যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আবারও করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. কেভিন ওকনর এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
ডা. কেভিন ওকনর বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের পুনরায় চিকিৎসার প্রয়োজন নেই। তবে তিনি নিবিড় পর্যবেক্ষণে থাকবেন। জো বাইডেনের পুনরায় আক্রান্ত হওয়াকে ‘রিবাউন্ড’ বা প্রতিঘাত সংক্রমণ বলেছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক।
গত সপ্তাহে মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে চারবার করোনাভাইরাসের পরীক্ষা করেছেন জো বাইডেন। চারবারই ফল নেতিবাচক এসেছিল। কিন্তু শনিবারে আবার ফল ইতিবাচক আসে।
জো বাইডেন স্থানীয় সময় শনিবার এক টুইটার পোস্টে বলেছেন, তিনি কোনো লক্ষণ অনুভব করছেন না। তবে আশপাশের সবার সুরক্ষার জন্য তিনি বিচ্ছিন্ন থাকবেন।
মার্কিন প্রেসিডেন্টের চিকিৎসার ব্যাপারে ডা. কেভিন বলেছেন, প্রেসিডেন্টকে প্যাক্সলোভিড অ্যান্টিভাইরাল ওষুধ সেবন করিয়েছেন।
এর আগে গত ২১ জুলাই মৃদু উপসর্গ নিয়ে প্রথম করোনায় আক্রান্ত হয়েছিলেন ৭৯ বছর বয়সী জো বাইডেন। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছিল, কোভিডে আক্রান্ত হলেও তাঁর দায়িত্ব নিয়মিতই পালন করবেন তিনি।
তখন কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছিল, মধ্যপ্রাচ্য সফর থেকে ফিরে আসার চার দিন পর প্রেসিডেন্ট বাইডেনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মধ্যপ্রাচ্যে তিনি ইসরায়েল, ফিলিস্তিন ও সৌদি আরবের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সফরে সর্বশেষ কয়েকটি আরব দেশের নেতাদের সঙ্গে একটি সম্মেলনে যোগ দেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আবারও করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. কেভিন ওকনর এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
ডা. কেভিন ওকনর বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের পুনরায় চিকিৎসার প্রয়োজন নেই। তবে তিনি নিবিড় পর্যবেক্ষণে থাকবেন। জো বাইডেনের পুনরায় আক্রান্ত হওয়াকে ‘রিবাউন্ড’ বা প্রতিঘাত সংক্রমণ বলেছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক।
গত সপ্তাহে মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে চারবার করোনাভাইরাসের পরীক্ষা করেছেন জো বাইডেন। চারবারই ফল নেতিবাচক এসেছিল। কিন্তু শনিবারে আবার ফল ইতিবাচক আসে।
জো বাইডেন স্থানীয় সময় শনিবার এক টুইটার পোস্টে বলেছেন, তিনি কোনো লক্ষণ অনুভব করছেন না। তবে আশপাশের সবার সুরক্ষার জন্য তিনি বিচ্ছিন্ন থাকবেন।
মার্কিন প্রেসিডেন্টের চিকিৎসার ব্যাপারে ডা. কেভিন বলেছেন, প্রেসিডেন্টকে প্যাক্সলোভিড অ্যান্টিভাইরাল ওষুধ সেবন করিয়েছেন।
এর আগে গত ২১ জুলাই মৃদু উপসর্গ নিয়ে প্রথম করোনায় আক্রান্ত হয়েছিলেন ৭৯ বছর বয়সী জো বাইডেন। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছিল, কোভিডে আক্রান্ত হলেও তাঁর দায়িত্ব নিয়মিতই পালন করবেন তিনি।
তখন কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছিল, মধ্যপ্রাচ্য সফর থেকে ফিরে আসার চার দিন পর প্রেসিডেন্ট বাইডেনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মধ্যপ্রাচ্যে তিনি ইসরায়েল, ফিলিস্তিন ও সৌদি আরবের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সফরে সর্বশেষ কয়েকটি আরব দেশের নেতাদের সঙ্গে একটি সম্মেলনে যোগ দেন তিনি।
ডব্লিউএফপি জানিয়েছে, গাজায় প্রবেশের পর তাদের ২৫টি ত্রাণের গাড়ি ঘিরে ফেলে ‘ক্ষুধার্ত গাজাবাসী’। এরপরেই সেখানে গুলি ছোড়া হয়। ডব্লিউএফপির বিবৃতিতে বলা হয়, সহায়তা চাওয়া বেসামরিকদের ওপর হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
৯ ঘণ্টা আগেনেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ৭৫ বছর বয়সী প্রধানমন্ত্রী গত রাতে অসুস্থতা বোধ করেন। পরীক্ষায় দেখা গেছে, তিনি অন্ত্রের প্রদাহ এবং পানিশূন্যতায় ভুগছেন। এর জন্য তাঁকে শিরায় ফ্লুইড দেওয়া হচ্ছে।
৯ ঘণ্টা আগেপানির গাড়ি আসার শব্দ শুনলে প্রতিদিন ৪২ বছর বয়সী রাহিলা বালতি আর কনটেইনার নিয়ে ছুটে যান রাস্তায়। কারণ, দেরি করলে কিছুই জুটবে না। তিনি বলেন, ‘পানি পাওয়ার কোনো জায়গা নেই। এটা এখন আমাদের জীবন-মরণের প্রশ্ন।’
৯ ঘণ্টা আগেভারতের শীর্ষস্থানীয় ক্রিপটোকারেন্সি এক্সচেঞ্জ কয়েন-ডিসিএক্স একটি বড়সড় সাইবার হামলার শিকার হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটি প্রায় ৪৪ মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছে। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৫৩৩ কোটি টাকার বেশি।
১০ ঘণ্টা আগে