অ্যাকশন’ সংগঠনটির সদস্যপদ বা সমর্থন এখন একটি ফৌজদারি অপরাধ। সন্ত্রাসবাদ আইন, ২০০০-এর অধীনে এ জন্য ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
১০ ঘণ্টা আগেভারত ও বাংলাদেশের আপত্তি উপেক্ষা করে আঞ্চলিক অভিন্ন নদ ব্রহ্মপুত্রের উজানে বিশ্বের সর্ববৃহৎ বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে চীন। আজ শনিবার তিব্বতের ভেতর দিয়ে প্রবাহিত এই নদে বিশাল জলবিদ্যুৎ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। বার্তা সংস্থা এএফপি এসব তথ্য জানিয়েছে।
১০ ঘণ্টা আগে