আজকের পত্রিকা ডেস্ক
ক্যাথলিক খ্রিষ্টধর্মের সর্বোচ্চ ধর্মীয় নেতার পদের আনুষ্ঠানিক নাম পোপ। সম্প্রতি পোপ ফ্রান্সিস মৃত্যুবরণ করায় পোপের পদটি খালি হয়েছে। আর কিছুদিন আগেই ডোনাল্ড ট্রাম্প হাস্যরসের মাধ্যমে জানিয়েছিলেন, পোপ হিসেবে তিনিই নিজের প্রথম পছন্দ। এবার তিনি পোপের পোশাক পরা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। অবশ্য ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প পোপের পোশাকে নিজের একটি এআই দিয়ে তৈরি ছবি পোস্ট করেছেন। পোপ ফ্রান্সিসের মৃত্যুর মাত্র ১১ দিন পর তিনি এই ছবি শেয়ার করলেন।
ডোনাল্ড ট্রাম্প তাঁর নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ছবিটি শেয়ার করেছেন। এতে দেখা যাচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প সাদা পোশাকে ‘মিটর’ নামে পরিচিত পোপের টুপি পরে আছেন। তাঁর গলায় একটি বড় ক্রুশও ঝুলছে।
এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প রসিকতা করে বলেছিলেন, তিনি পোপ হতে চান। পোপ ফ্রান্সিসের উত্তরসূরি কে হওয়া উচিত—এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি পোপ হতে চাই। এটাই হবে আমার এক নম্বর পছন্দ।’ ট্রাম্প আরও বলেন, তাঁর নির্দিষ্ট কোনো পছন্দ নেই। তবে নিউইয়র্কের একজন কার্ডিনালের এই পদের জন্য ‘খুবই ভালো’ হয় বলে তিনি উল্লেখ করেন।
পোপ ফ্রান্সিস ৮৮ বছর বয়সে মারা যান। স্ট্রোক ও হৃদ্রোগে তাঁর মৃত্যু হয়। নতুন পোপ নির্বাচনের জন্য কনক্লেভ বা সভার কাজ চলছে। ট্রাম্পের এই পোস্ট নিয়ে বিভ্রান্তি ও সমালোচনা সৃষ্টি হয়েছে। অনেকে এটিকে অসম্মানজনক বলে অভিহিত করেছেন।
একজন সামাজিক মাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘অনুগ্রহ করে এটি নামিয়ে ফেলুন।’ তিনি আরও বলেন, ‘আমার মতো অনেক ক্যাথলিক এটিকে আমাদের গির্জার অতীত ও ভবিষ্যৎ নেতার প্রতি চরম অসম্মান বলে মনে করছেন।’
আরেকজন মন্তব্য করেছেন, ‘যুক্তরাষ্ট্রের বাইরের একজন হিসেবে ট্রাম্প, আপনার এই পোস্ট বিশ্বজুড়ে ক্যাথলিক সম্প্রদায়ের প্রতি পুরোপুরি অসম্মানজনক। পোপ পদটি লাখ লাখ মানুষের কাছে একটি পবিত্র প্রতিষ্ঠান এবং এই উপহাস তাদের বিশ্বাসের প্রতি আঘাত। সম্পূর্ণ অসম্মানজনক। ক্যাথলিক সম্প্রদায় শোক পালন করছে, আর আপনি এটি পোস্ট করছেন?’
গত সপ্তাহে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে ট্রাম্পের উপস্থিতি নিয়েও সমালোচনা হয়েছিল। তিনি অনুষ্ঠানে প্রথাগত পোশাকের বদলে নীল রঙের স্যুট পরে গিয়েছিলেন। এ ছাড়া অনুষ্ঠানের সময় তাঁকে চুইংগাম চিবোতে দেখা যায়। কিছু সমালোচক ইঙ্গিত দিয়েছেন যে, শেষকৃত্যের পাশে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তাঁর বৈঠকটিও অনুচিত ছিল।
ক্যাথলিক খ্রিষ্টধর্মের সর্বোচ্চ ধর্মীয় নেতার পদের আনুষ্ঠানিক নাম পোপ। সম্প্রতি পোপ ফ্রান্সিস মৃত্যুবরণ করায় পোপের পদটি খালি হয়েছে। আর কিছুদিন আগেই ডোনাল্ড ট্রাম্প হাস্যরসের মাধ্যমে জানিয়েছিলেন, পোপ হিসেবে তিনিই নিজের প্রথম পছন্দ। এবার তিনি পোপের পোশাক পরা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। অবশ্য ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প পোপের পোশাকে নিজের একটি এআই দিয়ে তৈরি ছবি পোস্ট করেছেন। পোপ ফ্রান্সিসের মৃত্যুর মাত্র ১১ দিন পর তিনি এই ছবি শেয়ার করলেন।
ডোনাল্ড ট্রাম্প তাঁর নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ছবিটি শেয়ার করেছেন। এতে দেখা যাচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প সাদা পোশাকে ‘মিটর’ নামে পরিচিত পোপের টুপি পরে আছেন। তাঁর গলায় একটি বড় ক্রুশও ঝুলছে।
এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প রসিকতা করে বলেছিলেন, তিনি পোপ হতে চান। পোপ ফ্রান্সিসের উত্তরসূরি কে হওয়া উচিত—এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি পোপ হতে চাই। এটাই হবে আমার এক নম্বর পছন্দ।’ ট্রাম্প আরও বলেন, তাঁর নির্দিষ্ট কোনো পছন্দ নেই। তবে নিউইয়র্কের একজন কার্ডিনালের এই পদের জন্য ‘খুবই ভালো’ হয় বলে তিনি উল্লেখ করেন।
পোপ ফ্রান্সিস ৮৮ বছর বয়সে মারা যান। স্ট্রোক ও হৃদ্রোগে তাঁর মৃত্যু হয়। নতুন পোপ নির্বাচনের জন্য কনক্লেভ বা সভার কাজ চলছে। ট্রাম্পের এই পোস্ট নিয়ে বিভ্রান্তি ও সমালোচনা সৃষ্টি হয়েছে। অনেকে এটিকে অসম্মানজনক বলে অভিহিত করেছেন।
একজন সামাজিক মাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘অনুগ্রহ করে এটি নামিয়ে ফেলুন।’ তিনি আরও বলেন, ‘আমার মতো অনেক ক্যাথলিক এটিকে আমাদের গির্জার অতীত ও ভবিষ্যৎ নেতার প্রতি চরম অসম্মান বলে মনে করছেন।’
আরেকজন মন্তব্য করেছেন, ‘যুক্তরাষ্ট্রের বাইরের একজন হিসেবে ট্রাম্প, আপনার এই পোস্ট বিশ্বজুড়ে ক্যাথলিক সম্প্রদায়ের প্রতি পুরোপুরি অসম্মানজনক। পোপ পদটি লাখ লাখ মানুষের কাছে একটি পবিত্র প্রতিষ্ঠান এবং এই উপহাস তাদের বিশ্বাসের প্রতি আঘাত। সম্পূর্ণ অসম্মানজনক। ক্যাথলিক সম্প্রদায় শোক পালন করছে, আর আপনি এটি পোস্ট করছেন?’
গত সপ্তাহে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে ট্রাম্পের উপস্থিতি নিয়েও সমালোচনা হয়েছিল। তিনি অনুষ্ঠানে প্রথাগত পোশাকের বদলে নীল রঙের স্যুট পরে গিয়েছিলেন। এ ছাড়া অনুষ্ঠানের সময় তাঁকে চুইংগাম চিবোতে দেখা যায়। কিছু সমালোচক ইঙ্গিত দিয়েছেন যে, শেষকৃত্যের পাশে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তাঁর বৈঠকটিও অনুচিত ছিল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার কাতারে হামাস নেতাদের টার্গেট করে ইসরায়েলি হামলা নিয়ে খানিকটা স্ববিরোধী বক্তব্য দিয়েছেন। ট্রাম্প বলেছেন, এই হামলা ‘ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যায় না।’ আবার তিনি বলেছেন, ‘হামাসকে নির্মূল’ করার প্রচেষ্টা একটি ‘মহৎ লক্ষ্য।’
৮ মিনিট আগেগতকাল মঙ্গলবার স্থানীয় সময় সকালে পূর্বাঞ্চলীয় একটি গ্রামে ভাতা গ্রহণের জন্য লাইনে দাঁড়িয়ে থেকে মানুষদের ওপর চালানো ওই হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। নিহতদের মধ্যে ২৩ জনই প্রবীণ। এ হামলায় আহত হয়েছে আরও ১৯ জন।
১ ঘণ্টা আগেমার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস স্থানীয় সময় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে কয়েক বিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তা আপাতত স্থগিত রাখার অনুমতি দিয়েছেন। এর ফলে নিম্ন আদালতের দেওয়া রায় সাময়িকভাবে আটকে গেল।
৮ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ৬৫ বছর বয়সী পৌডেল দৌড়ে পালাচ্ছেন, আর পেছনে শত শত মানুষ তাঁকে ধাওয়া করছে। একপর্যায়ে এক তরুণ বিক্ষোভকারী সামনে থেকে এসে লাফিয়ে তাঁকে লাথি মারেন। এতে তিনি একটি লাল দেয়ালে ধাক্কা খান। কিছুক্ষণ পর তিনি আবার উঠে দৌড়াতে শুরু করেন।
৯ ঘণ্টা আগে