Ajker Patrika

বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের অভ্যুত্থান পরিকল্পনার কথা স্বীকার করলেন জন বোল্টন 

বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের অভ্যুত্থান পরিকল্পনার কথা স্বীকার করলেন জন বোল্টন 

বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র কর্তৃক অভ্যুত্থান সংঘটনের পরিকল্পনার কথা স্বীকার করেছেন সাবেক মার্কিন কূটনীতিবিদ জন বোল্টন। স্থানীয় সময় গত মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা স্বীকার করেন। 

ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও জাতিসংঘে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত জন বোল্টন এমন এক সময়ে এই মন্তব্য করলেন যখন তাঁর সেই সময়কার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২১ সালের ৬ জানুয়ারিতে ক্যাপিটল হিলে হামলায় উসকানি দেওয়ার অভিযোগের মুখোমুখি। 

সিএনএনের সঙ্গে আলাপকালে উপস্থাপক জেক টেপারের এক প্রশ্নের জবাবে জন বোল্টন বলেন, ‘একটি অভ্যুত্থান বাস্তবায়নের সক্ষমতা ট্রাম্পের ছিল না। সাধারণত এসব অভ্যুত্থান বাস্তবায়নে যারা কাজ করেন তাঁরা এখানে নয় অন্য কোথায় অবস্থান করেন। এ ছাড়া, এসব বাস্তবায়নের জন্য প্রচুর পরিশ্রম প্রয়োজন যা ট্রাম্প কখনো করেননি।’ 

এ সময় জেক টেপার জন বোল্টনকে জিজ্ঞেস করেন যে, তিনি আসলে কোন দেশের কথা বলছেন। এই প্রশ্নের জবাবে বোল্টন বলেন, ‘আমি সরাসরি নির্দিষ্ট করে কোনো দেশের কথা বলতে চাচ্ছি না। তবে এটি সফল হয়নি। এমন নয় যে, আমাদের সেখানে কিছু করার ছিল। সেখানে একজন অবৈধভাবে নির্বাচিত প্রেসিডেন্টকে অপসারণের চেষ্টা করা হয়েছিল এবং ব্যর্থ হয়েছিল।’ 

এর আগে, ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্বরত থাকা অবস্থায় বোল্টন খোলাখুলিভাবেই ভেনেজুয়েলার বিরোধী নেতা জুয়ান গুয়াদিওকে সমর্থন দিয়েছিলেন। সেই সময় গুয়াদিও দেশটির সেনাবাহিনীকে তাঁকে সমর্থন দিতে আহ্বান জানিয়েছিলেন যাতে তিনি সমাজবাদী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে হটাতে পারেন। তবে শেষ পর্যন্ত মাদুরো ক্ষমতায় রয়েই যান। 

এর পর, জেক টেপারে জন বোল্টনকে ভেনেজুয়েলার বিষয়টি ইঙ্গিত করে বোল্টনকে জিজ্ঞেস করেন যে, তিনি এই বিষয়টি ছাড়া অন্য কোনো বিষয়ে আলোকপাত করতে চান কিনা। জবাবে জন বোল্টন বলেন, ‘হ্যাঁ নিশ্চয়ই।’ 

এর আগেও বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশে সরকার উৎখাতের অভিযোগ তোলা হয়েছে। যেমন, ১৯৫৩ সালে ইরানের তৎকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে ক্ষমতা চ্যুত করা, ভিয়েতনাম, ইরাক, আফগানিস্তান যুদ্ধ এর মধ্যে অন্যতম। কিন্তু দেশটির সরকারের উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার স্বীকৃতি এই প্রথম। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত